“ইশরাককে দায়িত্ব দাও, শহর বাঁচাও!”- কেন এই স্লোগান!

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৪ ১৪:৩৬:৪২
“ইশরাককে দায়িত্ব দাও, শহর বাঁচাও!”- কেন এই স্লোগান!

সত্য নিউজ: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনিযুক্ত মেয়র ইশরাক হোসেনকে দায়িত্ব হস্তান্তর বিলম্বিত হওয়ায় চরম অসন্তোষ প্রকাশ করে আজ (বুধবার) সকাল ৯টা থেকে নগর ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেছেন হাজারেরও বেশি নাগরিক। তাদের মূল দাবি প্রজ্ঞাপন জারির পর দুই সপ্তাহ অতিক্রান্ত হলেও কেন মেয়র হিসেবে ইশরাক হোসেনকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি, তার সুষ্ঠু ব্যাখ্যা চায় নগরবাসী।

বিক্ষোভের ফলে নগর ভবনের সামনের প্রধান সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড হাতে শহরের নাগরিক সেবার অবনতির জন্য প্রশাসনিক স্থবিরতাকে দায়ী করেন।

বিক্ষোভকারীদের একজন জানান, “গত আট মাস ধরে মেয়রের পদ শূন্য থাকায় নগর ব্যবস্থাপনায় চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে। নাগরিক সেবা ব্যাহত হচ্ছে, আর একজন অদক্ষ প্রশাসকের ওপর নির্ভর করে চলতে হচ্ছে আমাদের।” তিনি আরও বলেন, “গেজেট প্রকাশের পরও দায়িত্ব না দেওয়ার অর্থ হচ্ছে, আমরা নাগরিক হিসেবে অবহেলিত।”

আরেকজন বলেন, “আমরা নিয়মিত কর পরিশোধ করেও মৌলিক সেবা থেকে বঞ্চিত। ডাস্টবিন উপচে পড়ছে, পানির সংকট চলছে, রাস্তাঘাটে খানা-খন্দ। এই অবস্থায় আমরা দ্রুত মেয়রের কার্যভার হস্তান্তর দেখতে চাই।”

বিক্ষোভকারীরা জানিয়েছেন, দুপুর ২টা পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে। এর মধ্যেও যদি প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস না আসে, তাহলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা।

প্রসঙ্গত, গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বৈধ মেয়র হিসেবে ঘোষণা করা হয়। আদালতের রায়ের ভিত্তিতে নির্বাচন কমিশন ২৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করে। তবুও, দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া স্থবির থাকায় সৃষ্টি হয়েছে জটিলতা এবং জনমনে হতাশা।

উল্লেখ্য, ইশরাক হোসেন হলেন সাবেক অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র এবং বিশিষ্ট বিএনপি নেতা সাদেক হোসেন খোকার পুত্র। তার পিতার জনপ্রিয়তা পুরান ঢাকার রাজনৈতিক ও নাগরিক অঙ্গনে সুপ্রতিষ্ঠিত।

নগরবাসীর চোখ এখন সরকারের দিকে, কবে নাগরিক প্রত্যাশা পূরণ করে নতুন মেয়র আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত