পূর্ণ গাজা বিজয় চান নেতানিয়াহু, সেনাপ্রধানের কড়া সতর্কতা!

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৭ ০৮:০২:৫২
পূর্ণ গাজা বিজয় চান নেতানিয়াহু, সেনাপ্রধানের কড়া সতর্কতা!
ছবিঃ সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘পূর্ণ বিজয়’ অর্জনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন, তবে এ নিয়ে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে তার মতবিরোধ আরও প্রকাশ্য হয়ে উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় শীর্ষ পর্যায়ের এক বৈঠকে ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)-এর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির স্পষ্টভাবে সতর্ক করেন যে, গাজার পূর্ণ সামরিক দখল ইসরাইলি বাহিনীকে কৌশলগত ফাঁদে ফেলতে পারে। তিনি জানান, এ ধরনের অভিযানে সেনাবাহিনী ছিটমহলের ভেতরে আটকে পড়বে এবং অবশিষ্ট জিম্মিদের জীবন বিপন্ন হতে পারে।

জেনারেল জামির আরও বলেন, গাজায় এই মুহূর্তে সম্পূর্ণ সামরিক অভিযান শুরু করা হলে, আইডিএফের ওপর প্রচণ্ড চাপ তৈরি হবে। সেনাবাহিনীর রিজার্ভ সদস্যদের মধ্যে ইতোমধ্যে ক্লান্তি ও বার্নআউটের লক্ষণ দেখা যাচ্ছে। তার বিকল্প প্রস্তাবে বলা হয়, গাজার শহর এবং সম্ভাব্য জিম্মি আটকে রাখা এলাকাগুলোকে ঘিরে ফেলার মাধ্যমে চাপ সৃষ্টি করা হোক। তবে নেতানিয়াহু এই সীমিত কৌশলকে পাশ কাটিয়ে গাজার কেন্দ্রস্থলে সরাসরি অভিযান চালাতে আগ্রহী।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী নেতানিয়াহু বৃহস্পতিবার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে ‘পূর্ণ বিজয়’ পরিকল্পনার পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করবেন। এটি এমন এক সময়ে হচ্ছে, যখন আন্তর্জাতিক মহল ইসরাইলের ওপর যুদ্ধবিরতির জন্য ক্রমাগত চাপ বাড়াচ্ছে। এই পরিস্থিতি ইসরাইলের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে দ্বন্দ্বকে আরও গভীর করেছে। সেনাবাহিনী কূটনৈতিক পথে যুদ্ধের অবসান চায়, কিন্তু নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার সামরিকভাবে হামাসকে সম্পূর্ণ পরাজিত করতে চায়।

ইসরাইলি সেনাবাহিনীর দাবি অনুযায়ী, দুই বছরের সংঘর্ষে তারা গাজার প্রায় ৭৫ শতাংশ এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এই দখলের ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং মানবিক বিপর্যয় নেমে এসেছে। গাজা থেকে দুই দশক আগে ইসরাইল সেনা প্রত্যাহার করলেও নতুন করে আবার পূর্ণ দখলের পথে এগোনো আইডিএফকে একটি নতুন সংকটে ফেলতে পারে বলে আশঙ্কা করছেন জামির।

নতুন সেনাপ্রধান জামির ইতোমধ্যেই সরকারের অতি-ডানপন্থী অংশের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে জামিরকে তিরস্কার করে বলেছেন, তার উচিত রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা মেনে চলা এবং গাজা জয়ের লক্ষ্যে কাজ করা। তবে আইডিএফ এখনো বিজয় বা সিদ্ধান্তমূলক পদক্ষেপের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, আইডিএফ নিরাপত্তা মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নে প্রস্তুত রয়েছে। অন্যদিকে বিরোধীদলীয় নেতা ইয়ায়ার ল্যাপিড নেতানিয়াহুর পরিকল্পনার কড়া সমালোচনা করে বলেন, গাজা বিজয় একটি ‘খারাপ ধারণা’। তিনি এক ভিডিও বিবৃতিতে বলেন, এই পদক্ষেপ ইসরাইলকে আরও গভীর সংকটে ফেলবে এবং আন্তর্জাতিক মহলে নিন্দার মুখে পড়তে হবে।

-রফিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ