সচিবালয়ে কড়া নিরাপত্তায় প্রধান উপদেষ্টার উপদেষ্টা পরিষদ সভা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৭ ১১:০২:৩৮
সচিবালয়ে কড়া নিরাপত্তায় প্রধান উপদেষ্টার উপদেষ্টা পরিষদ সভা
ছবি: সংগৃহীত

দ্বিতীয়বারের মতো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৯টা ২৫ মিনিটে তিনি সচিবালয়ের ৫ নম্বর গেট (প্রেস ক্লাবের দিক) দিয়ে প্রবেশ করেন।

তার আগমন ঘিরে সচিবালয়জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বৈঠকটি সকাল সাড়ে ১০টায় শুরু হয় সচিবালয়ের নতুন নির্মিত ১ নম্বর ভবনের ৫ম তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে। এতে সভাপতিত্ব করছেন ড. ইউনুস এবং উপস্থিত রয়েছেন অন্যান্য উপদেষ্টারা।

সকাল থেকেই সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি লক্ষ করা গেছে। একমাত্র ১ নম্বর গেট দিয়ে যানবাহন প্রবেশের অনুমতি দেওয়া হয়। সেখানে সোয়াত সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এছাড়া সচিবালয়ের ভিতরে ও বাইরের নিরাপত্তায় মোতায়েন রয়েছে বিজিবি, র‍্যাব, পুলিশসহ অন্যান্য বাহিনী।

সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। স্টিকার ছাড়া কোনো গাড়িও ভেতরে ঢুকতে পারেনি। এমনকি সচিবালয় কাভার করা সাংবাদিকদেরও বেলা ১১টা পর্যন্ত প্রবেশে বাধা দেওয়া হয়।

নতুন ভবনের সামনে বসানো হয়েছে আর্চওয়ে, আর ভবন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। সকাল থেকেই ওই ভবনের কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কাউকে ভবনের আশপাশে যেতে দেওয়া হয়নি।

গত বছরের ২০ নভেম্বর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৩ তলায় উপদেষ্টা পরিষদের প্রথম সভা পরিচালনা করেন ড. ইউনুস। পরে রাষ্ট্রীয় বাসভবন যমুনায় বৈঠকগুলো অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় সংস্কারের পর সেটিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রূপান্তর করা হয়। এরপর থেকে উপদেষ্টা পরিষদের বৈঠক সেখানেই অনুষ্ঠিত হচ্ছে।

আজকের বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সচিবালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে একটি আলাদা বৈঠক করতে পারেন বলে জানা গেছে। সেখানে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে দিকনির্দেশনা দিতে পারেন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ