জবি ইস্যুতে সরকারের ইতিবাচক বার্তা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৫ ১০:৫৭:৩১
জবি ইস্যুতে সরকারের ইতিবাচক বার্তা

সত্য নিউজ: তিন দফা যৌক্তিক দাবিতে চলমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে, সরকারের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বুধবার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে জানান, শিক্ষার্থীদের দাবি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং বিষয়গুলো শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

কাকরাইল মসজিদের সামনে অবস্থানরত শিক্ষার্থীদের উদ্দেশে উপদেষ্টা মাহফুজ বলেন, “আপনারা ন্যায্য দাবিতে রাজপথে এসেছেন। আগামীকাল শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা করেই সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।” তবে তাঁর বক্তব্যের সময় কিছু উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। শিক্ষার্থীরা পুলিশের বিরুদ্ধে উসকানির অভিযোগ করলে উত্তেজনার মধ্যে একপর্যায়ে একজন শিক্ষার্থী পানির বোতল নিক্ষেপ করলে সেটি উপদেষ্টার মাথায় পড়ে। পরবর্তীতে তিনি পুলিশের নিরাপত্তায় ঘটনাস্থল ত্যাগ করেন এবং যমুনার সামনের মিডিয়াতে ব্রিফিং করেন।

মিডিয়া ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজ আলম জানান, “শিক্ষার্থীদের আবাসন সংকট একটি বাস্তব সমস্যা। সরকার এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে। তাদের তিন দফা দাবির যৌক্তিকতা রয়েছে কি না, তা শিক্ষা মন্ত্রণালয় পর্যালোচনা করবে এবং আলোচনার মাধ্যমে বাস্তবায়নযোগ্য দিক নির্ধারণ করা হবে।”

তিনি আরও জানান, “২০২৫-২৬ অর্থবছরের বাজেটে শিক্ষার্থীদের ৭০ শতাংশ আবাসন ভাতা অন্তর্ভুক্তির দাবি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। একইসঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত শুরু করতে আমরা ইতিবাচক মনোভাব পোষণ করছি। বাজেট বরাদ্দ কমিয়ে না দিয়ে বরং প্রয়োজন অনুযায়ী তা বাড়ানো হবে কি না, সে বিষয়েও আলোচনা চলবে।”

রাজপথে অবস্থান কর্মসূচি অব্যাহত, ‘অধিকার আদায় না করে ফিরব না’ – শিক্ষার্থীরাএদিকে, কাকরাইল মসজিদের সামনে শত শত শিক্ষার্থী রাতভর অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “সব দলীয় মতের ঊর্ধ্বে উঠে আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে আছি। রাস্তায় নেমেছি, এখান থেকেই ফয়সালা হবে।”

ছাত্রশিবিরের জবি শাখার সভাপতি আসাদুল ইসলাম বলেন, “আমরা আমাদের অধিকার আদায়ে আপসহীন। আন্দোলনে পুলিশি হামলায় অনেক ভাইবোন আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি আছেন। তবে আমরা পিছু হটছি না।”

ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাকিব বলেন, “অধিকার আদায় না করে আমরা ক্যাম্পাসে ফিরব না। প্রয়োজনে আরও এক সপ্তাহ রাজপথে থাকব, তবু দাবি আদায় করেই ফিরব ইনশাআল্লাহ।”

তিন দফা দাবির সারসংক্ষেপ:১. আবাসন সংকট নিরসনে: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি কার্যকর করতে হবে।২. পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন: প্রস্তাবিত বাজেটে কোনো প্রকার কাটছাঁট না করে তা পূর্ণভাবে অনুমোদন দিতে হবে।৩. দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন: পরবর্তী একনেক সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প অনুমোদন করে তা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে।

এই তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সরকারের পক্ষ থেকে আলোচনার আহ্বান এবং দাবি বাস্তবায়নে সদিচ্ছা প্রকাশ করায় আন্দোলনের ভবিষ্যৎ গতিপথ এখন মূলত সংলাপের সাফল্যের ওপর নির্ভর করছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত