১৫ টাকায় ৩০ কেজি চাল, ফের চালু হচ্ছে খাদ্যবান্ধব কর্মসূচি

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৫ ১৬:৩৮:১২
১৫ টাকায় ৩০ কেজি চাল, ফের চালু হচ্ছে খাদ্যবান্ধব কর্মসূচি

আগামী আগস্ট মাস থেকে দেশের ৫৫ লাখ পরিবার আবারও যুক্ত হতে যাচ্ছে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায়। এই কর্মসূচির অধীনে প্রতিটি পরিবারকে মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হবে মাত্র ১৫ টাকা কেজি দরে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া এই উদ্যোগের কথা জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন এফপিএমসি কমিটির সভাপতি ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আলী ইমাম মজুমদার জানান, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে এই চাল বিতরণ কার্যক্রম চলবে। এরপর ডিসেম্বর ও জানুয়ারিতে কার্যক্রমটি সাময়িক স্থগিত থাকবে। পরবর্তীতে ফেব্রুয়ারি ও মার্চ মাসে আবার চাল বিতরণ করা হবে।

তিনি বলেন, “বর্তমান খাদ্য মজুদ সন্তোষজনক। তবে আগাম প্রস্তুতির অংশ হিসেবে সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে চার লাখ মেট্রিক টন চাল আমদানি করবে।” পাশাপাশি, বেসরকারি খাতেও পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন খাদ্য, পরিকল্পনা, কৃষি, স্বাস্থ্য, ও পরিবেশ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলেন, এই কর্মসূচির মাধ্যমে নিম্নআয়ের মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত হবে, যা সাময়িক সংকট মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে বন্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা ফসলহানির মতো জরুরি পরিস্থিতিতে এই ধরনের কর্মসূচির গুরুত্ব বহুগুণ বেড়ে যায়।

অতীত অভিজ্ঞতা থেকে দেখা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচি চালু থাকলে হতদরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান কিছুটা হলেও স্থিতিশীল থাকে। এজন্য সরকার চাইছে, এই উদ্যোগ আরও কার্যকর ও স্বচ্ছভাবে বাস্তবায়ন হোক।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ