এনবিআরের কর তথ্য নিয়ে উপদেষ্টার উদ্বেগ: শূন্য কর দেয়ার হার অবিশ্বাসযোগ্য

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৯ ১৬:০২:৩৫
এনবিআরের কর তথ্য নিয়ে উপদেষ্টার উদ্বেগ: শূন্য কর দেয়ার হার অবিশ্বাসযোগ্য

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যমতে প্রতি ১০০ জন করদাতার মধ্যে ৭০ জন শূন্য কর দেন, যা বাস্তবসম্মত নয়। তিনি বলেন, যারা কর তথ্য দিচ্ছেন তাদের হিসাব-নিকাশ খতিয়ে দেখা উচিত। অনেক প্রতিষ্ঠান কর সংক্রান্ত পেপার জমা দিলেও সেগুলোর অধিকাংশ মানসম্পন্ন নয়।

বুধবার (৯ জুলাই) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে এফআরসির চেয়ারম্যান ড. সাজ্জাদ হোসেন ভুঁইয়া প্রবন্ধ উপস্থাপন করেন।

ড. সালেহউদ্দিন বলেন, এনবিআরের অডিট প্রক্রিয়া জোরদার করা প্রয়োজন। প্রতি ১০০ জনের মধ্যে ৭০ জন শূন্য কর দেয়, যা সন্দেহজনক এবং সেই তথ্য দাতাদের হিসাব-নিকাশ পুনরায় যাচাই করা জরুরি। তিনি আরও জানান, ১৮ লাখ রিটার্ন জমা পড়লেও তাতে গরমিলের সম্ভাবনা রয়েছে। অডিটকারীদের অন্তর্দৃষ্টি দিয়ে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, আর্থিক খাতের সংস্কারে নানা প্রতিবন্ধকতা থাকলেও এটি সরকারের নিজস্ব উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে, বিশ্বব্যাংক বা আইএমএফের নির্দেশনা নয়। তিনি বলেন, অডিটিং ও অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া যারা এ কাজে নিযুক্ত তাদের সততা ও স্বচ্ছতা সর্বোচ্চ হওয়া উচিত।

বিদেশি বিনিয়োগ বৃদ্ধির জন্যও ড. সালেহউদ্দিন অডিট ও অ্যাকাউন্টিং ব্যবস্থাকে উন্নত করার গুরুত্ব আরোপ করেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ