ঘানায় হেলিকপ্টার দুর্ঘটনায় দুই মন্ত্রীসহ আটজন নিহত: জাতীয় শোক ঘোষণা

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৭ ০৯:৫৫:৪৩
ঘানায় হেলিকপ্টার দুর্ঘটনায় দুই মন্ত্রীসহ আটজন নিহত: জাতীয় শোক ঘোষণা
ছবিঃ সংগৃহীত

ঘানার জাতীয় জীবনে নেমে এসেছে গভীর শোক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামা এবং পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইব্রাহিম মুর্তালা মোহাম্মদসহ আটজনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে এক সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায়। বুধবার স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর রাজধানী আক্রা থেকে অবুয়াসির উদ্দেশ্যে যাত্রা করা হেলিকপ্টারটি দক্ষিণাঞ্চলীয় আশান্তি অঞ্চলের একটি ঘন অরণ্যে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই টেলিভিশন চ্যানেল ‘জয় নিউজ’-এ প্রচারিত সেলফোন ফুটেজে ধোঁয়া ওঠা ধ্বংসাবশেষ দেখা যায়, যা পরে নিশ্চিত করে দেয় যে মন্ত্রীরা সেই ফ্লাইটেই ছিলেন।

প্রেসিডেন্ট জন মহামার কার্যালয় থেকে জানানো হয়, দুর্ঘটনায় উপস্থিত সকল যাত্রী ও ক্রু—মোট আটজনই নিহত হন। এই ট্র্যাজেডিকে রাষ্ট্রের জন্য একটি ‘চরম দুঃখজনক ক্ষতি’ বলে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্টের প্রধান সচিব জুলিয়াস ডেব্রাহ। তিনদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে, এবং বৃহস্পতিবার থেকে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছে রাষ্ট্রপতি দপ্তর।

প্রয়াত প্রতিরক্ষা মন্ত্রী বোয়ামা ছিলেন একজন চিকিৎসক, যিনি প্রেসিডেন্ট মহামার প্রথম মেয়াদে যোগাযোগ মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। সাহেল অঞ্চলের সন্ত্রাসবাদ ঘনিয়ে আসা ঝুঁকির সময়ে তিনি ঘানার প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠনে নেতৃত্ব দিচ্ছিলেন। একইসাথে, তিনি বুরকিনা ফাসো, মালি এবং নাইজারের সামরিক সরকারগুলোর সাথে আঞ্চলিক কূটনীতির ধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন।

পরিবেশমন্ত্রী ইব্রাহিম মুর্তালা মোহাম্মদ ছিলেন ঘানার ‘গালামসি’—অর্থাৎ অবৈধ স্বর্ণ খনির বিরুদ্ধে লড়াইয়ের অগ্রভাগে। এই অনিয়ন্ত্রিত খনন প্রক্রিয়া দেশের কৃষিজমি ও নদী ব্যবস্থাকে ধ্বংস করছে, বিশেষত কোকো উৎপাদনে বড় বাধা সৃষ্টি করছে। তার নেতৃত্বে গঠিত হয় ‘ঘানা গোল্ড বোর্ড’, এবং বিদেশিদের স্বর্ণ ব্যবসা নিষিদ্ধ করে সরকারের শক্ত অবস্থান জাতীয় ও আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়।

ইউএনইপি’র নির্বাহী পরিচালক ইনগার অ্যান্ডারসেন বলেন, “মুর্তালা ছিলেন এক নিবেদিতপ্রাণ পরিবেশবাদী, যিনি আফ্রিকা এবং বিশ্বজুড়ে সমানভাবে শ্রদ্ধেয় ছিলেন।” সাম্প্রতিক সময়েই তিনি নাইরোবিতে অনুষ্ঠিত আফ্রিকান মিনিস্টেরিয়াল কনফারেন্স অন এনভায়রনমেন্ট (AMCEN)-এ সদস্য নির্বাচিত হন।

হেলিকপ্টার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে ঘানার সশস্ত্র বাহিনী। জানা যায়, দুর্ঘটনার সময় তারা একটি ‘অবৈধ খনন নিয়ন্ত্রণ’ বিষয়ক সরকারি কর্মসূচিতে যাচ্ছিলেন। এই ঘটনায় নিহতদের মধ্যে আরও রয়েছেন জাতীয় নিরাপত্তা সমন্বয়কারী আলহাজি মুনিরু মোহাম্মদ এবং প্রেসিডেন্ট মহামার দল এনডিসির ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপং।

ঘানার এই ট্র্যাজেডি কেবল একটি দুর্ঘটনা নয়, বরং জাতীয় নিরাপত্তা, পরিবেশ ও আন্তর্জাতিক কূটনীতির অগ্রযাত্রায় এক অপূরণীয় ক্ষতি। দেশটির ভবিষ্যৎ নেতৃত্বে এই শূন্যতা কতটা গভীর প্রভাব ফেলবে, তা বলার অপেক্ষা রাখে না।

-শারমিন সুলতানা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ