প্রেমিকের সঙ্গে হোটেলে রিয়া মনি,ভিডিও শেয়ার করে নতুন অভিযোগ হিরো আলমের

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৭ ১১:৩০:০৩
প্রেমিকের সঙ্গে হোটেলে রিয়া মনি,ভিডিও শেয়ার করে নতুন অভিযোগ হিরো আলমের
ছবি: সংগৃহীত

কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনিকে ঘিরে সম্পর্কের টানাপড়েন নতুন কিছু নয়। কখনো ঝগড়া, বিচ্ছেদ আর মামলার খবর—আবার কখনো কাছাকাছি আসার গল্প। তবে এবার আলোচনার কেন্দ্রে এসেছে একটি নতুন অভিযোগ।

হিরো আলম দাবি করেছেন, তার স্ত্রী রিয়া মনি বর্তমানে কক্সবাজারে রয়েছেন এক ব্যক্তির সঙ্গে, যার নাম ম্যাক্স অভি। বৃহস্পতিবার (৭ আগস্ট) মধ্যরাতে একাধিক ফেসবুক পোস্টে হিরো আলম এই অভিযোগ তুলে ধরেন।

তার ভাষ্য অনুযায়ী, রিয়া মনি ও অভি কক্সবাজারের একটি হোটেলে রাত কাটাচ্ছেন। নিজের পোস্টে হোটেল কক্ষে তোলা একটি ভিডিও এবং দুজনের একটি ছবিও শেয়ার করেন তিনি।

এক পোস্টে হিরো আলম লিখেছেন, ‘রিয়া মনি মাঝে মাঝে হোটেলে রাত কাটাতেন আমাকে ডিভোর্স না দিয়ে। অবৈধ পরকীয়া করে আবারও তার প্রমাণ হলো। কক্সবাজার আজকে ধরা পড়েছে হোটেলে অভির সঙ্গে।’

তবে এসব অভিযোগের বিষয়ে রিয়া মনির কোনো প্রতিক্রিয়া এখনও প্রকাশ্যে আসেনি।

এর আগেও এই দম্পতির সম্পর্ক নিয়ে নানা টানাপড়েনের খবর সামনে এসেছে। হিরো আলমের বাবার মৃত্যুর পর দাম্পত্য কলহ তীব্র আকার নেয়। একপর্যায়ে হিরো আলম থানায় অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে রিয়া মনিকে গ্রেপ্তার করা হয়। পরে অবশ্য তিনি জামিনে মুক্তি পান।

এমন পরিস্থিতিতে একবার আত্মহত্যার চেষ্টাও করেছিলেন হিরো আলম, দাবি করেন তিনি নিজেই। সে সময় পাশে এসে দাঁড়ান রিয়া মনি, তার সেবাযত্নে স্বাভাবিক জীবনে ফেরেন হিরো আলম। তখন মনে হয়েছিল সব কিছু হয়তো স্বাভাবিকের দিকে যাচ্ছে।

কিন্তু সর্বশেষ অভিযোগ নতুন করে বিতর্ককে সামনে আনলো। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ঘিরে ব্যাপক আলোচনা চলছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ