জুলাই আন্দোলনে প্রবাসীদের অবদান স্বীকৃতির দাবি

জুলাই গণআন্দোলনে বিশ্বের নানা প্রান্তে সংগঠিত হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে একযোগে প্রতিবাদ গড়ে তোলা প্রবাসী বাংলাদেশিদের অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন 'গ্লোবাল বাংলাদেশিজ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস' (জিবিএএইচআর)।
গত বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা। অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করা হয় প্রবাসীদের জুলাই অংশগ্রহণ নিয়ে রচিত দুটি প্রামাণ্য গ্রন্থ— ‘জুলাই ৩৬: আন্দোলন দেশে দেশে’ এবং ‘চব্বিশের গণঅভ্যুত্থান সিলেট পর্ব: জুলাই-আগস্ট ২০২৪’। বই দুটি সম্পাদনা করেছেন জিবিএএইচআর মুখপাত্র ও সুরমা সম্পাদক শামসুল আলম লিটন।
প্রকাশিত বই দুটিতে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের অংশগ্রহণ, সংগঠন গড়ে তোলা এবং দেশীয় আন্দোলনের সঙ্গে আন্তর্জাতিক সংহতির চিত্র তুলে ধরা হয়েছে ছবি ও বিবরণে। বক্তারা জানান, দেশে যেমন গণআন্দোলন গড়ে উঠেছিল, তেমনি বিদেশে থাকা প্রবাসীরাও বিভিন্ন দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমেছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জুলাই শহীদ মীর মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, "জুলাই আন্দোলন কেবল বাংলাদেশের ভেতরেই সীমাবদ্ধ ছিল না। বিদেশেও প্রবাসী বাংলাদেশিরা সরব ভূমিকা রেখেছেন। তাই তাঁদের অবদান আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার দাবি একান্ত যৌক্তিক।"
অনুষ্ঠানে জিবিএএইচআরের মুখপাত্র শামসুল আলম লিটন বলেন, “জুলাই আন্দোলনে প্রবাসীরাও আত্মত্যাগ করেছেন, মাঠে নেমেছেন। তাঁরা শুধু আশা নয়, বাস্তব অবদান রেখেছেন। এই অবদান রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাওয়া উচিত।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও এডাস্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক ড. এহসানুল হক মিলন। তিনি বলেন, “প্রবাসীদের স্বীকৃতি চাইতে হচ্ছে— এটা দুঃখজনক। সরকারকে দ্রুত ওদের অবদানের মূল্যায়ন করতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নির্বাসিত বিচারপতি মোতাহার হোসেন, এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার ফুয়াদ আবদুল্লাহ, যুক্তরাজ্যপ্রবাসী আইনজীবী নাশিত রহমান, ব্যারিস্টার শিবলী সাদিক, সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমজাদ হোসেনসহ অনেকে। উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও সংগঠনের প্রতিনিধিরা।
জোটের যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার জাকির হাসান অনুষ্ঠানটি পরিচালনা করেন। শেষ অংশে গান পরিবেশন করেন যোগাযোগ বিশেষজ্ঞ সাজেদ ফাতেমী। 'নকশী কাঁথার মাঠ' গানের সুরে শেষ হয় অনুষ্ঠান।
/আশিক
মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে রাতভর সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, নিহত ১
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জাহিদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, রাতভর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, বিস্ফোরণের শব্দে আশপাশের বাসিন্দারা ভয়ে ঘর থেকে বের হননি।
সংঘর্ষের সময় জাহিদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভোরে তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, “জাহিদের শরীরে ককটেল বিস্ফোরণের আঘাতজনিত ক্ষত ছিল, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত চলছে।”
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জেনেভা ক্যাম্পে দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারের বিরোধ চলে আসছিল। বুধবার রাতের সংঘর্ষ সেই পুরনো দ্বন্দ্বেরই পরিণতি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুই পক্ষই দেশীয় অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করে। কয়েকটি দোকান ও বসতবাড়ির জানালায়ও ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার পর রাত থেকেই মোহাম্মদপুর থানার বিপুলসংখ্যক পুলিশ সদস্য এলাকা ঘিরে ফেলে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত টহল জোরদার রাখা হয়। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান চলছে।
জেনেভা ক্যাম্পে বসবাসরত স্থানীয়রা বলেন, “এখানে প্রায়ই ছোটখাটো সংঘর্ষ হয়, কিন্তু এবার ককটেল বিস্ফোরণ ও মৃত্যু ঘটায় সবাই আতঙ্কে আছে।” তারা দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।
এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে অচল শাহবাগ, পুলিশের ব্যারিকেড ভেঙে অবরোধ
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। বুধবার দুপুর ২টার দিকে মিছিল নিয়ে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। অবরোধের কারণে শাহবাগ মোড়ের চারপাশের সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
পুলিশি বাধা উপেক্ষা করে অবরোধ
শিক্ষকরা প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ মোড় অভিমুখে রওনা হন। জাতীয় জাদুঘরের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। এরপর শিক্ষকরা ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় অবরোধ করেন।
এ সময় তারা স্লোগান দেন, ‘বেতন নিয়ে টালবাহানা চলবে না’, ‘আমি কে, তুমি কে শিক্ষক শিক্ষক’, ‘প্রজ্ঞাপন দিতে হবে’।
শিক্ষক-কর্মচারীদের তিনটি প্রধান দাবি হলো:
১. মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়া।
২. শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা।
৩. কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।
এর আগে বুধবার সকাল থেকে শিক্ষক-কর্মচারীরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন। পূর্ব ঘোষণা অনুযায়ী, প্রজ্ঞাপন না এলে দুপুর ১২টায় শাহবাগ মোড় অবরোধ করার কথা জানিয়েছিলেন তারা। তবে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর অনুরোধে তারা আরও কিছু সময় অপেক্ষা করেন। এই সময়ের মধ্যে কোনো ফলপ্রসূ সমাধান না আসায় শিক্ষক-কর্মচারীরা মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন।
বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে থেকে ককটেল উদ্ধার
রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পাশে পানি ভবনের সামনে থেকে ককটেল উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, রাজধানীর ফার্মগেট, বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পাশে পানি ভবনসহ তেজগাঁও এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের লোকজন ঝটিকা মিছিলের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত।
বিবৃতিতে আরও বলা হয় যে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন টিম এসব এলাকায় তৎপর রয়েছে।
ঢাকার বাজারে নিত্যপণ্যের দাম: কোন পণ্য বেড়েছে, কোথায় মিলছে স্বস্তি
রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে অস্থিরতা কাটছেই না। কয়েক সপ্তাহ ধরে চড়া সবজির বাজারে স্বস্তির দেখা মেলেনি, বরং এর সঙ্গে যোগ হয়েছে মুরগির দাম বৃদ্ধি। চালের বাজারও উচ্চমুখী রয়ে গেছে। তবে ভোক্তাদের জন্য সামান্য স্বস্তি নিয়ে এসেছে ডিম ও আলুর দাম কিছুটা কমে যাওয়া।
মুরগি ও ডিমের বাজার
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগির দাম সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ১০–২০ টাকা বেড়ে বর্তমানে ১৮০–২০০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে দাম ছিল ১৭০–১৮০ টাকা। হাজিপাড়া বউবাজারের বিক্রেতা আবু সাইদ আহমেদ জানান, সবজি ও মাছসহ অন্যান্য পণ্যের চাহিদা বেশি থাকায় মুরগির দাম স্বাভাবিকভাবেই কিছুটা বেড়েছে।
অন্যদিকে, সরবরাহ বেড়ে যাওয়ায় ডিমের দাম কমতে শুরু করেছে। এক সপ্তাহ আগে যেখানে এক ডজন লাল ব্রয়লার ডিম বিক্রি হচ্ছিল ১৫০ টাকায়, এখন সেটি ১৪০ টাকায় নামতে দেখা গেছে। কিছু খুচরা দোকানে এক হালি ডিম এখনো ৫০ টাকা রাখা হলেও বেশিরভাগ বাজারে ডিম ডজনে ৫–১০ টাকা কম দামে বিক্রি হচ্ছে।
সবজির বাজারে অস্থিরতা
সবজির বাজারে সবচেয়ে বেশি চাপ পড়েছে ভোক্তাদের ওপর। আলু ও পেঁপে ছাড়া বাজারে ৮০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। নতুন গোলাকার বেগুন বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১০০–১৪০ টাকা, বরবটি, করলা, চিচিঙ্গা ও কচুর লতি বাজারভেদে ১০০–১২০ টাকায়। ধুন্দল কেজিপ্রতি ৮০–১০০ টাকা, আর ঝিঙ্গা, ঢ্যাঁড়স ও পটলও ৮০ টাকার আশেপাশে বিক্রি হচ্ছে।
শাকের বাজারও ভোক্তাদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। লাল শাক, কলমি বা হেলেঞ্চা প্রতি আঁটি ২০ টাকা দরে পাওয়া গেলেও পুইশাকের আঁটি কিনতে ৪০–৫০ টাকা খরচ হচ্ছে।
চালের বাজার
চালের দামও ভোক্তাদের জন্য স্বস্তিদায়ক নয়। যদিও গত দুই সপ্তাহে মিনিকেট চালের দাম কেজিপ্রতি ১–২ টাকা কমেছে, তারপরও তা ৭২–৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। নাজিরশাইল চালের মানভেদে কেজি ৭৫–৯৫ টাকা, ব্রি–২৮ চাল ৬২ টাকা এবং মোটা স্বর্ণা চাল ৫৮–৬০ টাকায় বিক্রি হচ্ছে।
সীমিত স্বস্তি
সবজির আগুনঝরা বাজারে আলু ও পেঁপে কিছুটা স্বস্তি দিচ্ছে ভোক্তাদের। আলু এখনো সহনীয় দামে, কেজিপ্রতি ২৫–৩০ টাকা। আর পেঁপে বিক্রি হচ্ছে ৩৫–৪০ টাকায়, যা বাজারে তুলনামূলক কম দামের সবজি হিসেবে টিকে আছে।
কাকরাইলে সংঘর্ষে রক্তাক্ত নুর, উত্তপ্ত রাজনীতি: এনসিপির বিক্ষোভ কর্মসূচির ঘোষণা
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের রক্তাক্ত সংঘর্ষে জড়িয়ে পড়েছে জাপা ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এতে গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ধাপে ধাপে সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে।
রক্তাক্ত নুরের ছবি ভাইরাল
সামাজিক যোগাযোগমাধ্যমে নুরুল হক নুরের অফিসিয়াল আইডি থেকে একটি ছবি পোস্ট করা হয়, যেখানে তাকে রক্তাক্ত অবস্থায় দেখা গেছে। ছবিটি দ্রুত ভাইরাল হলে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বেড়ে যায়।
‘জয় বাংলা’ স্লোগান ও গণহত্যার অভিযোগ
গণঅধিকার পরিষদের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে, জাপার কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে। তাদের দাবি, এটি ছিল পরিকল্পিত সহিংসতা। গণঅধিকার পরিষদের নেতারা বলেন, “জাতীয় পার্টিকে গণহত্যার দায়ে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। যদি বিচার না হয়, তাহলে ছাত্র-শ্রমিক-জনতা নিজেরাই বিচার করবে।”
ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল
সন্ধ্যা সোয়া ৬টার দিকে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা শুরু হয়। একপর্যায়ে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজনা দ্রুত ছড়ায়।
রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার বলেন, “ঘটনার শুরুতে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছি।”
হলুদ হেলমেটধারী রহস্যময় বাহিনী
সংঘর্ষের দ্বিতীয় দফা ঘটে রাত সাড়ে ৯টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, হলুদ রঙের হেলমেট পরে একদল লোক জাপার কার্যালয় থেকে বের হয়ে গণঅধিকার পরিষদের মিছিলে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, এসময় পুলিশের দৃশ্যমান কোনো ভূমিকা দেখা যায়নি। এ বাহিনীকে নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে, কারণ তাদের সবাইকে একই ধরনের হেলমেট পরা অবস্থায় দেখা গেছে।
পাল্টাপাল্টি অভিযোগে জটিলতা
জাপার পক্ষ থেকে দাবি করা হচ্ছে, গণঅধিকার পরিষদ উসকানিমূলক মিছিল নিয়ে তাদের কার্যালয়ে গিয়ে হামলা চালিয়েছে। অপরদিকে গণঅধিকার পরিষদ বলছে, উল্টো জাপার কর্মীরাই প্রথম ইটপাটকেল নিক্ষেপ করে সংঘর্ষ বাধিয়েছে। ফলে ঘটনার দায় নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বিরোধ তৈরি হয়েছে।
এনসিপির বিক্ষোভের ডাক
এদিকে এ হামলার প্রতিবাদে জরুরি কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার রাত সাড়ে ১১টায় এক ক্ষুদে বার্তায় দলটি জানায়, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধা, ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ তার দলের ওপর আইনশৃঙ্খলা বাহিনী, লীগ ও জাতীয় পার্টির বর্বর হামলার প্রতিবাদে আজ রাতেই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।” এই মিছিলে নেতৃত্ব দেবে ঢাকা মহানগর এনসিপি।
এআই দিয়ে তৈরি করা ছবির মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: ডিএমপি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমের একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ডিএমপি জানিয়েছে, ছবিটি আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা এবং এর মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ডিসি মাসুদ আলমের একটি ছবিতে দেখা যাচ্ছে তিনি এক ছাত্রের মুখ চেপে ধরেছেন। এই ছবিটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে তা ডিএমপির নজরে আসে।
ডিএমপি বলছে, সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে এই ছবিটি তৈরি করা হয়েছে এবং এটি বাস্তব নয়। ছবিটি গভীরভাবে পর্যবেক্ষণ করলে তা বোঝা যায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাকে নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে এমন ছবি তৈরি ও প্রচারের সঙ্গে জড়িতদের ডিএমপি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। একইসঙ্গে ডিএমপির পক্ষ থেকে জনসাধারণকে এ ধরনের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হয়েছে।
/আশিক
মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ৩৩ দিন পর মৃত্যুর কাছে হার মানল দগ্ধ শিক্ষার্থী তাসনিয়া
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী তাসনিয়া (১৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ৩৩ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (২৩ আগস্ট) সকালে তার মৃত্যু হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, গত ২১ জুলাই উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ তাসনিয়াকে বার্নে ভর্তি করা হয়েছিল। তার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছিল। ৩৩ দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকাল ৭টা ৫৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
তাসনিয়া মাইলস্টোনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাড়ি ফরিদপুরের মধুখালী থানা এলাকায়।
গত ২১ জুলাই দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় সর্বশেষ ৩৫ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। তাসনিয়ার মৃত্যুর মধ্যদিয়ে এই ঘটনায় মোট ৩৬ জনের মৃত্যু হলো, যাদের বেশিরভাগই শিশু।
পাতাল মেট্রোরেল ব্যয় বাড়ল প্রায় ১০ হাজার কোটি টাকা
দেশের প্রথম পাতাল মেট্রোরেল এমআরটি লাইন-১ প্রকল্পের ব্যয় প্রায় ১০ হাজার কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৫৪৫ কোটি টাকায়। প্রকল্পের নতুন প্রাক্কলনে এই তথ্য জানানো হয়েছে। তবে এই ব্যয় আরও বাড়তে পারে বলে জানিয়েছে প্রকল্প দপ্তর।
রোববার (১৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) পরিচালক মো. আবুল কাসেম ভূঁঞা এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে ব্যয় বৃদ্ধির কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে:
ডলারের বিনিময় হার: ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে ডলারের বিনিময় হার ৪২ শতাংশ বেড়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: বৈশ্বিক মূল্যস্ফীতি, নির্মাণসামগ্রীর দাম ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পেয়েছে।
নকশা পরিবর্তন: অংশীজনদের অনুরোধে পাতাল স্টেশনের নকশা একাধিকবার সংশোধন করতে হয়েছে।
এমআরটি লাইন-১ এর ৩১ দশমিক ২৪১ কিলোমিটার দীর্ঘ পাতাল ও উড়াল রুটের জন্য মোট ১২টি প্যাকেজের কাজ চলছে। এখন পর্যন্ত আটটির দরপত্র জমা পড়েছে এবং চারটি জাপানি, দুটি চীনা ও দুটি ভারতীয় প্রতিষ্ঠানকে সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। কিছু ক্ষেত্রে বাংলাদেশি ঠিকাদাররাও সহযোগী হিসেবে যুক্ত আছেন।
প্রকল্পের কাজ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে।
মহাখালীর পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
রাজধানীর মহাখালী এলাকায় ইউরেকা পেট্রোল পাম্পে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন লাগার সময় বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৮ মিনিটের দিকে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এই তথ্য নিশ্চিত করেছেন।
অগ্নিকাণ্ডের কারণে মহাখালী রেল ক্রসিং দিয়ে যান চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। মহাখালী ফ্লাইওভারের একাংশেও যান চলাচল বন্ধ রয়েছে। দূর থেকেও আগুনের শিখা দেখা যাচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পাম্পটির পাশেই রয়েছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ।
পাঠকের মতামত:
- ট্রাম্পের হুমকি সত্ত্বেও অনড় জোহরান মামদানি; প্রথম সংবাদ সম্মেলনেই দিলেন কঠোর জবাব
- ৫ বা ১২ ফেব্রুয়ারিতে নির্বাচন? ইসি প্রস্তুত, অপেক্ষা শুধু সরকারের সবুজ সংকেতের
- কেউ যেন ফাউল গেম খেলতে না পারে: চট্টগ্রাম হামলায় সতর্ক করলেন জামায়াত আমির
- ইসি'র ঘোষণা: ভোটার এলাকা বদলাতে চাইলে হাতে আছে মাত্র ৫ দিন
- ইসি'র ঘোষণা: ভোটার এলাকা বদলাতে চাইলে হাতে আছে মাত্র ৫ দিন
- পাকিস্তানে মিলল বিশাল স্বর্ণ ভান্ডার: মজুত ৬৩৬ বিলিয়ন ডলারের বেশি!
- গবেষণা ভিত্তিক শিক্ষা: বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য এক নতুন দিগন্ত
- ভারত-নেপালের বিপক্ষে প্রাথমিক দল ঘোষণা: ২৭ সদস্যের স্কোয়াডে চমক
- ব্রণ, বলিরেখা ও সানবার্ন থেকে মুক্তি; ত্বকের যত্নে আইস কিউব ব্যবহারের ১০ সহজ কৌশল
- মনোনয়ন ঘোষণার একদিন পরই হামলা; চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ
- ইতিহাসের একমাত্র অপরাজিত বীর খালিদ ইবনে ওয়ালিদ (রাঃ):তাঁর রণকৌশলে বদলে যায় পৃথিবীর মানচিত্র!
- গরু চোরাচালানকারী ধরতে গ্রেনেড: লালমনিরহাটে বিএসএফের কাণ্ডে উত্তেজনা
- মোদি-ট্রাম্প ফোনালাপ, নতুন তথ্য ফাঁস
- রাজনৈতিক এজেন্ডায় দুর্নীতি: জয়-পুতুলসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের গুরুতর মামলা
- গ্রেফতার হতে পারেন অভিনেত্রী তানজিন তিশা
- হৃদরোগের ঝুঁকি কম বয়সে: হার্টের রক্তনালী বন্ধ হওয়ার ৭টি প্রাথমিক লক্ষণ চিনে সতর্ক হোন
- বিএনপি ক্ষমতায় এলে দেশে ফিরবেন কি সাকিব আল হাসান
- লক্ষ্যপূরণ কঠিন: মূল্যস্ফীতি কমলেও শহরের ব্যয় এখন গ্রামের চেয়ে বেশি
- মাইলস্টোন বিমান বিধ্বস্ত: দুর্ঘটনার জন্য পাইলটের উড্ডয়ন ত্রুটি দায়ী, জানালেন প্রেস সচিব
- কালো শকুনের হাতে দেশ, সতর্ক করলেন সারজিস আলম
- সিনেমার পর ক্রিকেট সাম্রাজ্য: বিপিএল-এর নতুন আসরে শাকিব খানের দলের দীর্ঘমেয়াদি চুক্তি
- আবহাওয়ার জরুরি বার্তা: দেশের চার অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
- জাতীয় দলের নতুন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল: জানালেন দায়িত্ব ও চ্যালেঞ্জের কথা
- সুষ্ঠু নির্বাচন হলেই স্থিতিশীল হবে দেশ: সেনাসদর থেকে বার্তা
- ইয়েমেনের সীমান্তবর্তী গ্রামে সৌদি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা
- বুক ধড়ফড়ের নেপথ্যে পানিশূন্যতা: হৃদস্পন্দন দ্রুত হলে যা করবেন, জানালেন বিশেষজ্ঞরা
- শ্রীবরদীতে অবৈধভাবে মজুদ ১০৬ বস্তা সরকারি সার জব্দ
- পদত্যাগ করে রাজনীতিতে: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান
- "বিএনপি নেতাদের হাতে হেনস্তার শিকার সালাউদ্দিন"
- দেউলিয়া পাঁচটি ইসলামি ব্যাংক একীভূত
- ০৫ নভেম্বর ডিএসই লেনদেনের সারসংক্ষেপ
- ০৫ নভেম্বর ডিএসই লেনদেনে শীর্ষ লুজার তালিকা প্রকাশ
- ০৫ নভেম্বর ডিএসই লেনদেনে শীর্ষ গেইনার তালিকা প্রকাশ
- ১৫ নভেম্বরের মধ্যে এনসিপি’র প্রাথমিক প্রার্থী তালিকা; এককভাবে ৩০০ আসনে লড়ার প্রস্তুতি
- জোহরান মামদানির জয়ে উচ্ছ্বাসে মাতলেন প্রবাসী বাংলাদেশিরা
- জাকির নায়েকের সফর স্থগিত করলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়
- এদের সরাতে লাঠি হাতে নেওয়া ছাড়া উপায় নেই: ডাকসু সদস্য সর্ব মিত্র চাকমা
- আইনি লড়াইয়ে বড় মোড়: জিয়া অরফানেজ মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- এবিবি ব্যাংক লিমিটেড এর কুপন পেমেন্ট ও রেকর্ড ডেট সম্পর্কিত ঘোষণা
- দেশের ছয় অঞ্চলে ঝড়ের সম্ভাবনা, নৌবন্দরগুলোতে সতর্ক সংকেত জারি
- APEXFOODS-এর Q1 আর্থিক প্রতিবেদন প্রকাশ
- জামায়াত আমিরের স্পষ্ট বার্তা ও দলের প্রস্তুতি
- মামদানির জয়ে ডোনাল্ড ট্রাম্প কি সত্যিই ফেডারেল তহবিল বন্ধ করবেন এবার
- ইতিহাস সৃষ্টিকারী কে এই জোহরান মামদানি? যিনি প্রথম মুসলিম ও সর্বকনিষ্ঠ মেয়র হতে চলেছেন
- উত্তর গাজার প্রবেশপথ এখনো বন্ধ,যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছাতে বাধা
- এনসিপিকে যে কয়টি আসন দিতে পারে বিএনপি
- আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নির্বাচনী পরিকল্পনা ফাঁস
- জোহরান মামদানি নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত
- যুদ্ধ ও মহানুভবতা: সুলতান সালাউদ্দিন যেভাবে জেরুজালেম জয় ও শত্রুর মন জিতেছিলেন
- দুই বন্ধুর ক্ষমতার লড়াইয়ে রক্তগঙ্গা সুদানে: লাশের গন্ধে ভারী বাতাস, দেড় কোটি মানুষ ঘরছাড়া
- ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সংলাপ: জ্ঞানচর্চায় উপনিবেশের ছায়া কাটাতে আহ্বান বিশিষ্ট সমাজবিজ্ঞানীর
- রাজনীতি, নির্বাসন ও নৈতিকতা: শেখ হাসিনার সাক্ষাৎকার দক্ষিণ এশিয়ার বাস্তবতাকে কোথায় নিচ্ছে
- গবেষণা ভিত্তিক শিক্ষা: বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য এক নতুন দিগন্ত
- ধ্বংসস্তূপ থেকে মহাশক্তি: চীনের পুনর্জন্মের বিস্ময়গাঁথা
- চঞ্চল চৌধুরীর সঙ্গে আবারও পর্দায় পূজা চেরি
- IFIC ব্যাংকের Q3 আর্থিক প্রতিবেদন প্রকাশ
- পূবালী ব্যাংকের Q3 আর্থিক প্রতিবেদন প্রকাশ
- ইতিহাসের পাতায় আজ: ৩০ অক্টোবর - বিজয়, বিপ্লব আর বেদনার দিন
- ০৩ নভেম্বর ডিএসই লেনদেনে শীর্ষ গেইনার তালিকা প্রকাশ
- শেয়ারবাজারে শীর্ষ বিশ শেয়ারের তালিকা প্রকাশ
- পানি ও খাদ্য নিরাপত্তা: ভবিষ্যতের সম্ভাব্য যুদ্ধের কারণ
- GSP ফাইন্যান্স এর Q3 আর্থিক ফলাফল প্রকাশ
- ০৩ নভেম্বর ডিএসই লেনদেনে শীর্ষ লুজার তালিকা প্রকাশ
- ৫ ও ৬ নভেম্বর বন্ধ থাকবে ২ বছরের সরকারি ট্রেজারি বন্ড
- ১২১তম ১০০ টাকা প্রাইজবন্ড ড্র, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা




-1.jpg)



