জবি শিক্ষার্থীদের আন্দোলন

দাবি না মানা পর্যন্ত জবি শাটডাউন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৫ ১৬:১৪:৫৪
দাবি না মানা পর্যন্ত জবি শাটডাউন

সত্য নিউজ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দিয়েছেন জবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইস উদ্দিন। বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর কাকরাইল এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন তিনি।

অধ্যাপক রইস উদ্দিন বলেন, “আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ন্যায্য অধিকারের জন্য এসেছি। দাবি পূরণ না হলে আমরা কোনো শিক্ষা-পরীক্ষা কার্যক্রম চলতে দেব না। ছাত্রদের ওপর নির্বিচারে পুলিশ হামলা সম্পূর্ণ অন্যায়। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ বাড়ি ফিরবে না।”

তিনি আরও বলেন, “আমাদের সরিয়ে দেওয়ার কোনো পদক্ষেপ গ্রহণ করা হলে তা অত্যন্ত দুঃখজনক হবে। আমার চোখের সামনে কোনো শিক্ষার্থীকে আঘাত করতে পারবে না কেউ।”

অন্যদিকে, আন্দোলনরত শিক্ষার্থীরা ‘আবাসন চাই, বঞ্চনা নয়’, ‘বাজেট কাটছাঁট চলবে না’, ‘হামলার বিচার চাই’ সহ নানা স্লোগান দেন। গত ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে শিক্ষার্থীরা রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান করছেন। অনেকে ক্লান্ত হলেও আন্দোলন থেকে সরেননি, কেউ কেউ রাস্তায় রাতভর ঘুমিয়ে সকালেও উপস্থিত রয়েছেন।

শিক্ষার্থীদের আগের তিন দফা দাবির সঙ্গে নতুন একটি দাবি যুক্ত হয়েছে। সেটি হলো গত ১৪ মে শিক্ষার্থীদের ওপর পুলিশের অতর্কিত হামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

তাদের মূল তিন দফা দাবি হলো:

১. ২০২৫-২৬ অর্থবছর থেকে বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি চালু করা।২. জবির প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট ছাড়াই অনুমোদন করা।৩. বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ একনেক সভায় অনুমোদন দিয়ে অগ্রাধিকার প্রকল্প হিসেবে বাস্তবায়ন করা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবি আদায়ে তৎপরতার আহ্বান জানানো হচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত