ভারত সমর্থিত বিদ্রোহীদের হামলায় পাকিস্তানে নিহত তিন সেনা

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৭ ১১:২০:৪০
ভারত সমর্থিত বিদ্রোহীদের হামলায় পাকিস্তানে নিহত তিন সেনা
ছবি: সংগৃহীত

বালুচিস্তানে ভারত সমর্থিত বিদ্রোহীদের হামলায় এক মেজরসহ তিন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) রাত ও বুধবার (৬ আগস্ট) ভোররাতের মাঝামাঝি সময়ে মাস্তুং এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআরের ভাষ্য, ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামের ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর মদদপুষ্ট একটি সন্ত্রাসী গোষ্ঠী এই হামলা চালায়। সন্ত্রাসীরা পাকিস্তান সেনাবাহিনীর একটি গাড়িতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) স্থাপন করে বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলেই তিন সেনা নিহত হন।

নিহতরা হলেন—মেজর মোহাম্মদ রিজওয়ান তাহির (৩১), যিনি পাঞ্জাবের নারোয়াল জেলার বাসিন্দা। অপর দুজন হলেন সোয়াবি জেলার বাসিন্দা নায়েক ইবনি আমিন (৩৭) এবং কারাক জেলার বাসিন্দা ল্যান্স নায়েক মোহাম্মদ ইউনুস (৩৩)।

হামলার পরপরই নিরাপত্তা বাহিনী মাস্তুং এলাকায় অভিযান শুরু করে। অভিযানে চারজন ভারত সমর্থিত সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানায় সেনাবাহিনী। পুরো এলাকা সন্ত্রাসমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

ঘটনার নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, “এই ক্ষতি কেবল পরিবারগুলোর নয়, পুরো জাতির। পাকিস্তান সেনাবাহিনী এমন এক প্রাচীর, যাকে নাড়িয়ে দেওয়া সম্ভব নয়। আমাদের সন্ত্রাসবিরোধী সংগ্রামে সেনাদের আত্মত্যাগ অতুলনীয়। সন্ত্রাস নির্মূলে রাষ্ট্র সর্বশক্তি দিয়ে প্রতিশ্রুতিবদ্ধ।”

পাকিস্তান সরকার ও সেনাবাহিনী দাবি করেছে, ‘ফিতনা আল-হিন্দুস্তান’ ভারতের ‘র’ গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ নির্দেশনায় কাজ করছে। তারা মনে করছে, ভারতের পক্ষ থেকে প্রক্সি যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের ভেতরে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ