অফিসার্স ক্লাবে পররাষ্ট্রসচিবসহ ৬ সদস্যের সদস্যপদ স্থগিত

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৩ ১৩:৫১:৩৮
অফিসার্স ক্লাবে পররাষ্ট্রসচিবসহ ৬ সদস্যের সদস্যপদ স্থগিত

সত্য নিউজ:রাজধানীর অভিজাত বেইলি রোড এলাকায় অবস্থিত সরকারি কর্মকর্তাদের ঐতিহ্যবাহী সংগঠন ‘অফিসার্স ক্লাব’ দুর্নীতির অভিযোগে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনসহ ছয়জন সাবেক ও বর্তমান উচ্চপদস্থ কর্মকর্তার সদস্যপদ স্থগিত করেছে। সোমবার (১৩ মে) ক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম আবদুস সাত্তারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

সদস্যপদ স্থগিত হওয়া ব্যক্তিরা হলেন—বর্তমান পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন, সাবেক সচিব এম এ কাদের সরকার, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মোহাম্মদ জহিরুল হক, সাবেক জ্যেষ্ঠ সচিব ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য এস এম গোলাম ফারুক, নির্বাচন কমিশনের সাবেক কমিশনার মো. আনিসুর রহমান এবং সাবেক সচিব মো. সিরাজুল হক খান।

এ বি এম আবদুস সাত্তার জানান, “অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। আমাদের ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী এমন পরিস্থিতিতে সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করার বিধান রয়েছে। তদন্তে তারা নির্দোষ প্রমাণিত হলে স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে।”

প্রসঙ্গত, মো. জসীম উদ্দিনকে আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষে চলতি বছরের সেপ্টেম্বর মাসে পররাষ্ট্রসচিব পদে নিয়োগ দেওয়া হয়। তাঁর সদস্যপদ স্থগিতের ঘটনা বিভিন্ন মহলে কৌতূহলের জন্ম দিয়েছে, বিশেষ করে প্রশাসনের অভ্যন্তরীণ শুদ্ধাচার বিষয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে বিষয়টি।

এর আগেও চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি দুর্নীতির অভিযোগে ১০৬ জন সরকারি কর্মকর্তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করে অফিসার্স ক্লাব। ঐ তালিকায় সাবেক মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব এবং অন্তত ৭০ জন সাবেক সচিব অন্তর্ভুক্ত ছিলেন।

সরকারি কর্মকর্তাদের জন্য গঠিত এই কল্যাণমূলক সংগঠনটি দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় পর্যায়ে নীতি-নির্ধারণী ব্যক্তিদের অবসর বিনোদনের পাশাপাশি সামাজিক যোগাযোগের অন্যতম কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে। এই প্রেক্ষাপটে সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত প্রশাসনের শুদ্ধাচার নিশ্চিতকরণে এক সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকেই।

দুর্নীতি প্রতিরোধ ও জবাবদিহি প্রতিষ্ঠায় এ ধরনের পদক্ষেপ প্রশাসনিক সংস্কারের ধারাকে নতুন মাত্রা দেবে বলে আশা করা হচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত