আশুলিয়ায় এনসিপি-ছাত্র শ্রমিকদের ওপর সশস্ত্র হামলা

সত্য নিউজ: সাভারের আশুলিয়ায় একটি অবৈধ সিসা কারখানা বন্ধের দাবি জানানোয় এনসিপির শ্রমিক উইং ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোয়াইলবাড়ি বাজার এলাকায় এ হামলা হয়। এতে আহত হন আটজন। তাঁদের মধ্যে তিনজন বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। একজনের মাথায় সেলাই দিতে হয়েছে, বাকিদের শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে।
আহত নেতারা জানিয়েছেন, আশুলিয়ার শিমুলিয়া এলাকায় ঘুরতে গিয়ে তাঁরা পাশের একটি সেতু থেকে ঝাঁজালো গন্ধ পান। স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে তাঁরা জানতে পারেন, কাছেই একটি অবৈধ কারখানায় পুরোনো ব্যাটারি গলিয়ে সিসা তৈরি হচ্ছে। এরপর তাঁরা বিষয়টি থানার পুলিশ ও উপজেলা প্রশাসনকে জানান। পুলিশ তাঁদের ভিডিও ফুটেজ সংগ্রহ করতে বলে। পরে তাঁদের একজনের মোবাইলে এক ব্যক্তি সাংবাদিক পরিচয়ে ফোন দিয়ে কারখানায় যেতে বলেন।
তাঁরা যখন গোয়াইলবাড়ি বাজার এলাকায় পৌঁছান, তখন একটি মাইক্রোবাসে করে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন রিফাত আহমেদ, তাওহিদুল ইসলাম ও হৃদয় হাসান। স্থানীয়রা পুলিশে খবর দিলে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আহত হৃদয় হাসান অভিযোগ করেন, হামলার সময় হামলাকারীরা এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুলকে ফোন করেন। তিনি হামলাকারীদের বলেন, আহতরা এনসিপির কেউ না, পরে দেখা যাবে। অন্যদিকে, আসাদুল ইসলাম মুকুল প্রথম আলোকে বলেন, তিনি হামলার বিষয়ে কিছুই জানেন না এবং কারখানার সঙ্গেও তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। টাকার বিনিময়ে কোনো সম্পর্ক থাকার অভিযোগও তিনি অস্বীকার করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এখনো এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাহফুজ আলমের ফেইসবুক পোস্ট: কি বার্তা দিলেন?
- “ইশরাককে দায়িত্ব দাও, শহর বাঁচাও!”- কেন এই স্লোগান!
- আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গ: জনগণের সিদ্ধান্তের সঙ্গেই থাকবে বিএনপি
- ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাত: কারও প্রকৃত বিজয় নেই, শুধু দাবির প্রতিযোগিতা
- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: কাগজে শান্তি, মাটিতে অনিশ্চয়তা
- আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজারের দুয়ার!
- চীনের কৌশলগত সহায়তায় পাকিস্তানের সামরিক শক্তির উত্থান: আঞ্চলিকশক্তির নতুন বিন্যাস
- ১০৩ বছরের নীরবতা ভাঙল এল ক্লাসিকো, দেখল অভাবনীয় গোলবন্যা!
- তারেক রহমানের প্রশ্ন: অন্তর্বর্তী সরকার কি স্বৈরাচারের পুনর্বাসন করছে?
- হবিগঞ্জে সংঘর্ষে আহত অন্তত ৪০, কয়েকটি বাড়িঘর ভাঙচুর
- নেইমার কিনলেন ১৫ কোটি টাকার ফেরারি: কারন শুনলে অবাক হবে
- আ.লীগ নিষিদ্ধে বিএনপি কি দ্বিধায়?
- কম খরচে উচ্চশিক্ষার সুযোগ: সহজ এবং সাশ্রয়ী ভিসা প্রক্রিয়ার মাধ্যমে যেখানে পড়াশোনা করা সম্ভব
- যুদ্ধবিরতিতে কাশ্মীরের কী বার্তা?
- ভারত-পাকিস্তান সম্মত যুদ্ধবিরতিতে