গণহারে মামলা ব্যক্তিগত প্রতিহিংসার ফসল: সাইফুল হক

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৩ ০৯:০৪:০৪
গণহারে মামলা ব্যক্তিগত প্রতিহিংসার ফসল: সাইফুল হক

সত্য নিউজ: নির্বিচারে মামলা দিয়ে প্রতিশোধ নেওয়ার সংস্কৃতি সমাজে নৈরাজ্য ও বিচারহীনতার আশঙ্কা তৈরি করছে—এমন মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, “দেশে এখন আধা-নৈরাজ্যিক অবস্থা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা ও শাসনব্যবস্থায় চরম শৈথিল্য দেখা যাচ্ছে। বিচারের নামে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে গণহারে মামলা দেওয়া হচ্ছে, যা প্রকৃত অপরাধীদের আড়ালে ফেলে দিচ্ছে।”

সোমবার সন্ধ্যায় জাতীয় কবিতা পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। সভাটি অনুষ্ঠিত হয় জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে, যেখানে বর্তমান সময়ের রাজনৈতিক অনিশ্চয়তা, ধর্মীয় উগ্রবাদের উত্থান ও বাঙালি সংস্কৃতির ওপর সাংস্কৃতিক আগ্রাসনের প্রতিবাদে একটি ন্যায্য, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের লক্ষ্যে বৃহত্তর সাংস্কৃতিক ঐক্য গঠনের প্রয়াস তুলে ধরা হয়।

সাইফুল হক বলেন, “সমাজের যেকোনো সংকটকালে কবিরাই সবচেয়ে আগে প্রতিক্রিয়া জানান। তাঁদের লেখনী প্রতিবাদের প্রথম কণ্ঠস্বর হয়ে ওঠে।” তিনি জাতীয় কবিতা পরিষদের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে বলেন, “সংস্কৃতি রক্ষায় তাদের এই অব্যাহত উদ্যোগ সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।”

সভায় জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান বলেন, “যারা ধর্মীয় উগ্রতা ও সংস্কৃতিকে দমন করে বাঙালির মনন ও সৃজনশীলতাকে স্তব্ধ করতে চায়, তাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার সময় এসেছে। আমরা বিশ্বাস করি, কবিতা ও রাজনীতি—দুটিই সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার।”

সভায় আরও বক্তব্য দেন জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউদ্দিন স্টালিন, উপদেষ্টা মতিন বৈরাগী, সহসভাপতি গোলাম শফিক ও এবিএম সোহেল রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল জাকারিয়া, রফিক হাসান, নুরুন্নবী সোহেল, ইউসুফ রেজা, এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দসহ সাংস্কৃতিক অঙ্গনের অনেকে।

এই মতবিনিময় সভা ছিল দেশের বর্তমান প্রেক্ষাপটে সাংস্কৃতিক জাগরণ ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত