হত্যা মামলায় ফের রিমান্ডে সাবেক এমপি মমতাজ বেগম

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৭ ১৬:২৭:৫৪
হত্যা মামলায় ফের রিমান্ডে সাবেক এমপি মমতাজ বেগম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মমতাজ বেগমকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত চত্বরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।

মানিকগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর মো. আবুল খায়ের মিয়া গণমাধ্যমকে জানান, সিংগাইরের গোবিন্দল এলাকায় সংঘটিত চার খুনের মামলায় মমতাজ বেগমকে আদালতে নিয়মিত হাজিরা দিতে বলা হয়। তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা আদালতের কাছে ৪ দিনের রিমান্ড আবেদন করেন, যা বিচারক মঞ্জুর করেন।

এর আগে, গত ২২ মে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ সিংগাইরের একই চার হত্যা মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পাশাপাশি হরিরামপুর থানায় দায়েরকৃত হামলা, মারধর ও ভাঙচুরের পৃথক মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আইভি আক্তার ২ দিনের রিমান্ড আদেশ দেন।

এখন পর্যন্ত গোবিন্দল এলাকার এই চাঞ্চল্যকর চার খুন মামলায় মমতাজ বেগমসহ একাধিক আসামির বিরুদ্ধে তদন্ত চলছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলাগুলোর তদন্তে অগ্রগতি আনতেই বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে আসামিদের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত