বিএনপি নেতার হাতে ধরা পড়লেন বিএনপি থেকে বহিষ্কৃত সন্ত্রাসী

ঢাকা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৬ ১৫:২৭:১২
বিএনপি নেতার হাতে ধরা পড়লেন বিএনপি থেকে বহিষ্কৃত সন্ত্রাসী

গাজীপুরের শ্রীপুরে বহিষ্কৃত যুবদল নেতা জাহাঙ্গীর আলমকে দেশীয় অস্ত্র উঁচিয়ে মিছিল ও বাজার দখলের মহড়া দেওয়ার ঘটনায় পুলিশের হাতে তুলে দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। আজ বুধবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের বৃন্দাবন এলাকা থেকে স্থানীয় নেতাকর্মীদের সহায়তায় জাহাঙ্গীরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

জানা গেছে, জাহাঙ্গীর আলম উপজেলার তেলিহাটী এলাকার বাসিন্দা নূরুল ইসলামের ছেলে। তিনি আগে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তবে গত ২২ ফেব্রুয়ারি শ্রীপুরের এমসিবাজার এলাকায় প্রকাশ্যে দেশীয় অস্ত্র হাতে মিছিল ও মহড়া দেওয়ার ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। সেদিন বাজারে তার নেতৃত্বে চালানো হয় ভয়ভীতি প্রদর্শন, মাইকে চাঁদা দাবির ঘোষণা এবং একাধিক ব্যবসায়ীর কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠে। ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই রাতেই বিএনপি তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করে।

এ ঘটনায় দুটি মামলা হয়। এক মামলায় জামিন পেলেও আরেকটিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, শুধু ওই দুটি মামলাই নয়, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আরও সাতটি মামলা রয়েছে। পুলিশ দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা করছিল।

বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “সন্ত্রাসী, চাঁদাবাজ কিংবা জুলুমবাজ বিএনপির কোনো কর্মী হতে পারে না। জাহাঙ্গীর আলম মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজি করেছে, অস্ত্র হাতে মিছিল করেছে—এমন অপকর্মকারীদের জায়গা বিএনপিতে নেই।” তিনি আরও জানান, নেতাকর্মীদের মাধ্যমে জানতে পারেন জাহাঙ্গীর ওই এলাকায় আত্মগোপনে আছে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এই ঘটনাকে ঘিরে শ্রীপুরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দলের ভেতর থেকে অপরাধীকে চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনা বিরল হলেও অনেকেই এটিকে বিএনপির অবস্থান পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ