পুতিনের সঙ্গে শিগগিরই ট্রাম্পের বৈঠক: শান্তি প্রক্রিয়ার নতুন সম্ভাবনা

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৭ ১০:৪৬:০৯
পুতিনের সঙ্গে শিগগিরই ট্রাম্পের বৈঠক: শান্তি প্রক্রিয়ার নতুন সম্ভাবনা
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার শিগগিরই বৈঠক হতে পারে। মস্কোতে ট্রাম্পের বিশেষ দূতের সঙ্গে পুতিনের ‘গঠনমূলক’ আলোচনা শেষে এমন সম্ভাবনার ইঙ্গিত মিলেছে।

ট্রাম্প জানান, এই সম্ভাব্য শীর্ষ বৈঠকের আলোচনা হয়েছে তার ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ফোনালাপে, যেখানে ন্যাটো মহাসচিব মার্ক রুটসহ ব্রিটেন, জার্মানি ও ফিনল্যান্ডের নেতারাও যুক্ত ছিলেন। ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, “খুব শিগগিরই একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে।”

যদিও তিনি জানাননি, পুতিনের সঙ্গে তার বৈঠক কোথায় হবে। এটি হলে ২০২১ সালের জেনেভায় বাইডেন-পুতিন বৈঠকের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র-রাশিয়া শীর্ষ বৈঠক হবে।

যুক্তরাষ্ট্রের উদ্যোগ ও আলোচনার অগ্রগতি:

‘ট্রথ সোশ্যাল’-এ ট্রাম্প লেখেন, “ব্যাপক অগ্রগতি হয়েছে!” মস্কোতে দূত স্টিভ উইটকফের রুশ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর তিনি ইউরোপীয় মিত্রদের বিষয়টি অবহিত করেন। তবে এর কিছুক্ষণের মধ্যেই একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, রাশিয়ার ওপর নতুন “সেকেন্ডারি স্যাংশন” বা গৃহীত বাণিজ্যিক অংশীদারদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দু’দিনের মধ্যে কার্যকর হতে পারে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেন, রাশিয়া একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, যা এখন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনসহ ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনা করতে হবে।

বৈঠক নিয়ে সংশয় ও কঠোর বার্তা:

যদিও ট্রাম্প আশাবাদী, পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেন, এখনও “অনেক কাজ বাকি,” ফলে বৈঠক হতে “সপ্তাহখানেক সময়” লাগতে পারে।

ট্রাম্প দাবি করেন, তিনি প্রেসিডেন্ট হলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান ঘটাতে পারেন। তিনি শুক্রবারের মধ্যে শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি না হলে নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা বলেন।

যুদ্ধ ও কূটনৈতিক উত্তেজনা:

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলমান রুশ আগ্রাসনে ইউক্রেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লাখো মানুষের প্রাণহানি ও বাস্তুচ্যুতি হয়েছে। মস্কো দাবি করছে, ইউক্রেনকে আরও ভূখণ্ড ছাড়তে হবে এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সহায়তা ত্যাগ করতে হবে। অন্যদিকে কিয়েভ অবিলম্বে যুদ্ধবিরতি চায় এবং সম্প্রতি প্রেসিডেন্ট জেলেনস্কি মিত্রদের রাশিয়ায় ‘শাসন পরিবর্তনের’ আহ্বান জানিয়েছেন।

পারমাণবিক হুমকি ও প্রতিক্রিয়া:

উচ্চ পর্যায়ের উত্তেজনার মধ্যেই ট্রাম্প জানান, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে অনলাইন বিতণ্ডার জেরে তিনি দুটি পারমাণবিক সাবমেরিন অঞ্চলভিত্তিক মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

জবাবে মস্কো জানায়, তারা মধ্যম পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন সংক্রান্ত স্বেচ্ছা-স্থগিতাদেশ তুলে নিচ্ছে, কারণ তারা বিশ্বাস করে, যুক্তরাষ্ট্র এরই মধ্যে রাশিয়ার কাছাকাছি এ ধরনের অস্ত্র স্থাপন করেছে।

সাম্প্রতিক হামলা ও হতাহতের ঘটনা:

এদিকে ইউক্রেনের জরুরি পরিষেবা জানায়, দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলে রুশ গোলাবর্ষণে একটি অবকাশযাপন শিবিরে দুইজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

-সুত্রঃ এ এফ পি

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ