মাছ না থাকায় মাকে মারধর, পরে অনুতপ্ত হয়ে ছেলের আত্মহত্যা

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৭ ০৯:৫৯:২৯
মাছ না থাকায় মাকে মারধর, পরে অনুতপ্ত হয়ে ছেলের আত্মহত্যা

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। দুপুরে মাছ না পেয়ে মায়ের ওপর রাগ করে হামলা করেন এক তরুণ। এরপর অনুতপ্ত হয়ে নিজের জীবনই শেষ করে দেন তিনি।

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদা থানার ঝাউবনা এলাকায়। আত্মহত্যা করা তরুণের নাম রানা বিশ্বাস, বয়স ১৭ বছর।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে খাবার সময় মাকে মাছ রান্না করতে বলেন রানা। কিন্তু অভাবের সংসারে মাছ না পেয়ে রানার মা রমলা বিশ্বাস ডিম ভাজা ও আলু সেদ্ধ দিয়েই খেতে বলেন। এতে রাগান্বিত হয়ে মাকে মারধর করেন রানা।

মাকে মারার পরপরই অনুতাপে ঘরের দরজা বন্ধ করে দেন তিনি। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢোকেন। তখন তারা রানার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

নিহত তরুণের মা বলেন, “আমাদের অভাবের সংসার। ছেলেকে দুপুরে মাছ দিতে পারিনি। বলেছিলাম, রাতে রান্না করব। কিন্তু ও রাগ করে আমাকে মারে। পরে ও আত্মহত্যা করে।”

খবর পেয়ে ঘটনাস্থলে আসে নওদা থানার পুলিশ। তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয়দের মতে, এ ঘটনা শুধু পারিবারিক নয়, সামাজিক এবং মানসিক স্বাস্থ্য সচেতনতাকেও নতুন করে ভাবনার সুযোগ করে দিয়েছে।

আনন্দবাজার

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ