দক্ষিণ কোরিয়ার বড় বিনিয়োগ মোংলায়, ৮২০ কর্মসংস্থানের সুযোগ

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৭ ০৮:৪০:০৯
দক্ষিণ কোরিয়ার বড় বিনিয়োগ মোংলায়, ৮২০ কর্মসংস্থানের সুযোগ
ছবি: সংগৃহীত

মোংলা অর্থনৈতিক প্রবৃদ্ধি জোনে (ইপিজেড) দক্ষিণ কোরিয়ার ওসিএফ কোম্পানি লিমিটেড ৮০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি আধুনিক তাঁবু, তাঁবু অ্যাক্সেসরিজ, ক্যাম্পিং ফার্নিচার, ফার্নিচার অ্যাক্সেসরিজ ও ব্যাগ উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ সংক্রান্ত চুক্তি বুধবার (৬ আগস্ট) ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) নির্বাহী দপ্তরে স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিতে বেপজার পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং ওসিএফ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হাইয়ুন গিল কিম স্বাক্ষর করেন। অনুষ্ঠানটি বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

বেপজার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কারখানায় তাঁবু, তাঁবু ও ফার্নিচার সংক্রান্ত বিভিন্ন অ্যাক্সেসরিজ, ক্যাম্পিং চেয়ার ও টেবিল, অ্যালুমিনিয়াম ও কার্বন উপকরণ, স্কি ও ট্রেকিং পোল, মাউন্টেন ও ওয়াকিং স্টিক, বেড কট, স্ট্যান্ড, পেট ফার্নিচার, অ্যারো এবং বিভিন্ন ধরনের ব্যাগ তৈরি করা হবে। এই প্রকল্প থেকে প্রায় ৮২০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান সৃষ্টি হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, বেপজা বৈচিত্র্যময় শিল্পোৎপাদনের জন্য সবসময় বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করে আসছে। এটি ওসিএফ কোম্পানির বেপজার অধীনে দ্বিতীয় প্রকল্প হওয়ায় তিনি প্রতিষ্ঠানটিকে আস্থা রাখার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও বেশি করে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে বেপজার ‘অ্যাম্বাসেডর’ হিসেবে কাজ করার আহ্বান জানান। তিনি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ওসিএফ কোম্পানির চেয়ারম্যান হাইয়ুন গিল কিম বলেন, বেপজার সহযোগিতায় তারা আগামী বছরের মধ্যেই নতুন কারখানায় উৎপাদন শুরু করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিষ্ঠানটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

-রাফসান

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ