৯ ব্যাংক অ্যাকাউন্টে শামীম ওসমানের ৪০০ কোটির বেশি লেনদেন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৫ ২১:১৩:১৫
৯ ব্যাংক অ্যাকাউন্টে শামীম ওসমানের ৪০০ কোটির বেশি লেনদেন

আওয়ামী লীগ নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তাঁর স্ত্রী সালমা ওসমানের নামে ১৭টি ব্যাংক হিসাবে ৪০০ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অভিযোগে তাঁদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে সংস্থাটি।

মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীতে এক সংবাদ ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, শামীম ওসমানের বিরুদ্ধে মামলা করেছেন সংস্থার সহকারী পরিচালক পিয়াস পাল এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম। অনুসন্ধানে নেতৃত্ব দেন দুদকের উপপরিচালক রেজাউল করিম।

দুদকের এজাহারে বলা হয়, সংসদ সদস্য থাকাকালে শামীম ওসমান ক্ষমতার অপব্যবহার করে ৬ কোটি ৬৭ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন। তাঁর ও তাঁর প্রতিষ্ঠানের নামে থাকা ৯টি ব্যাংক হিসাবে পাওয়া গেছে ৪৩৯ কোটি ৮২ লাখ টাকার সন্দেহজনক লেনদেন, স্থানান্তর ও রূপান্তরের তথ্য।

অন্যদিকে, সালমা ওসমানও স্বামীর সহায়তায় ৩ কোটি ৯ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়। তাঁর নামে থাকা ৮টি ব্যাংক হিসাবে ২৪ কোটি ৬৬ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক।

দুদকের অনুসন্ধানে আরও উঠে এসেছে, তাঁদের ছেলে ইমতিনান ওসমান ও মেয়ে লাবীবা জোহা অঙ্গনার নামেও জ্ঞাত আয়ের বাইরে সম্পদ থাকতে পারে। এ কারণে তাঁদের কাছে সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে সংস্থাটি।

দুদক জানিয়েছে, অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই মামলাগুলো দায়ের করা হয়েছে এবং এখন তদন্তের পরবর্তী ধাপে যাবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ