ইয়েমেন থেকে ফের ইসরায়েলে মিসাইল হামলা

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৭ ১০:৪৯:১০
ইয়েমেন থেকে ফের ইসরায়েলে মিসাইল হামলা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে ইয়েমেন থেকে ইসরায়েলের ভূখণ্ডে ফের ব্যালাস্টিক মিসাইল নিক্ষেপের ঘটনায়। মঙ্গলবার (২৭ মে) সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি মিসাইল তাদের আকাশসীমায় প্রবেশ করে।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, “মিসাইলটি শনাক্ত করার পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সফলভাবে ভূপাতিত করা হয়। পশ্চিম তীরের উত্তরাঞ্চল ও জর্ডান উপত্যকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।”

এই হামলার পর ইসরায়েলের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জরুরি হটলাইন নম্বরে কলের পরিমাণ বাড়ে এবং নাগরিকদের ‘হোম ফ্রন্ট কমান্ডের’ নির্দেশনা মেনে চলতে বলা হয়। তবে সেনাবাহিনী জানায়, এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী এর আগেও একাধিকবার ইসরায়েলের দিকে মিসাইল ও ড্রোন নিক্ষেপ করেছে। গাজায় ইসরায়েলের ‘গণহত্যামূলক’ অভিযানের প্রতিবাদে তারা এই আক্রমণ চালাচ্ছে বলে জানায় আন্তর্জাতিক বিশ্লেষকরা।

সম্প্রতি হুতি গোষ্ঠী লোহিত সাগরে ইসরায়েল ও মার্কিন স্বার্থে হামলা চালিয়ে বৈশ্বিক সমুদ্রপথেও উত্তেজনা সৃষ্টি করেছে। যদিও অধিকাংশ আক্রমণই ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হচ্ছে।

এই মিসাইল হামলার পাশাপাশি গাজায় ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। আলজাজিরার মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় কমপক্ষে ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলমান যুদ্ধে এ পর্যন্ত ৫৩ হাজার ৯৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত এক লাখ ২২ হাজার ৯৬৬ জন।

গাজার সরকারি মিডিয়া অফিস আরও জানায়, মৃতের প্রকৃত সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে, কারণ ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ে আছেন।

বিশ্লেষকদের মতে, ইয়েমেন থেকে ইসরায়েলে ক্রমাগত মিসাইল হামলা ও গাজায় ইসরায়েলের বর্বরতা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। অনেকেই আশঙ্কা করছেন, এই উত্তেজনা পূর্ণাঙ্গ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে, যদি আন্তর্জাতিক কূটনীতি ব্যর্থ হয়।

ইতোমধ্যে জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো টেকসই রাজনৈতিক সমাধানের ইঙ্গিত পাওয়া যায়নি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত