৫০ হাজার রিজার্ভ সেনা মোতায়েন করছে ইসরাইল

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৭ ১১:১০:৫২
৫০ হাজার রিজার্ভ সেনা মোতায়েন করছে ইসরাইল

গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযান আরও জোরদার করতে অতিরিক্ত ৫০ হাজার রিজার্ভ সেনা মোতায়েন করতে যাচ্ছে ইসরাইল। এতে করে দেশটির রিজার্ভ বাহিনীর মোট সংখ্যা পৌঁছাবে প্রায় সাড়ে চার লাখে। ইসরাইলি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলু।

ইসরাইলের দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, সোমবার জেরুজালেমে ‘সিটি অব ডেভিড’ এলাকায় অনুষ্ঠিত বৈঠকে সরকার এই অনুমোদন দিতে যাচ্ছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে ইসরাইলের সামরিক অভিযান ‘অপারেশন গিডিয়নস চ্যারিয়টস’-এর আওতায় সেনাবাহিনী আরও আক্রমণাত্মক কৌশল গ্রহণ করবে।

বর্তমানে দেশটির রিজার্ভ সেনার সংখ্যা চার লাখ। নতুন করে যুক্ত হওয়া ৫০ হাজার রিজার্ভ সদস্য ২০২৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত সক্রিয়ভাবে সেনাবাহিনীর সঙ্গে যুক্ত থাকবেন বলে জানা গেছে।

তবে এই পদক্ষেপের বিরুদ্ধে ইসরাইলের অভ্যন্তরেই বিরোধিতা দেখা যাচ্ছে। যুদ্ধবিরোধী সংগঠন "মাদার্স অন দ্য ফ্রন্ট লাইন"-এর সহ-প্রতিষ্ঠাতা আয়েলেত হাশাচার সাইদোফ বলেন,

"আমরা চাই নেতানিয়াহুর যুদ্ধ বন্ধ হোক। এই যুদ্ধ এক ধর্মীয়ভাবে বাধ্যতামূলক সেনা সেবায় অস্বীকৃতিকারী সরকারকে রক্ষা করছে।"

উল্লেখ্য, গত ৪ মে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ‘অপারেশন গিডিয়নস চ্যারিয়টস’ পরিকল্পনার অনুমোদন দেয়। এর আওতায় উত্তর গাজা থেকে সাধারণ জনগণকে সরিয়ে নেওয়া এবং সেখানে কৌশলগত অবস্থান গ্রহণের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে হাজার হাজার রিজার্ভ সেনাকে ডাকা শুরু করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।

গাজায় ইসরাইলের চলমান সামরিক অভিযান মানবিক সংকট আরও গভীর করেছে। রিজার্ভ সেনা সংখ্যা বাড়ানো, অভ্যন্তরীণ প্রতিবাদ এবং আন্তর্জাতিক উদ্বেগের মাঝে ইসরাইলের এ সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে বলে বিশ্লেষকদের মত।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ