নরসিংদীতে অস্ত্রোপচারে মারাত্মক গাফিলতি: প্রসূতির পেটে রয়ে গেল ১৮ ইঞ্চি কাপড়

ঢাকা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৫ ১৮:০৮:০৭
নরসিংদীতে অস্ত্রোপচারে মারাত্মক গাফিলতি: প্রসূতির পেটে রয়ে গেল ১৮ ইঞ্চি কাপড়

নরসিংদীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের সময় এক প্রসূতির পেটে ভুলবশত ১৮ ইঞ্চি দীর্ঘ একটি রক্ত মোছার কাপড় রেখেই সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে ওই নারী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন।

ভুক্তভোগী লিমা আক্তারের বয়স ২৮ বছর। ১৭ জুন প্রসবব্যথা নিয়ে তিনি ভর্তি হন নরসিংদী সিটি হাসপাতালে। ওই দিনই সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি পুত্রসন্তানের জন্ম দেন তিনি। ২১ জুন হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর থেকেই তিনি পেটব্যথায় ভুগতে শুরু করেন। পরিবারের পক্ষ থেকে একাধিকবার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করলেও অবস্থার উন্নতি না হওয়ায় ২৫ জুন তাকে আবার হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানকার পরীক্ষায় কিছু ধরা না পড়ায় তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়।

ঢাকায় বিভিন্ন মেডিকেল পরীক্ষা শেষে চিকিৎসকেরা নিশ্চিত হন, অস্ত্রোপচারের সময় লিমার পেটে কাপড় রেখেই সেলাই করা হয়েছিল। এরপর ৩ জুলাই গভীর রাতে দ্বিতীয় দফা অস্ত্রোপচারে তার পেট থেকে সেই ১৮ ইঞ্চির কাপড়টি বের করেন ব্রিগেডিয়ার জেনারেল এ এইচ এম শাখাওয়াত হোসেন।

লিমার বড় ভাই জহিরুল ইসলাম জানান, “বোনের পেট ফুলে গেছে, দুর্গন্ধ হচ্ছে, ইনফেকশন ছড়িয়ে পড়েছে। তাকে আইসিইউতে রাখা হয় পাঁচদিন। এখনো সে সংকটাপন্ন। নবজাতক সন্তানও বিপদে আছে, মায়ের সেবা ও দুধ পাচ্ছে না।” তিনি জানান, তারা নরসিংদীর সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ করেছেন, বিএমডিসিতেও অভিযোগ করেছেন এবং আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছেন।

এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসক শিউলী আক্তারকে দায়ী করেছেন লিমার স্বজনরা। হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক রতন মিয়া বলেন, “ভুল হয়েছে, সেটা মেনে নিচ্ছি। আমরা সমঝোতার চেষ্টা করেছি এবং চিকিৎসার খরচ বহনের প্রস্তাবও দিয়েছি।” তিনি জানান, পরিবারকে দেড় লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তারা আরও অর্থ দাবি করায় সমঝোতা হয়নি।

নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক শামীম বলেন, “ঘটনাটি খুবই দুঃখজনক ও অগ্রহণযোগ্য। তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ