শিক্ষাসফর নয়, শিরোপা জয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৭ ১০:০৮:২২
শিক্ষাসফর নয়, শিরোপা জয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিতব্য হাই-প্রোফাইল টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। যদিও এমন সফরকে সাধারণত তরুণ ক্রিকেটারদের শেখার মঞ্চ হিসেবে দেখা হয়, তবে অধিনায়ক নুরুল হাসান সোহান স্পষ্ট জানিয়ে দিয়েছেন—তাদের লক্ষ্য এবার কেবল অংশগ্রহণ নয়, বরং শিরোপা জয়।

দুই ধাপে বাংলাদেশ ‘এ’ দল আজ ও আগামীকাল অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বে। উল্লেখ্য, এটি অস্ট্রেলিয়ার নিয়মিত ক্রিকেট মৌসুমের বাইরে আয়োজিত একটি টুর্নামেন্ট, যা টানা তিন বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। গত আসরে বাংলাদেশ ফাইনাল পর্যন্ত পৌঁছালেও অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে রানার্সআপ হয়েছিল। এবার সে অভিজ্ঞতা পেছনে ফেলে ট্রফির লক্ষ্যে মাঠে নামছে দলটি।

মিরপুরে দল ছাড়ার আগে সংবাদ সম্মেলনে সোহান বলেন, ‘শেখা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে আমরা এখন শেখার পর্যায়ে নেই। আমরা শিখেই এসেছি। এই টুর্নামেন্টে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে এবং ট্রফি জিততেই যাচ্ছি।’

এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে অস্ট্রেলিয়ার চারটি ঘরোয়া দল, পাকিস্তান ‘এ’ দল ও নেপালের জাতীয় দল। ফলে প্রতিযোগিতা হবে বেশ চ্যালেঞ্জিং। সোহান বলেন, ‘এখানে প্রতিটি দলই ভালো মানের। পাকিস্তান, নেপাল ও অস্ট্রেলিয়ার দলগুলোর কন্ডিশনও আমাদের চ্যালেঞ্জের মুখে ফেলবে। কিন্তু সেটাই আমাদের জন্য সুযোগ হয়ে উঠতে পারে।’

সংবাদ সম্মেলনে উঠে আসে সোহানের জাতীয় দলে না থাকা নিয়েও প্রশ্ন। দীর্ঘদিন ধরেই ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে আসছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। জাতীয় দলে ফিরে আসার সম্ভাবনা নিয়ে সোহান বলেন, ‘জাতীয় দলে সুযোগ পাওয়া আমার হাতে নেই। আমি কেবল নিজের পারফরম্যান্স দিয়ে নিজেকে তৈরি রাখতে পারি। বাংলাদেশের হয়ে খেলাটা গর্বের। সুযোগ পেলে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব।’

এশিয়া কাপ ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলে রয়েছেন সোহান। ফলে অস্ট্রেলিয়ায় ভালো পারফরম্যান্স করলে জাতীয় দলে ফেরার সম্ভাবনা জোরালো হতে পারে।

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ম্যাচ ১৪ আগস্ট পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে। এরপরের ম্যাচগুলো যথাক্রমে—১৬ আগস্ট নেপাল, ১৭ আগস্ট পার্থ স্কর্চার্স, ১৯ আগস্ট নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, ২১ আগস্ট মেলবোর্ন স্টার্স এবং ২৩ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। গ্রুপ পর্ব শেষে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও ফাইনাল। এছাড়াও সফরে একটি চারদিনের ম্যাচও খেলবে বাংলাদেশ ‘এ’ দল।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ