প্রবাসীদের জন্য সুখবর দিল বিকাশ

প্রবাস ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৭ ০৮:২৩:৩৫
প্রবাসীদের জন্য সুখবর দিল বিকাশ

দেশে থাকা প্রিয়জনের আর্থিক স্বচ্ছতা ও পরিকল্পনাকে আরও সহজ করতে জনপ্রিয় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বিকাশ তাদের অ্যাপে চালু করেছে ‘রেমিট্যান্স স্টেটমেন্ট’ সেবা। এখন থেকে প্রবাসীদের পাঠানো অর্থের হিসাব একটি নির্দিষ্ট সময়কাল অনুযায়ী সংরক্ষণ ও প্রয়োজনে প্রাপ্ত স্টেটমেন্টের মাধ্যমে ব্যবহার করা যাবে, যা আর্থিক ব্যবস্থাপনার পাশাপাশি আয়কর বিবরণীতে সহায়ক ভূমিকা রাখবে।

বুধবার (৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়, নতুন এই সুবিধার মাধ্যমে গ্রাহক যেকোনো সময় বিকাশ অ্যাপে গিয়ে রেমিট্যান্স সংক্রান্ত বিস্তারিত তথ্য নিজের প্রয়োজন অনুযায়ী সংগ্রহ করতে পারবেন। এই ফিচারটি বিকাশ অ্যাপের ‘রেমিট্যান্স’ আইকনের মধ্যে তিনটি ট্যাবে বিভক্ত দেশ অনুযায়ী অপারেটর, রেমিট্যান্স স্টেটমেন্ট এবং রিসিট।

স্টেটমেন্ট ট্যাবে প্রবেশ করে গ্রাহক ৩০ দিন, ১৮০ দিন, নির্দিষ্ট কর-বছর বা নিজের ইচ্ছেমতো নির্ধারিত সময়ের জন্য রেমিট্যান্স স্টেটমেন্টের অনুরোধ করতে পারবেন। দিনে সর্বোচ্চ ২ বার এবং প্রতি মাসে সর্বোচ্চ ৫ বার এই অনুরোধ পাঠানোর সুযোগ থাকবে। অনুরোধ জমা দেওয়ার সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে গ্রাহক স্টেটমেন্ট পেয়ে যাবেন এবং অ্যাপেই একটি নোটিফিকেশন পাবেন, যেখান থেকে ডাউনলোড করে পাসওয়ার্ড সুরক্ষিত স্টেটমেন্টটি সংরক্ষণ ও ব্যবহার করা যাবে।

এই স্টেটমেন্টে উপরের অংশে থাকবে রেমিট্যান্স গ্রহীতার নাম, বিকাশ নম্বর, গ্রহীতার ধরন, নির্ধারিত সময়সীমা ও ইস্যুর তারিখ। আর নিচের অংশে থাকবে মোট রেমিট্যান্সের সংখ্যা ও প্রাপ্ত টাকার পরিমাণ। আরও নিচে থাকবে প্রতিটি লেনদেনের বিস্তারিত অর্থ গ্রহণের তারিখ ও সময়, প্রেরণকারী দেশ, সেটেলমেন্ট ব্যাংক, সংশ্লিষ্ট মানি ট্রান্সফার অপারেটর এবং প্রেরিত অর্থের সুনির্দিষ্ট পরিমাণ।

উল্লেখ্য, এখন পর্যন্ত ৪০ লাখের বেশি প্রবাসী বৈধপথে তাদের প্রিয়জনদের বিকাশ অ্যাকাউন্টে রেমিট্যান্স পাঠিয়েছেন। বিকাশের মাধ্যমে এই প্রক্রিয়া যেমন নিরাপদ, তেমনি তাৎক্ষণিক এবং বিশ্বস্ত। এই উদ্যোগের ফলে শুধুমাত্র প্রবাসী পরিবারের জীবনযাত্রার মানই উন্নত হচ্ছে না, বরং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হয়ে দেশের অর্থনীতিও গতিশীল হচ্ছে।

বর্তমানে বিশ্বের ১৪০টিরও বেশি দেশ থেকে ১১০টি আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরের মাধ্যমে দেশের ২৫টি শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকে রেমিট্যান্স সেটলমেন্টের পর তা বিকাশ অ্যাকাউন্টে পৌঁছাচ্ছে। বৈধপথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উদ্বুদ্ধ করতে বিকাশ নিয়মিত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

-রফিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ