আ.লীগ নিষিদ্ধে বিএনপি কি দ্বিধায়?

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১০ ২১:১৭:০১
আ.লীগ নিষিদ্ধে বিএনপি কি দ্বিধায়?

সত্য নিউজ: আওয়ামী লীগকে ‘গণহত্যাকারী’ ও ‘মানবতাবিরোধী সংগঠন’ হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করার দাবিতে ঢাকাসহ সারাদেশে চলছে আন্দোলন-সমাবেশ। শাহবাগ, পল্টন ও প্রেস ক্লাব এলাকায় অবস্থান নিয়েছে এনসিপি, জামায়াতে ইসলামী, বাংলাদেশ লেবার পার্টিসহ একাধিক ছোট-বড় রাজনৈতিক দল। এসব কর্মসূচি ক্রমেই তীব্রতর হলেও চোখে পড়ছে দেশের অন্যতম প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপির অনুপস্থিতি।

এই প্রেক্ষাপটে জনমনে স্পষ্ট প্রশ্ন জেগেছে—আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিএনপি কেন রাজপথে নেই? আদৌ কি তারা এ দাবির পক্ষে? নাকি কৌশলগত নীরবতা বজায় রেখেছে দলটি?

এই বিষয়গুলো নিয়ে জাগো নিউজ কথা বলেছে বিএনপির কেন্দ্রীয় ও মেঝ পর্যায়ের বেশ কয়েকজন নেতার সঙ্গে। তাঁদের বক্তব্যে উঠে এসেছে বিএনপির অভ্যন্তরীণ দোলাচল এবং কৌশলগত অবস্থান।

‘নিষিদ্ধ হোক, তবে প্রক্রিয়ায় দ্বিমত’

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন,
‘আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, আমরা বহু আগেই চেয়েছি। আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আমরা পরিষ্কারভাবে বলেছি—আওয়ামী লীগ একটি মানবতাবিরোধী সংগঠন, তাদের বিচার হওয়া উচিত। আমাদের অবস্থান লাউড অ্যান্ড ক্লিয়ার।’

তবে দল হিসেবে কেন সরাসরি রাজপথে নামছে না—এই প্রশ্নে তিনি বলেন, নিষিদ্ধ করার যে সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়া রয়েছে, সে বিষয়ে দলের মধ্যে ভিন্নমত রয়েছে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে দলের নীতিনির্ধারণী ফোরামের সভায়।

‘ঘুরিয়ে-পেঁচিয়ে বলছে বিএনপি’—অভিযোগ অন্যান্য দলের

নিষিদ্ধকরণ দাবিতে রাজপথে থাকা অন্য রাজনৈতিক দলগুলোর নেতারা বিএনপির অবস্থান নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাদের মতে, বিএনপি মুখে দাবি করলেও বাস্তবে সে দাবিকে কার্যকর করতে দৃশ্যমান কোনো ভূমিকা রাখছে না।

জামায়াতের এক কেন্দ্রীয় নেতা বলেন,

‘আমরা স্পষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নেমেছি। বিএনপি যদি একই দাবিতে থাকে, তাহলে তারা কেন রাজপথে নেই? তাদের ভাষায় এটি কৌশল হলেও বাস্তবে তা দ্ব্যর্থপূর্ণ অবস্থান।’

বিএনপির কৌশলগত হিসাব নিকাশ

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি হয়তো চায় সরকারবিরোধী আন্দোলনকে বৃহত্তর পরিসরে ধরে রাখতে, তাই তাদের কৌশল হচ্ছে ‘দূরত্ব বজায় রেখে সমর্থন’। দলটি এই মুহূর্তে আন্তর্জাতিক মহলের দৃষ্টি ও গৃহীত কূটনৈতিক কৌশলকে প্রাধান্য দিচ্ছে, যার ফলে সরাসরি কোনো 'নিষিদ্ধের আন্দোলনে' অংশ নিলে আন্তর্জাতিক ফোরামে ভিন্ন বার্তা যেতে পারে বলে আশঙ্কা করছে তারা।

তবে বিএনপির একাধিক নেতার বক্তব্য থেকে ইঙ্গিত মিলছে—তারা সময় মতো রাজপথে নামবে, তবে তা হতে হবে দলীয় সিদ্ধান্ত ও উপযুক্ত সময়ে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত