বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫: সিলেটে তারুণ্যের ক্ষমতায়ন ও পরিবার পরিকল্পনায় বিশেষ সম্মাননা প্রদান

সিলেট ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৫ ১৫:৫১:৫০
বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫: সিলেটে তারুণ্যের ক্ষমতায়ন ও পরিবার পরিকল্পনায় বিশেষ সম্মাননা প্রদান

সারাদেশের মতো সিলেটেও যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫। দিবসটির মূল প্রতিপাদ্য ছিল—‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবীর নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এরপর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, “পরিকল্পিত পরিবার গঠনের জন্য তরুণ সমাজকে সচেতন ও সম্পৃক্ত করা জরুরি। পরিবার পরিকল্পনার উন্নয়ন মানেই সামগ্রিক জনস্বাস্থ্যের অগ্রগতি।”

জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মোঃ আনিসুর রহমান ও পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক মোহাম্মদ আমান উল্লাহ্।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর সিলেট পরিবার পরিকল্পনা বিভাগের জনসংখ্যাতাত্ত্বিক অগ্রগতি তুলে ধরেন সহকারী পরিচালক বিশ্বজিৎ কৃষ্ণ চক্রবর্তী।

সভা শেষে পরিবার পরিকল্পনা ও জনস্বাস্থ্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে ছিলেন:

ছাইয়েদা জাহান, পরিবার কল্যাণ সহকারী (হবিগঞ্জ)

নূরজাহান বেগম, পরিবার কল্যাণ পরিদর্শিকা (হবিগঞ্জ)

সুব্রত রুদ্র পাল, পরিবার পরিকল্পনা পরিদর্শক (মৌলভীবাজার)

প্রদীপ কুমার দাশ, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সিলেট)

ফতেপুর মডেল স্বাস্থ্য কেন্দ্র, সিলেট

সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদ, চুনারুঘাট, হবিগঞ্জ

বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ, সুনামগঞ্জ

হবিগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্র

এফপিএবি, সিলেট সদর (সিবিডি ক্যাটাগরি)

সীমান্তিক, সিলেট সদর (ক্লিনিক ক্যাটাগরি)

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পরিচালক আবুল মনসুর আসজাদ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ