মুজিববাদ নয়, জনগণের বাংলাদেশ গড়ার ডাক দিল এনসিপি

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৫ ১৮:২৭:৫৮
মুজিববাদ নয়, জনগণের বাংলাদেশ গড়ার ডাক দিল এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও মুক্তিযুদ্ধের উত্তরসূরি রাজনীতির প্রসঙ্গে সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মুক্তিযোদ্ধা বনাম রাজাকার’ দ্বন্দ্ব তৈরি করে জাতিকে বিভক্ত করেছিলেন। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে ভোলায় অনুষ্ঠিত জুলাই পদযাত্রা শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “মুজিববাদী রাজনীতির নামে জাতিকে দুই ভাগে ভাগ করা হয়েছিল—যেখানে একটি শ্রেণিকে মুক্তিযোদ্ধা, অন্যকে রাজাকার বানিয়ে দীর্ঘদিনের বিভাজনকে পুঁজি করা হয়। কিন্তু আমরা চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই বিভাজনকে অতিক্রম করে এক নতুন রাজনৈতিক দিশা দেখিয়েছি।” তিনি বলেন, “আমরা একটি অন্তর্ভুক্তিমূলক, জনগণের, শ্রমিক ও কৃষকের বাংলাদেশ গঠনের অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছি। এই বাংলাদেশ কারও একক সম্পত্তি নয়—এটি হবে সবার।”

সাবেক সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধের সাফল্যের কথা উল্লেখ করে নাহিদ দাবি করেন, “গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। আমরা এই আন্দোলনের মাধ্যমে দেখিয়েছি, একদলীয় কর্তৃত্ববাদ আর টিকবে না।”

তিনি বিশেষভাবে ভোলার অবদানের কথা স্মরণ করেন। “বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। জুলাই-আগস্ট আন্দোলনে ভোলার সন্তানরাই সবচেয়ে বেশি শহীদ হয়েছেন। তারা প্রমাণ করেছে, সাহস ও ত্যাগে ভোলার জনগণ কখনও পিছিয়ে নেই।”

এদিন দুপুরে বরিশাল থেকে ভোলায় পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে জেলা পরিষদের সামনে থেকে পদযাত্রা শুরু করে শহরের বাংলা স্কুল মোড়, সদর রোড, মহাজনপট্টি এবং নতুন বাজার হয়ে ভোলা প্রেসক্লাব চত্বরে এসে তারা পথসভায় মিলিত হন। সেখানে দলীয় নেতারা বক্তব্য দেন এবং জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ