গণহারে মামলা ব্যক্তিগত প্রতিহিংসার ফসল: সাইফুল হক

সত্য নিউজ: নির্বিচারে মামলা দিয়ে প্রতিশোধ নেওয়ার সংস্কৃতি সমাজে নৈরাজ্য ও বিচারহীনতার আশঙ্কা তৈরি করছে—এমন মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, “দেশে এখন আধা-নৈরাজ্যিক অবস্থা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা ও শাসনব্যবস্থায় চরম শৈথিল্য দেখা যাচ্ছে। বিচারের নামে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে গণহারে মামলা দেওয়া হচ্ছে, যা প্রকৃত অপরাধীদের আড়ালে ফেলে দিচ্ছে।”
সোমবার সন্ধ্যায় জাতীয় কবিতা পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। সভাটি অনুষ্ঠিত হয় জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে, যেখানে বর্তমান সময়ের রাজনৈতিক অনিশ্চয়তা, ধর্মীয় উগ্রবাদের উত্থান ও বাঙালি সংস্কৃতির ওপর সাংস্কৃতিক আগ্রাসনের প্রতিবাদে একটি ন্যায্য, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের লক্ষ্যে বৃহত্তর সাংস্কৃতিক ঐক্য গঠনের প্রয়াস তুলে ধরা হয়।
সাইফুল হক বলেন, “সমাজের যেকোনো সংকটকালে কবিরাই সবচেয়ে আগে প্রতিক্রিয়া জানান। তাঁদের লেখনী প্রতিবাদের প্রথম কণ্ঠস্বর হয়ে ওঠে।” তিনি জাতীয় কবিতা পরিষদের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে বলেন, “সংস্কৃতি রক্ষায় তাদের এই অব্যাহত উদ্যোগ সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।”
সভায় জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান বলেন, “যারা ধর্মীয় উগ্রতা ও সংস্কৃতিকে দমন করে বাঙালির মনন ও সৃজনশীলতাকে স্তব্ধ করতে চায়, তাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার সময় এসেছে। আমরা বিশ্বাস করি, কবিতা ও রাজনীতি—দুটিই সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার।”
সভায় আরও বক্তব্য দেন জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউদ্দিন স্টালিন, উপদেষ্টা মতিন বৈরাগী, সহসভাপতি গোলাম শফিক ও এবিএম সোহেল রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল জাকারিয়া, রফিক হাসান, নুরুন্নবী সোহেল, ইউসুফ রেজা, এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দসহ সাংস্কৃতিক অঙ্গনের অনেকে।
এই মতবিনিময় সভা ছিল দেশের বর্তমান প্রেক্ষাপটে সাংস্কৃতিক জাগরণ ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাহফুজ আলমের ফেইসবুক পোস্ট: কি বার্তা দিলেন?
- “ইশরাককে দায়িত্ব দাও, শহর বাঁচাও!”- কেন এই স্লোগান!
- আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গ: জনগণের সিদ্ধান্তের সঙ্গেই থাকবে বিএনপি
- ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাত: কারও প্রকৃত বিজয় নেই, শুধু দাবির প্রতিযোগিতা
- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: কাগজে শান্তি, মাটিতে অনিশ্চয়তা
- চীনের কৌশলগত সহায়তায় পাকিস্তানের সামরিক শক্তির উত্থান: আঞ্চলিকশক্তির নতুন বিন্যাস
- ১০৩ বছরের নীরবতা ভাঙল এল ক্লাসিকো, দেখল অভাবনীয় গোলবন্যা!
- তারেক রহমানের প্রশ্ন: অন্তর্বর্তী সরকার কি স্বৈরাচারের পুনর্বাসন করছে?
- হবিগঞ্জে সংঘর্ষে আহত অন্তত ৪০, কয়েকটি বাড়িঘর ভাঙচুর
- নেইমার কিনলেন ১৫ কোটি টাকার ফেরারি: কারন শুনলে অবাক হবে
- কম খরচে উচ্চশিক্ষার সুযোগ: সহজ এবং সাশ্রয়ী ভিসা প্রক্রিয়ার মাধ্যমে যেখানে পড়াশোনা করা সম্ভব
- আ.লীগ নিষিদ্ধে বিএনপি কি দ্বিধায়?
- যুদ্ধবিরতিতে কাশ্মীরের কী বার্তা?
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইন সংশোধন: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত
- ভারত-পাকিস্তান সম্মত যুদ্ধবিরতিতে