আলোচনায় ঐক্য নেই, দ্বিকক্ষ গঠনের দায়িত্ব নিল কমিশন

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৫ ১৮:৪৫:০৮
আলোচনায় ঐক্য নেই, দ্বিকক্ষ গঠনের দায়িত্ব নিল কমিশন

দেশে রাজনৈতিক সংস্কারের অংশ হিসেবে দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট গঠনের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকেও দলগুলোর মধ্যে কোনো চূড়ান্ত ঐক্যমত্য গড়ে ওঠেনি। ফলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কমিশনের ওপরই ছেড়ে দিয়েছে অংশগ্রহণকারী দল ও জোটগুলো।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট গঠনের বিষয়ে দলগুলোর দৃষ্টিভঙ্গিতে এখনও স্পষ্ট মতানৈক্য রয়েছে। কেউ ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠনের পক্ষে, আবার কেউ আসনের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আসন বণ্টনের প্রস্তাব দিয়েছেন। ফলে আলোচনা এখনো সুস্পষ্ট সিদ্ধান্তে পৌঁছায়নি।

তিনি বলেন, “এখন পর্যন্ত বড় রাজনৈতিক দল ও জোটগুলো উচ্চকক্ষ গঠনের পক্ষে মত দিয়েছে। তাদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মিলেছে। তবে প্রক্রিয়া ও কাঠামো কেমন হবে, সেটি নিয়ে মতবিরোধ রয়ে গেছে।” একাধিক দিন এই বিষয়ে আলোচনা চললেও আজকের বৈঠকে রাজনৈতিক দলগুলো কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব অর্পণ করেছে বলেও জানান আলী রীয়াজ।

তিনি আরও বলেন, “আমরা কমিশনের অভ্যন্তরীণ আলোচনার ভিত্তিতে দ্রুত একটি প্রস্তাব তৈরি করব। আশা করছি, আগামী সপ্তাহের শুরুতেই এই বিষয়ে আমাদের অবস্থান জানানো সম্ভব হবে। কারণ, দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট একটি মৌলিক ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রনৈতিক প্রশ্ন।”

বৈঠকে আরও দুটি বিষয়—সংবিধান সংশোধন এবং সংসদে নারীর প্রতিনিধিত্ব—উল্লেখযোগ্য আলোচ্যসূচিতে ছিল। তবে সময়ের সীমাবদ্ধতার কারণে নারীর প্রতিনিধিত্ব নিয়ে বিস্তারিত আলোচনা সম্ভব হয়নি। যদিও সংবিধান সংশোধন নিয়ে কিছু অগ্রগতি হয়েছে বলে জানান কমিশনের সহ-সভাপতি।

জাতীয় ঐকমত্য কমিশন মনে করে, রাষ্ট্রব্যবস্থায় অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর সংস্কার আনার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যে ভবিষ্যতেও নিয়মিতভাবে সংলাপ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে বৈঠক শেষে জানানো হয়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ