বিদ্যুৎহীন বাগেরহাট: ঝড়ে উপড়ে পড়েছে শত গাছ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৫ ২০:০৮:০৩
বিদ্যুৎহীন বাগেরহাট: ঝড়ে উপড়ে পড়েছে শত গাছ

বাগেরহাটে আকস্মিক ঝড় ও তীব্র বাতাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে মাত্র ১৫ মিনিট স্থায়ী এক দুর্যোগপূর্ণ ঝড়ে জেলার সদর উপজেলার বিষ্ণুপুর, গোটাপাড়া, বারুইপাড়া ও যাত্রাপুর এলাকার একাধিক গ্রামে অন্তত ২০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘরের চালা উড়ে গিয়ে ও গাছ পড়ে ঘরের উপর ধসে পড়ে বহু মানুষ আশঙ্কাজনক পরিস্থিতির মুখোমুখি হলেও প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের দিকে হঠাৎ করেই শুরু হয় প্রবল দমকা হাওয়া ও ঝড়ো বাতাস। এই ঝড়ের তাণ্ডবে অসংখ্য গাছপালা উপড়ে পড়ে, যার ফলে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায় বিস্তীর্ণ এলাকায়। ঝড়ের সময় বিষ্ণুপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম সেখের ঘরসহ খলিল পাইক, একলাস সেখ, একরাম সেখ এবং জুয়েল সেখের ঘরের চালা উড়ে যায় এবং গাছ পড়ে ঘর ভেঙে পড়ে। ঘরে থাকা পরিবারের সদস্যরা অল্পের জন্য প্রাণে বেঁচে যান, তবে তাদের ঘরের সমস্ত মালামাল ভিজে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে।

এই এলাকার কলেজ ছাত্রী সাফিয়া সাবরিনা ও ঘের ব্যবসায়ী মেহেদী মল্লিক জানান, গত কয়েকদিন ধরে চলমান বৃষ্টিপাতের পর আজ সকাল থেকে আবহাওয়া কিছুটা ভালো থাকলেও দুপুরে আকস্মিক ঝড় তাদের সর্বস্ব তছনছ করে দেয়। মরিচ, লাউ, কলা, পেঁপে, পানবরজসহ নানা ধরনের শাকসবজির ক্ষেত সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। গাছ পড়ে অনেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

যাত্রাপুর ও বারুইপাড়া এলাকার কৃষকেরা জানান, টানা বৃষ্টিতে জমিতে জলাবদ্ধতা ছিলই, তার ওপর এই ঝড় নতুন করে দুঃস্বপ্ন ডেকে এনেছে। বীজতলা ও সবজি ক্ষেত পঁচে যাওয়ার পাশাপাশি ঘূর্ণিঝড়ের কারণে পানির তোড়ে মৎস্য ঘের ও পুকুর ভেসে গেছে। নদ-নদী ও খাল উপচে পড়ায় বহু বাড়িঘর প্লাবিত হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোতাহার হোসেন জানান, মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। বিশেষ করে নিচু জমির আমন বীজতলা ও শাকসবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।অন্যদিকে, জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ জানিয়েছেন, এর আগে টানা বৃষ্টিতে জেলায় ৯১৫টি চিংড়ি ঘের ও ১৭৭টি পুকুর প্লাবিত হয়ে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। আজকের ঝড়ের ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

প্রাকৃতিক দুর্যোগের এই ধাক্কায় এলাকার সাধারণ কৃষক ও খামারিরা পড়েছেন চরম বিপাকে। ক্ষতিগ্রস্তরা সরকারের দ্রুত সহযোগিতা কামনা করেছেন, যাতে করে তাঁরা আবারও ঘুরে দাঁড়াতে পারেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ