‘বাংলাদেশি’ বলায় ক্ষুব্ধ কলকাতার বাঙালিরা, প্রতিবাদ উঠলো ফুটবল মাঠে

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৭ ১১:১১:১৮
‘বাংলাদেশি’ বলায় ক্ষুব্ধ কলকাতার বাঙালিরা, প্রতিবাদ উঠলো ফুটবল মাঠে
ছবি: সংগৃহীত

ডুরান্ড কাপের একটি ম্যাচে মাঠে চলছিল ফুটবল খেলা, কিন্তু গ্যালারিতে ছিল এক অন্য রকম দৃশ্য। বল ও গোলের বাইরে, কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গলের বাঙালি সমর্থকেরা এক ব্যতিক্রমী প্রতিবাদে অংশ নেন। বাংলা ভাষায় কথা বলায় ‘বাংলাদেশি’ বলে হেনস্তার বিরুদ্ধে তারা গ্যালারিতে উন্মোচন করেন একটি বিশাল প্রতিবাদী টিফো।

সম্প্রতি ভারতের হরিয়ানা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, ওড়িশা ও দিল্লির কিছু অংশে বাংলা ভাষাভাষী মানুষদের বাংলাদেশি পরিচয়ে অপমান করার একাধিক ঘটনা ঘটেছে। এমনকি দিল্লি পুলিশের এক সদস্য বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করেছেন বলেও অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক ক্ষোভ ও আলোচনার ঝড়।

এই ক্ষোভ আরও উসকে দেন বিজেপি নেতা অমিত মালভিয়া। তিনি এক বক্তব্যে দাবি করেন, ‘বাংলা নামে কোনো ভাষাই নেই।’ তার এমন মন্তব্য গোটা বাঙালি সমাজে নিন্দার ঝড় তোলে।

ইস্ট বেঙ্গলের সমর্থকেরা অতীতেও এমন রাজনৈতিক ইস্যুতে সরব ছিলেন। সিএএ ও এনআরসি ইস্যুতে মাঠে টিফো নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন তারা। তখন টিফোতে লেখা ছিল—‘এই মাটি কাগজে নয়, রক্তে কেনা।’ এবারের প্রতিবাদেও সেই একই বার্তা ফিরে এসেছে, তবে এবার তা ছিল পরিচয় ও ভাষার মর্যাদার প্রশ্নে।

ইস্ট বেঙ্গল ক্লাবের নাম ও ইতিহাসও ‘বাংলা দেশ’ শব্দটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অবিভক্ত পূর্ব বাংলার জনগণের ওপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত হয়েছিল এই ক্লাব। ভারত ভাগের পর দুই বাংলার পথ আলাদা হলেও, ইস্ট বেঙ্গলের অস্তিত্ব থেকে যায়।

তবে দীর্ঘদিন ধরে মোহনবাগানের একাংশ সমর্থক ‘বাংলাদেশি’ শব্দটি ব্যবহার করে ইস্ট বেঙ্গলকে কটাক্ষ করে আসছে। যদিও তা এতদিন ছিল অনানুষ্ঠানিক ও সীমিত পরিসরে। এবার সেই একই শব্দ উঠে এসেছে জাতীয় রাজনীতির ভাষায়—আর সেখানেই এক ধরনের ঘৃণার বার্তা স্পষ্ট। সেই বার্তার বিরুদ্ধে এবার মুখ খুললেন ইস্ট বেঙ্গলভক্তরা, গ্যালারির দেয়াল ভেদ করে পৌঁছে গেল প্রতিবাদের ভাষা।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ