কর্দমাক্ত মাঠে প্রতিকূলতা পেরিয়ে লিডে বাংলার মেয়েরা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৫ ১৬:২৯:৩৫
কর্দমাক্ত মাঠে প্রতিকূলতা পেরিয়ে লিডে বাংলার মেয়েরা

ঢাকায় দফায় দফায় হওয়া টানা বৃষ্টির মধ্যেই সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নামে স্বাগতিক বাংলাদেশ। সকাল থেকেই নগরীতে টানা ঝুম বৃষ্টি হওয়ায় বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠে জমে যায় পানি, যা খেলোয়াড়দের জন্য তৈরি করে কঠিন পরিস্থিতি। ভারী কাদায় রূপ নেয়া আউটফিল্ডে বল নিয়ন্ত্রণ ও চলাফেরা দুটোই হয়ে পড়ে চ্যালেঞ্জিং। তবুও প্রথমার্ধেই একমাত্র গোল করে এগিয়ে যায় লাল-সবুজের মেয়েরা।

ম্যাচের শুরু থেকেই স্পষ্ট হয়ে যায়, মাঠের কর্দমাক্ত অবস্থায় দুই দলই স্বাভাবিক খেলায় ব্যাঘাত ঘটাবে। বার বার বল আটকে যাচ্ছে জমে থাকা পানিতে, ব্যালান্স রাখতে গিয়ে কষ্ট পাচ্ছেন দুই দলের ফুটবলাররাই। এমন কন্ডিশনেও খেলার চেষ্টা করে যাচ্ছেন পিটার বাটলারের শিষ্যরা। এরই মাঝে ম্যাচের ষষ্ঠ মিনিটে আসে স্বস্তির মুহূর্ত।

তৃষ্ণা রানীর নেওয়া শট ভুটানের গোলরক্ষক প্রথমে রুখলেও বলটি হাতছাড়া হয়ে যায় তার। সেই ফিরতি বলে ক্ষিপ্র গতিতে গোলমুখে আঘাত হানেন শান্তি মার্ডি। বল জালে জড়িয়ে বাংলাদেশকে এনে দেন কাঙ্ক্ষিত লিড। এরপরও গোল ব্যবধান বাড়ানোর চেষ্টা চালায় লাল-সবুজের প্রতিনিধিরা, কিন্তু আক্রমণগুলো আর রূপ নেয়নি গোল-এ।

মাঠের করুণ অবস্থার মাঝেও শক্ত মনোবলে খেলে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। ১-০ গোলের লিড ধরে রেখে বিরতিতে যায় দল। বর্ষা মৌসুমে এমন একটি ম্যাচ আয়োজন নিয়ে প্রশ্ন উঠলেও ফুটবলারদের আত্মত্যাগ ও লড়াকু মানসিকতা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ