প্রবাসী ভোটারদের জন্য ইসির বড় পরিকল্পনা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৭ ০৮:১০:৩৮
প্রবাসী ভোটারদের জন্য ইসির বড় পরিকল্পনা
ছবিঃ সংগৃহীত

প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে ডাকযোগে ভোট প্রদানের (পোস্টাল ব্যালট) পদ্ধতিতেই আস্থা রাখছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি এবং ডাক বিভাগ যৌথভাবে এই কার্যক্রম বাস্তবায়ন করছে, যার আওতায় বিশ্বব্যাপী ১৯২টি দেশের সঙ্গে যোগাযোগ স্থাপন ও লজিস্টিক প্রস্তুতির কাজ চলমান রয়েছে। এই পদক্ষেপে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের (ইউপিইউ) নীতিমালা অনুসরণ করা হচ্ছে, যাতে ভোট প্রক্রিয়ায় আন্তর্জাতিক মান বজায় থাকে।

বিশ্বজুড়ে প্রায় ১ কোটি ৩০ লাখ প্রবাসী বাংলাদেশির মধ্যে প্রথম পর্যায়ে ৫০ লাখ ভোটারকে নিবন্ধন করিয়ে নির্বাচনী প্রক্রিয়ার আওতায় আনার লক্ষ্য নিয়েছে ইসি। এই অনলাইন নিবন্ধন শেষে ডাকযোগে তাদের মধ্যে ব্যালট পাঠানো হবে। ভোটপ্রদানের এই পুরো প্রক্রিয়া নির্বিঘ্ন করতে ডাক বিভাগকে সর্বোচ্চ ২৮ দিন এবং সর্বনিম্ন ৮ দিনের মধ্যে ব্যালট পাঠানো ও গ্রহণের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। দূরত্ব অনুযায়ী এই সময়সীমা ভিন্ন হতে পারে।

এই প্রকল্পের বাস্তবায়নে নির্বাচন কমিশন ৪৮ কোটি ১৪ লাখ টাকার একটি উন্নয়ন প্রকল্প পরিকল্পনা করেছে, যার মেয়াদ ধরা হয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। প্রকল্পটি বর্তমানে সরকারি অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। এর আগে প্রকল্পের উন্নয়ন প্রস্তাব (ডিপিপি) পরিকল্পনা কমিশনে পাঠানো হলেও কিছু পর্যবেক্ষণের ভিত্তিতে তা ফেরত দেওয়া হয়। সংশোধন শেষে পুনরায় তা অনুমোদনের জন্য পাঠানো হবে বলে জানা গেছে।

প্রকল্পের চারটি প্রধান উদ্দেশ্য রয়েছে। প্রথমত, প্রবাসী ভোটারদের জন্য প্রযুক্তিনির্ভর পোস্টাল ব্যালটিং ব্যবস্থার উন্নয়ন ও বাস্তবায়ন। দ্বিতীয়ত, দেশের অভ্যন্তরে উপযুক্ত ভোটারদের জন্য ডাকযোগে ভোটগ্রহণ পদ্ধতির সম্প্রসারণ। তৃতীয়ত, ভবিষ্যতে অনলাইন ভোটিং ব্যবস্থা চালুর সম্ভাবনা মাথায় রেখে এর নিরাপত্তা, ব্যবহারযোগ্যতা ও নির্ভরযোগ্যতা যাচাইয়ের জন্য সফটওয়্যার উন্নয়ন। এবং চতুর্থত, ভোটার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনা।

ডাক বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “কমিশনের পক্ষ থেকে এখনো বরাদ্দ দেওয়া হয়নি, কিন্তু আমরা কাজ চালিয়ে যাচ্ছি। বিশ্বের ১৯২টি দেশের সঙ্গে ডাক বিভাগের যোগাযোগ রয়েছে। আমাদের লক্ষ্য হলো সময়মতো ব্যালট পাঠানো এবং ফেরত আনা এই জন্য আমাদের সর্বোচ্চ ২৮ দিন ও সর্বনিম্ন ৮ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।”

-রাফসান


আসাদুজ্জামান নূরকে নিয়ে নতুন মোড়: কী নির্দেশ আদালতের?

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২২ ২০:৫৮:৫৪
আসাদুজ্জামান নূরকে নিয়ে নতুন মোড়: কী নির্দেশ আদালতের?
ছবি: সংগৃহীত

‘অবৈধ সম্পদ অর্জন’ ও ‘মানি লন্ডারিংয়ের’ অভিযোগে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। সোমবার (২২ সেপ্টেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

দুদকের মামলা ও গ্রেপ্তারের প্রেক্ষাপট

সরকার পতনের পর গেল বছরের ১৫ সেপ্টেম্বর রাতে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে হত্যা মামলার আসামি করা হয়েছে নূরকে।

এর পাশাপাশি গত ৩০ জুলাই পাঁচ কোটি ৩৭ লাখ টাকার ‘অবৈধ সম্পদ অর্জন’ এবং ১৫৮ কোটি ৭৮ লাখ টাকার বেশি ‘মানি লন্ডারিংয়ের’ অভিযোগে নূরের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জামিন শুনানি ১২ অক্টোবর

এই মামলায় গত ১৫ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক ফেরদৌস রহমান। এদিন শুনানিকালে আসাদুজ্জামান নূরকে আদালতে হাজির করা হয়।

এরপর নূরের পক্ষে তার আইনজীবী কাওছার আহমেদ জামিন চেয়ে আবেদন করেন। প্রসিকিউশনে উপসহকারি পরিচালক ফয়েজ উদ্দিন জানিয়েছেন, জামিন শুনানির জন্য আগামী ১২ অক্টোবর দিন ঠিক করে দিয়েছেন বিচারক।


ময়লার ভাগাড়ে মিলল বস্তা ভর্তি এনআইডি কার্ড: চাঞ্চল্যে নারায়ণগঞ্জ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২২ ১৯:৩৮:০২
ময়লার ভাগাড়ে মিলল বস্তা ভর্তি এনআইডি কার্ড: চাঞ্চল্যে নারায়ণগঞ্জ
এনআইডি কার্ড, নির্বাচন কমিশন,

নারায়ণগঞ্জের ময়লার ভাগাড় থেকে পাচঁ বস্তা ভর্তি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), বিপুল সংখ্যক পোলিং অফিসারের কার্ড ও সিলমোহর উদ্ধারের ঘটনায় নির্বাচন কমিশন কী ব্যবস্থা নেয় তা জানাতে জেলা প্রশাসককে (ডিসি) নিদের্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ময়লার ভাগাড় থেকে উদ্ধার

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলারক্ষা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে নারায়ণগঞ্জের ফতুল্লার ময়লার ভাগাড় থেকে এসব পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এসব এনআইডি কার্ড এবং পোলিং অফিসারদের কার্ড ও সিল সবই গাজীপুর সদর এলাকার বলে জানান জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন।

চাঞ্চল্য ও জিডি দায়ের

প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যার দিকে একটি সাদা গাড়িতে করে কয়েকজন এসে স্টেডিয়ামের সামনে ময়লার ভাগাড়ে কয়েকটি বস্তা ফেলে যান। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। প্রথমে ময়লার বস্তা ভাবা হলেও পরিষ্কার বস্তা দেখে তাদের সন্দেহ হলে বস্তাগুলো খুলতেই বেরিয়ে আসে এনআইডি কার্ড ও নির্বাচনি কর্মকর্তাদের সিলসহ নানা গুরুত্বপূর্ণ সামগ্রী।

এ ঘটনায় শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মোবাইল ফোনে জানতে পেরে নির্বাচন অফিসারকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল থেকে এগুলো উদ্ধার করা হয়। এ ব্যাপারে সদর উপজেলা নির্বাচন অফিসার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম।

নির্বাচন কমিশনের পদক্ষেপের অপেক্ষায়

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন জানান, খবর পেয়ে সদর উপজেলা নির্বাচন অফিসারকে পুলিশসহ ঘটনাস্থলে পাঠিয়ে এসব উদ্ধার করে হেফাজতে রাখা হয়। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ পেলে পরবর্তী ব্যবস্থা নিবেন বলে জানান এ কর্মকর্তা।

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শহরে পূজামণ্ডপ পরিদর্শন করে জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। পরিত্যক্ত অবস্থায় পাওয়া এনআইডি কার্ড ও পোলিং অফিসারের কার্ডসহ সিলমোহর নিয়ে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেয় তা জানাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


জুলাই আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দেওয়া কণ্ঠে হাসিনার পরিচয় নিশ্চিত

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২২ ১৬:৪৫:৪৬
জুলাই আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দেওয়া কণ্ঠে হাসিনার পরিচয় নিশ্চিত
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন চলাকালে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও গুলি চালানোর নির্দেশ দেওয়া একটি অডিও রেকর্ডিংয়ের কণ্ঠ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিলে গেছে বলে জানিয়েছেন একজন ফরেনসিক বিশেষজ্ঞ। সোমবার (২২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সিআইডি ডিজিটাল ফরেনসিক ল্যাবের কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক রুকনুজ্জামান এ সাক্ষ্য দেন।

ফরেনসিক পরীক্ষার ফলাফল

রুকনুজ্জামান সাক্ষ্য দিয়ে বলেন, পরীক্ষা করার জন্য তাদের কাছে ওই রেকর্ডিং জমা দেওয়া হয়েছিল। ট্রাইব্যুনালে তিনি বলেন, “পরীক্ষায় নারীকণ্ঠ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এবং পুরুষকণ্ঠ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে মিলে গেছে।”

আদালতে বাজানো অডিওতে ‘হাসিনা ও তাপসের’ কথোপকথন শোনা যায়। এই সিআইডি কর্মকর্তার জেরা শুরু হওয়ার কিছুক্ষণ পর ট্রাইব্যুনাল মধ্যাহ্ন বিরতিতে যায়।

ফাঁস হওয়া অডিও এবং বিবিসি'র প্রতিবেদন

অডিওটি মার্চ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া বহু অডিওর একটি—যেখানে হাসিনার কথোপকথন ছিল এবং যা রেকর্ড করেছিল ন্যাশনাল টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার (এনটিএমসি)। একই ফাঁস হওয়া অডিওর অংশ এর আগে চলতি মাসে বিবিসি পরীক্ষা করে প্রতিবেদন প্রকাশ করেছিল।

ফোনালাপের এই রেকর্ডিং আন্দোলন দমন নিয়ে হাসিনার প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ—যেখানে তাকে আন্দোলনকারীদের ওপর রাষ্ট্রীয় বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিতে শোনা গেছে।

সূত্র: ডেইলি স্টার বাংলা


 ‘ট্যাক্স দেয়, সেবা পায় না, লোকজন তো গোস্‌সা করবেই’: অর্থ উপদেষ্টা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২২ ১৪:৪৬:০৬
 ‘ট্যাক্স দেয়, সেবা পায় না, লোকজন তো গোস্‌সা করবেই’: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। পুরোনো ছবি

বাংলাদেশে কর প্রদান করেও সরকারি সেবা না পাওয়ায় জনগণ ক্ষুব্ধ হয়—এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বাইরের দেশে বেশি ট্যাক্স দিলেও সরকারের পক্ষ থেকে ভালো সেবা পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে জনগণ ট্যাক্স দিয়েও সেবা পায় না, ফলে ক্ষোভ তৈরি হওয়া স্বাভাবিক।

‘ট্যাক্স জিডিপি রেশিও মাত্র ৭ দশমিক ২ শতাংশ’

সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) যৌথভাবে আয়োজিত ‘বাংলাদেশের বন্ড ও সুকুক বাজার উন্মোচন: রাজস্ব স্থিতি, অবকাঠামো বাস্তবায়ন ও ইসলামি মানি মার্কেট উন্নয়ন’ শীর্ষক সেমিনারে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, “আমাদের দেশে অর্থায়নের অভাব। সরকারি লোকজন মনে করে সবকিছু দিয়ে দেওয়া যাবে। প্রতিদিন বলে এই দেন, সেই দেন, কিন্তু অর্থের যতটা সামর্থ্য, সেটা আমরা পাচ্ছি না।”

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “আমাদের ট্যাক্স ও নন-ট্যাক্স রেভিনিউ অনেক কম। আমাদের ট্যাক্স জিডিপি রেশিও মাত্র ৭ দশমিক ২ শতাংশ, যেখানে ব্রাজিলে এটি ২৬ শতাংশ। ওরা ট্যাক্স দেয়, সেবা পায়। আমাদের দেশে ট্যাক্স দেয়, সেবা পায় না। তো লোকজন তো একটু গোস্‌সা করবেই। সে জন্য আমি প্রায়ই এনবিআর সদস্যদের বলি ভাই একটু সেবা দেন। সেবা ভালো দিলে আমরা ট্যাক্স ফিটাও বেশি দিতে পারি। সেবা দেবেন না, দশবার ঘোরাবেন, আপনি ফিও বেশি চাইবেন এটা তো সম্ভব না।”

পুঁজিবাজার শক্তিশালী করার আহ্বান

অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা পুঁজিবাজারকে শক্তিশালী করা এবং সুকুক বন্ড সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পুঁজিবাজারের কার্যকর ব্যবস্থাপনা এবং বিনিয়োগকারীদের ঝুঁকি সম্পর্কে সচেতন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিএসইসির চেয়ারম্যান খোন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অর্লিন্স’র অধ্যাপক এম কবীর হাসান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পুঁজিবাজার উন্নয়ন কমিটির চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মানসুর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক প্রমুখ।


এবারের পূজা হবে উৎসবমুখর: সম্প্রীতির বার্তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২২ ১৪:৩০:৫৭
এবারের পূজা হবে উৎসবমুখর: সম্প্রীতির বার্তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা
নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শনের সময় কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের পূজার আয়োজন খুবই ভালো এবং পূজা অনেক উৎসবমুখর হবে। তিনি জোর দিয়ে বলেছেন, এখানে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও বেশি উন্নত হবে।

রামকৃষ্ণ মিশন পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “শারদীয় দুর্গাপূজা একটি ধর্মীয় অনুষ্ঠান। এটার পবিত্রতা রক্ষা করতে হবে। সব ধর্ম মিলে যেন একসঙ্গে কাজ করতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে।”

নিরাপত্তা ব্যবস্থা ও সম্প্রীতি

তিনি জানান, প্রত্যেক পূজামণ্ডপে সিসি ক্যামেরা ব্যবস্থা করা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও বেশি উন্নত হবে উল্লেখ করে তিনি বলেন, “পূজা কমিটির সঙ্গে বৈঠক হয়েছিল, সেখানে নির্দেশনা দেওয়া হয় পূজার শুরু থেকেই ২৪ ঘণ্টায় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমাদের সরকারি বাহিনী ছাড়াও তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে। ২৪ সেপ্টেম্বর থেকে আনসার যুক্ত হবে। এবারের পূজা অনেক উৎসবমুখর হবে।”

আর্থিক সহায়তা

তিনি আরও বলেন, পূজা যেন ভালোভাবে উদযাপন করতে পারে, সে জন্য নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপে মোট ৩২ লাখ টাকা এবং প্রতিটি পূজামণ্ডপে ৫০০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।


৬ নতুন রাজনৈতিক দল পাচ্ছে ইসি’র নিবন্ধন

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২২ ১২:৩৫:০৫
৬ নতুন রাজনৈতিক দল পাচ্ছে ইসি’র নিবন্ধন
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ছয়টি নতুন রাজনৈতিক দল। কমিশনের স্বাক্ষর হওয়ার পর নতুন নিবন্ধিত দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। ইসির দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

কমিশনের অনুমোদন ও গণবিজ্ঞপ্তি

সোমবার (২২ সেপ্টেম্বর) কমিশনের অনুমোদনের জন্য ফাইল কমিশনের কাছে পাঠানো হবে। তবে কমিশন চাইলে শাখার প্রস্তাবে সংযোজন-বিয়োজন করতে পারবে। মূলত কমিশনের চূড়ান্ত অনুমোদনের পর গণবিজ্ঞপ্তি জারি করা হবে।

ইসির দায়িত্বশীল সূত্র জানায়, ২২টি দলের মাঠ পর্যায়ে যাচাই-বাছাই শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় লীগসহ ছয়টি দলকে চূড়ান্তভাবে নিবন্ধন দিতে নথিতে ফাইল তোলা হয়েছে। সংশ্লিষ্ট শাখার কার্যক্রম বা স্বাক্ষর হয়েছে গত রোববার।

এক প্রশ্নে ওই সূত্র আরও জানায়, মোট ৬টি দলের নিবন্ধনের জন্য কমিশনের কাছে নথিতে ফাইল তোলা হয়েছে। ১০টি দলের বিষয়ে পুনতদন্ত করা হবে এবং বাকি ৬টি দলের আবেদন বাতিল করা হয়েছে। এই ১০টি দলের মধ্যে ৯টির মাঠ পর্যায়ে পুনতদন্ত এবং একটি দলের পুনতদন্তের দায়িত্ব দেওয়া হতে পারে নির্বাচন কমিশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে।

নিবন্ধন প্রক্রিয়ার ইতিহাস

এর আগে, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব আলী নেওয়াজ গত ১৪ এবং ১৫ সেপ্টেম্বর দুটি দল ছাড়া ২০টি দলের শুনানি করেন। অন্যান্যবারের মতো এবারও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দল নিবন্ধনের আবেদন আহ্বান করে ইসি। এতে ১৪৩টি নতুন রাজনৈতিক দল নিবন্ধন চেয়ে আবেদন করেছিল। প্রথম দফায় কোনো দলই শর্ত পূরণ না করায় সবাইকে সময় দিয়ে ঘাটতি পূরণ করতে বলেছিল ইসি। তবে জাতীয় নাগরিক পার্টিসহ ৮৪টি দল সাড়া দিলেও অন্যরা সাড়া দেয়নি। ৮৪টি দলের মধ্যে আবার ৬২টি দল ঘাটতি পূরণ করতে তথ্য জমা দিয়েও শর্ত পূরণ করতে পারেনি। তাই বর্তমানে জাতীয় নাগরিক পার্টিসহ ২২টি দলের মাঠ পর্যায়ে তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে শুনানি করে ইসি।

নিবন্ধন পেতে ইচ্ছুক দলগুলো

যে দলগুলোর মাঠ পর্যায়ের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করা হয়েছে, সেগুলো হলো: ফরোয়ার্ড পার্টি, আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), মৌলিক বাংলা, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় জনতা পার্টি, জনতার দল, জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, বাংলাদেশ জাতীয় লীগ, ভাসানী জনশক্তি পাটি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ), জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ সলুশন পার্টি এবং নতুন বাংলাদেশ পার্টি।

নিবন্ধনের শর্ত ও প্রক্রিয়া

আইন অনুযায়ী, নিবন্ধন পেতে ইচ্ছুক দলের একটি কেন্দ্রীয় কমিটি, এক তৃতীয় জেলা ও ১০০টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়। এছাড়া কোনো দলের কেউ আগে সংসদ সদস্য থাকলে বা আগের নির্বাচনের পাঁচ শতাংশ ভোট পেলেও নিবন্ধন পাওয়ার যোগ্যতা হিসেবে বিবেচিত হয়। এসব প্রধান শর্ত ছাড়াও বেশকিছু নিয়ম কানুন মেনে আবেদন করতে হয়।

নিবন্ধন প্রক্রিয়ায় দলগুলোর আবেদন পাওয়ার পর কমিশন প্রথমে এগুলো প্রাথমিক বাছাই করে। এরপর প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ দলগুলোর তথ্যাবলি সরেজমিন তদন্ত শেষে বাছাই সম্পন্ন করা হয়। পরবর্তীতে মনোনীত দলগুলোর বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকলে দাবি-আপত্তি চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেখানে কোনো আপত্তি এলে শুনানি করে তা নিষ্পত্তি করে কমিশন। আর কোনো আপত্তি না থাকলে সংশ্লিষ্ট দলগুলোকে নিবন্ধন সনদ প্রদান করে সংস্থাটি। নিবন্ধন ছাড়া কোনো দল নিজ প্রতীকে ভোটে প্রার্থী দিতে পারে না।

বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫১টি (আওয়ামী লীগসহ)। এবার আরও ছয়টি দল নিবন্ধন পেলে ইসির নিবন্ধিত মোট দলের সংখ্যা দাঁড়াবে ৫৭টি। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রথা চালু করে ইসি।


রাজধানীতে ৯ ঘণ্টায় ১০৫ মিলিমিটার বৃষ্টি: জলমগ্ন পথঘাট, দুর্ভোগে নগরবাসী

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২২ ১১:৪৮:০৫
রাজধানীতে ৯ ঘণ্টায় ১০৫ মিলিমিটার বৃষ্টি: জলমগ্ন পথঘাট, দুর্ভোগে নগরবাসী
ছবি: সংগৃহীত

বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী আজ সোমবার (২২ সেপ্টেম্বর) ৭ আশ্বিন। এই মাসে সাধারণত আরামদায়ক আবহাওয়া, পেঁজা তুলার মতো মেঘ আর কাশফুলের সমাহার দেখা যায়। তবে রোববার সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আকাশ ছিল ঘোলাটে, কুয়াশাচ্ছন্ন এবং গুমোট। মধ্যরাত থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিতে ঢাকার পথঘাট জলমগ্ন হয়ে পড়েছে, যা আশ্বিনের এই সময়ে অনেকটাই অচেনা-অপরিচিত।

৯ ঘণ্টায় ১০৫ মিলিমিটার বৃষ্টি

টানা কয়েক ঘণ্টা বজ্রসহ বৃষ্টির পর ভোরে খানিকটা বিরতি ছিল। এরপর আবারও ঘন কালো মেঘ জড়ো হয়ে ভোরের আলো ফোটার পরপরই ভারি বর্ষণ শুরু হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত কেবল রাজধানী ঢাকাতেই বৃষ্টি হয়েছে ১০৫ মিলিমিটার। এর মধ্যে গত রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৩৪ মিলিমিটার এবং সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নগরবাসীর দুর্ভোগ ও আবহাওয়ার ব্যাখ্যা

ভারি বৃষ্টিতে রাজধানীর প্রধান সড়কগুলোসহ বিভিন্ন এলাকার অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সাতসকালেও যারা ঘর থেকে বের হয়েছেন, তাদের পড়তে হয়েছে ভোগান্তিতে। জলাবদ্ধতার কারণে নগরবাসী দুর্ভোগে পড়েছেন এবং যানজটের সৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলে জানা গেছে, জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের হিসাবে বর্ষাকাল। এ সময় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়ে থাকে। মাত্র ৯ ঘণ্টায় এত বেশি বৃষ্টি হলেও এটিকে খুব একটা অস্বাভাবিক মনে করছে না আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, গত রাত থেকে বৃষ্টি হয়েছে মৌসুমি বায়ুর প্রভাবে। মৌসুমি বায়ু সারা দেশেই সক্রিয় থাকলেও দক্ষিণাঞ্চলে এর সক্রিয়তা কিছুটা বেশি।

পূর্বাভাস ও তাপমাত্রার চিত্র

আবহাওয়াবিদরা জানান, দেশের দক্ষিণে সমুদ্র উপকূল ও ঢাকাসহ মধ্যাঞ্চলে বৃষ্টিপাত হলেও উত্তরাঞ্চলে বৃষ্টি বেশ কম হচ্ছে। আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, সোমবার সারা দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে বৃষ্টি কমে আসবে এবং এরপর তাপমাত্রা কিছুটা বাড়বে। তিনি বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে আরও কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হবে এবং অক্টোবরের প্রথম সপ্তাহের দিকে মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।

আবহাওয়া অধিদপ্তর চলতি সেপ্টেম্বর মাসের পূর্বাভাসে জানিয়েছে, এ মাসে স্বাভাবিক বৃষ্টি হবে, যার পরিমাণ ৩১৯ মিলিমিটারের কিছুটা বেশি। তবে এ মাসে এখনো পর্যন্ত স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত কিছুটা কমই হয়েছে। পূর্বাভাসে আরও জানানো হয়, এ মাসে বঙ্গোপসাগরে ২-৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি লঘুচাপে পরিণত হতে পারে। একই সঙ্গে বিচ্ছিন্নভাবে দেশের কোথাও কোথাও ১-২টি মৃদু তাপপ্রবাহ (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে। সব মিলিয়ে বৃষ্টি, উষ্ণতা আর হালকা ঠান্ডার মধ্য দিয়েই কাটবে এই সেপ্টেম্বর মাস।


গোয়েন্দা সংস্থার এজেন্ট পরিচয়ে প্রতারণা, এনায়েতের জালে বেনজীরসহ হেভিওয়েটরা!

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২১ ২১:১৭:৩৫
গোয়েন্দা সংস্থার এজেন্ট পরিচয়ে প্রতারণা, এনায়েতের জালে বেনজীরসহ হেভিওয়েটরা!
ছবি: সংগৃহীত

গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর মিন্টো রোড এলাকায় সন্দেহজনক ঘোরাঘুরির সময় এনায়েত করিম চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে বাংলাদেশে আসা এই ব্যক্তিকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হলেও পরে সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে একটি মামলা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার প্রতারণার মাধ্যমে শত শত কোটি টাকা বিদেশে পাচার এবং সেখানে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার তথ্য বেরিয়ে এসেছে।

প্রতারণার কৌশল

প্রথম দফায় ৪৮ ঘণ্টার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোস্তফা আজাদকে গ্রেপ্তার করা হয়। দ্বিতীয় দফায় এনায়েত ও মোস্তফা দুজনকেই ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

তদন্ত কর্মকর্তারা বলছেন, এনায়েত মূলত একজন ঠান্ডা মাথার প্রতারক। তার টার্গেট ছিল দুর্নীতিবাজ ও বিপদগ্রস্ত সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিরা। সিআইএ-এর এজেন্ট পরিচয়ে তিনি তাদের লোভনীয় প্রস্তাব দিতেন। তিনি প্রতিশ্রুতি দিতেন যে খুব সহজেই তাদের সমস্যার সমাধান দেবেন বা প্রতিপক্ষকে ঘায়েল করবেন। এর জন্য তিনি মোটা অঙ্কের টাকা নিতেন। এরপর কখনো মধ্যস্থতার মাধ্যমে তাদের কাজ করে দিতেন আবার কারও সঙ্গে প্রতারণায় জড়াতেন।

নিষেধাজ্ঞা তুলে দেওয়ার আশ্বাস

এনায়েত বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করে, বিগত সরকারের আমলে যারা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন, সেসব হেভিওয়েটদের ওপর থেকে সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ফন্দি এঁটেছিলেন। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য তিনি তাদের যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও হিলারি ক্লিনটনের সঙ্গেও যোগাযোগ করিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। এ তালিকায় আছেন পলাতক সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদসহ আরও অনেকে।

অর্থ পাচার ও বিদেশে ব্যবসা

গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে যে, এনায়েত করিম চৌধুরী প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এসব টাকায় তিনি বিদেশে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গরুর খামার, সুপার শপ ও ‘জার্ভিয়া ট্রেডিং’ নামে দুবাইয়ে তার একটি আবাসন কোম্পানি রয়েছে। এসব প্রতিষ্ঠানে অসংখ্য বাংলাদেশি কাজ করছেন। দেশ থেকে নানাভাবে হাতিয়ে নেওয়া শত শত কোটি টাকা তিনি হুন্ডির মাধ্যমে পাচার করে এমন অসংখ্য প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন। এসব বিষয়ে ইতোমধ্যে অনুসন্ধান শুরু করেছে পুলিশ।

তদন্ত কর্মকর্তারা মনে করছেন, মানুষকে সহজেই আশ্বস্ত বা ফাঁদে ফেলায় তার এ সিদ্ধহস্ত অন্য একটি দেশের গোয়েন্দা সংস্থার নজরে আসায় তিনি ভাড়াটে কর্মীর মতো ব্যবহার হয়ে থাকতে পারেন।


৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি : রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২১ ১৬:২৪:০৯
৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি : রাষ্ট্রনিযুক্ত আইনজীবী
ছবি: সংগৃহীত

‘গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন’—এমন দাবি করেছেন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী মো. আমির হোসেন। রোববার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে জেরার সময় তিনি এই দাবি করেন।

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ৪৭তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন নাহিদ ইসলাম। আমির হোসেন জবানবন্দিতে দেওয়া নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, ২০২৪ সালের ৩ আগস্ট সরকার পতনে ডাকা এক দফা কর্মসূচি দীর্ঘদিনের পরিকল্পনার প্রতিশ্রুতি ছিল। এই আন্দোলনের পেছনে দেশি-বিদেশি শক্তির হাত ছিল। দেশি-বিদেশি শক্তির ইন্ধন ছিল বিধায় ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।

স্টেট ডিফেন্সের এমন কথার পরিপ্রেক্ষিতে প্রসিকিউশন আপত্তি জানায়। তাদের মতে, এই মামলায় এমন আলোচনা করার সুযোগ নেই, বরং মামলা সম্পর্কিত কথা বলাই উত্তম। এ সময় শেখ হাসিনার আইনজীবী বলেন, ড. ইউনূসকে জড়িয়ে কোনো কথা বলা সমীচীন মনে করি না, কিন্তু সাক্ষীর বক্তব্যের খাতিরে বলতে হচ্ছে।

শেখ হাসিনা ও কামালকে নির্দোষ দাবি করে আমির হোসেন আরও বলেন, আন্দোলন দমনে হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহারের কোনো নির্দেশ দেননি শেখ হাসিনা। মূলত জনগণের জানমাল ও শান্তিশৃঙ্খলা রক্ষার্থে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। তিনি দাবি করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে কোনো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়নি। তাই এই আসামিরা অপরাধের জন্য দায়ী নন।

আমির হোসেনের এমন প্রশ্নের জবাবে সাক্ষী নাহিদ ইসলাম এসব সত্য নয় বলে জানান। একইসঙ্গে ৫ আগস্ট সারাদেশে চালানো হত্যাযজ্ঞ ও নির্যাতন সম্পর্কে তিনি সমন্বয়ক হাসনাত-সারজিসের কাছে জানতে পেরেছেন বলেও উল্লেখ করেন।

পাঠকের মতামত: