দেশের ৬ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ের সম্ভাবনা

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৭ ১১:৪৩:৩৮
দেশের ৬ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ের সম্ভাবনা
ছবি: সংগৃহীত

দেশের ছয়টি অঞ্চলে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এছাড়া, ঢাকা ও আশপাশের এলাকায় আজ দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিংবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এতে দিনের গরম কিছুটা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আজ দেশের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে। সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। বুধবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ