কর্ণফুলী সেতু কি এখন স্বপ্ন নাকি সময়ের অপেক্ষা!

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৪ ১৩:০১:২৪
কর্ণফুলী সেতু কি এখন স্বপ্ন নাকি সময়ের অপেক্ষা!

সত্য নিউজ:চট্টগ্রামের গুরুত্বপূর্ণ কালুরঘাট এলাকায় কর্ণফুলী নদীর ওপর রেলসহ সড়ক সেতু নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বহুল কাঙ্ক্ষিত এ অবকাঠামো প্রকল্পটির ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন তিনি বুধবার (১৪ মে) বেলা ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউসে এক অনুষ্ঠানে।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে জানান, সকালে ঢাকা থেকে বিমানে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ড. ইউনূস। বিমানবন্দর থেকে সরাসরি তিনি চট্টগ্রাম বন্দরে যান এবং বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে সার্কিট হাউসে আসলে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।

সার্কিট হাউসে আয়োজিত মূল অনুষ্ঠানে কর্ণফুলী নদীর ওপর নতুন সেতু নির্মাণ প্রকল্পের বিস্তারিত তুলে ধরা হয়। এই সেতুটি হবে দ্বৈত-ব্যবহারযোগ্য একই সঙ্গে সড়ক ও রেল চলাচলের উপযোগী। এটি নির্মিত হলে দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে নগরীর সরাসরি ও নিরবচ্ছিন্ন সংযোগ স্থাপন সহজ হবে।

দীর্ঘদিন ধরে কালুরঘাটে একটি স্থায়ী সেতুর দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং পরিবহন সংশ্লিষ্টরা। বর্তমানে সেখানে যে ঝুঁকিপূর্ণ লোহার সেতু রয়েছে, সেটি ব্রিটিশ আমলে নির্মিত এবং বর্তমানে অতিরিক্ত চাপের কারণে অকার্যকর হয়ে উঠছে।

নতুন সেতু নির্মাণে রেল মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ যৌথভাবে কাজ করছে। প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ৬ হাজার কোটি টাকার বেশি ব্যয় হবে বলে জানা গেছে।

চট্টগ্রাম সফরের অংশ হিসেবে ড. মুহাম্মদ ইউনূস আরও কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি। এছাড়া স্থানীয় প্রশাসন, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভাও রয়েছে তার সূচিতে।

এই সেতু প্রকল্প শুধু যোগাযোগের মানোন্নয়ন নয়, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন ও পর্যটনখাতে ব্যাপক প্রভাব ফেলবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

এই ঐতিহাসিক ভিত্তিপ্রস্তর উন্মোচনের মধ্য দিয়ে চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়নে আরেকটি মাইলফলক যুক্ত হলো।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত