হত্যা মামলায় ফের রিমান্ডে সাবেক এমপি মমতাজ বেগম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মমতাজ বেগমকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত চত্বরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।
মানিকগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর মো. আবুল খায়ের মিয়া গণমাধ্যমকে জানান, সিংগাইরের গোবিন্দল এলাকায় সংঘটিত চার খুনের মামলায় মমতাজ বেগমকে আদালতে নিয়মিত হাজিরা দিতে বলা হয়। তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা আদালতের কাছে ৪ দিনের রিমান্ড আবেদন করেন, যা বিচারক মঞ্জুর করেন।
এর আগে, গত ২২ মে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ সিংগাইরের একই চার হত্যা মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পাশাপাশি হরিরামপুর থানায় দায়েরকৃত হামলা, মারধর ও ভাঙচুরের পৃথক মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আইভি আক্তার ২ দিনের রিমান্ড আদেশ দেন।
এখন পর্যন্ত গোবিন্দল এলাকার এই চাঞ্চল্যকর চার খুন মামলায় মমতাজ বেগমসহ একাধিক আসামির বিরুদ্ধে তদন্ত চলছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলাগুলোর তদন্তে অগ্রগতি আনতেই বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে আসামিদের।
মহালয়া: দেবীপক্ষের শুরু, পূজার আনন্দ শুরু হলো আজ থেকে
শুভ মহালয়ার মধ্য দিয়ে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। রোববার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় চণ্ডীপাঠ, ঢাক-কাঁসর এবং শঙ্খধ্বনির মাধ্যমে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানোর মধ্য দিয়ে সারা দেশে এই মহাউৎসবের সূচনা হয়েছে।
দেবীপক্ষের সূচনা
মহালয়া মানেই পিতৃপক্ষের সমাপ্তি ও দেবীপক্ষের শুরু। শ্রীশ্রী চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত। এই ‘চণ্ডী’তে দেবী দুর্গার সৃষ্টি ও তার মহিমার কথা বর্ণনা করা হয়েছে। ভক্তদের বিশ্বাস, আজকের দিনে দেবী দুর্গা শক্তিরূপে মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠান নেবেন। মহালয়া উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হচ্ছে।
পূজামণ্ডপের প্রস্তুতি
শারদীয় দুর্গাপূজার অপরিহার্য অংশ হিসেবে মহালয়া শুধু দেবী আবাহনের দিন নয়, এটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে নতুন শুভ সময়েরও সূচনা। প্রতি বছর শরৎকালে মা দুর্গার আগমনকে কেন্দ্র করে দেশের প্রতিটি গ্রাম থেকে শহর পর্যন্ত ভক্তদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস তৈরি হয়। এ উপলক্ষে রাজধানীসহ সারা দেশের পূজামণ্ডপগুলো এখন সাজসজ্জায় আলোকোজ্জ্বল। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, রাজারবাগ কালীমন্দির ও রামকৃষ্ণ মিশনসহ প্রধান প্রধান মন্দিরগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বেশিরভাগ মণ্ডপে প্রতিমা নির্মাণের কাজ শেষ হয়েছে এবং এখন চলছে রংতুলি ও সাজসজ্জার কাজ।
জাতিসংঘ সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস, সফরসঙ্গী চার রাজনীতিবিদ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২৬ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন এবং ২ অক্টোবর দেশে ফিরবেন। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
চার রাজনীতিবিদ থাকছেন সফরসঙ্গী হিসেবে
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে চার রাজনীতিবিদও নিউইয়র্ক যাচ্ছেন। তারা হলেন—
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির
চার রাজনীতিবিদকে সফরসঙ্গী করার ব্যাখ্যায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, যেহেতু অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোকে ক্ষমতা হস্তান্তর করবে, তাই তাদের প্রতিনিধি হিসেবেই এই নেতারা যাচ্ছেন।
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের অঙ্গীকার
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, প্রধান উপদেষ্টা বিশ্বনেতাদের সামনে গত এক বছরে দেশে সংঘটিত সংস্কার এবং আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরবেন।
এ বছরের অধিবেশনে বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হবে ৩০ সেপ্টেম্বর রোহিঙ্গা বিষয়ক উচ্চপর্যায়ের সভা। এই সভায় প্রধান উপদেষ্টা অংশ নেবেন। রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে এমন একটি উচ্চপর্যায়ের সভা এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে।
যেসব বৈঠক অনুষ্ঠিত হবে
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ফিনল্যান্ডের রাষ্ট্রপতি, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এবং আইএমএফ-এর ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি-এর সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।
শেখ হাসিনার দুঃশাসনের ইতিহাস নিয়ে ঢাকায় হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী প্রধান উপদেষ্টাকে জানান, আগামী ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে এই জাদুঘরের নির্মাণ কাজ শেষ হবে এবং নভেম্বরের প্রথম সপ্তাহে এর উদ্বোধন সম্ভব হবে বলে তারা আশা করছেন।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, "আমরা হাসিনার দুঃশাসনের চিত্রগুলো এই জাদুঘরে প্রদর্শনের জন্য কিউরেট করছি যাতে ১৬ বছরের ফ্যাসিজমের ইতিহাস জীবন্ত থাকে। জীবন্ত থাকে সরাসরি গণভবন থেকে আসা নির্দেশনা অনুযায়ী পরিচালিত সব অত্যাচারের এবং নৃশংসতার ইতিহাস।"
‘জাদুঘরে থাকবে শেখ হাসিনার গুমের অডিও’
জাদুঘরের চিফ কিউরেটর তানজীম ওয়াহাব জানান, জাদুঘরটি নির্মাণে আইসিটি প্রসিকিউশন টিম ও গুম বিষয়ক তদন্ত কমিশনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। তিনি বলেন, “আমরা মনে করছি এটি একটি ইউনিক জাদুঘর হবে। ১৬ বছরের দুঃশাসনের গল্পগুলো এই জাদুঘরে ধারাবাহিক ভাবে থাকবে। দর্শনার্থীরা জানতে পারবেন শেখ হাসিনা কীভাবে দেশ চালাতেন।”
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, "গুম-খুনের নির্দেশ দেওয়ার অনেক অডিও ইতোমধ্যেই জাদুঘর কর্তৃপক্ষের হাতে এসেছে। এই অডিওগুলো জাদুঘরে রাখা হচ্ছে। শেখ হাসিনা কীভাবে গুমের শিকার পরিবারগুলোকে ডেকে এনে মিথ্যা সান্ত্বনা দিতো, সে চিত্রও উঠে আসবে।"
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাদুঘর নির্মাণ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, "মানুষের মধ্যে দুঃশাসনের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলার এই অনুভব নিয়ে আসাটাই এই জাদুঘরের একটি বড় কাজ।"
বৈঠকে যারা উপস্থিত ছিলেন
এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সদস্য ড. নাবিলা ইদ্রিসসহ আরও অনেকে। জাদুঘরে একটি স্ক্রিনিং সেন্টার থাকবে, যেখানে জুলাই গণঅভ্যুত্থান এবং সাবেক সরকারের ১৬ বছরের দুঃশাসন নিয়ে ডকুমেন্টারি প্রদর্শিত হবে।
এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির সময়সীমা বেঁধে দিল ইসি
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করার জন্য নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় সভায় এনআইডি অনুবিভাগের সকল পরিচালক এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের এই নির্দেশনা দেওয়া হয়েছে।
দ্রুত নিষ্পত্তির লক্ষ্য
এনআইডি অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করা এবং আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে ফরম-২ কে আদর্শ হিসেবে বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত দেওয়ার জন্য বলা হয়েছে।”
ইসির তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত এনআইডি সংশোধনের জন্য মোট ৫৭ লাখ ২৯ হাজার ১৩২টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৫৬ লাখ ৪১ হাজার ৪৯১টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। বর্তমানে পেন্ডিং থাকা আবেদনের সংখ্যা ৮৭ হাজার ৬৪১টি। ইসি আশা করছে, এই নির্দেশনা কার্যকর হলে পেন্ডিং থাকা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে।
আর্থিক স্বচ্ছতা বাড়াতে বাংলাদেশকে ৮ পরামর্শ মার্কিন পররাষ্ট্র দপ্তরের
বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে আটটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সম্প্রতি প্রকাশিত ‘ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্ট’ বা আর্থিক স্বচ্ছতা প্রতিবেদনে এই পরামর্শগুলো তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকার আগের সরকারের বাজেট কাঠামোই অনুসরণ করলেও, স্বচ্ছতা বাড়াতে কিছু সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের দেওয়া পরামর্শগুলো হলো:
১. বছরের শেষ হিসাব প্রতিবেদন একটি যৌক্তিক সময়ের মধ্যে প্রকাশ করা।
২. বাজেট নথি আন্তর্জাতিক মান অনুযায়ী তৈরি করা।
৩. নির্বাহী কার্যালয়ের ব্যয় আলাদা করে প্রকাশ করা।
৪. বাজেটে সরকারের রাজস্ব আয় ও ব্যয়ের একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা।
৫. আন্তর্জাতিক মান অনুযায়ী সর্বোচ্চ নিরীক্ষা কর্তৃপক্ষের স্বাধীনতা নিশ্চিত করা।
৬. নিরীক্ষা প্রতিবেদন সময়মতো প্রকাশ করা, যেখানে বিস্তারিত তথ্য ও প্রস্তাবনা থাকবে।
৭. প্রাকৃতিক সম্পদ আহরণ–সংক্রান্ত চুক্তির মূল তথ্য প্রকাশ করা।
৮. সরকারি ক্রয়ের তথ্য প্রকাশ করা।
প্রতিবেদনে আরও যা বলা হয়েছে
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগের সরকার বাজেট অনলাইনে প্রকাশ করলেও, বছরের শেষ হিসাব প্রতিবেদন সময়মতো দেয়নি। যদিও বাজেটের তথ্য সাধারণত নির্ভরযোগ্য, এটি আন্তর্জাতিক মান অনুসারে ছিল না।
প্রতিবেদনে আরও বলা হয়, সরকারি ঋণের পরিমাণ প্রকাশ করা হলেও বাজেট নথিতে অনেক তথ্য অসম্পূর্ণ ছিল। বিশেষ করে, নির্বাহী বিভাগের ব্যয় আলাদা করে দেখানো হয়নি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর আর্থিক বরাদ্দ ও আয় প্রকাশ করা হলেও রাজস্ব ও ব্যয়ের সম্পূর্ণ হিসাব পাওয়া যায়নি।
মার্কিন পররাষ্ট্র দপ্তর মনে করে, সরকারি নিরীক্ষক সংস্থা আন্তর্জাতিক মান অনুযায়ী স্বতন্ত্র নয়। তবে তারা স্বীকার করেছে যে, অন্তর্বর্তী সরকার প্রাকৃতিক সম্পদ আহরণের প্রক্রিয়াকে উন্মুক্ত ও স্বচ্ছ করেছে এবং আগের সরকারের নেওয়া সরাসরি ক্রয়পদ্ধতি স্থগিত করেছে।
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ, আরব আমিরাত থেকে এলো অপ্রত্যাশিত খবর
বিভিন্ন দেশে ভিসা জটিলতার মধ্যে এবার সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশের জন্য পর্যটন ও কর্ম ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে। সম্প্রতি দেশটির অভিবাসন বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এই অস্থায়ী নিষেধাজ্ঞার আওতায় বাংলাদেশ ছাড়াও আরও আটটি দেশ রয়েছে।
বাংলাদেশসহ যে ৯টি দেশের নাগরিকদের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর হবে, সেগুলো হলো:
আফগানিস্তান,লিবিয়া,ইয়েমেন,সোমালিয়া,লেবানন,ক্যামেরুন,সুদান,উগান্ডা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। শুধু পর্যটন বা কর্ম ভিসাই নয়, ব্যবসায়িক উদ্দেশ্যে ইউএইতে প্রবেশ করতে ইচ্ছুক এই ৯ দেশের নাগরিকরাও নিষেধাজ্ঞার আওতায় থাকবেন। বিজ্ঞপ্তিতে নিরাপত্তার উদ্বেগ, ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং কোভিড-১৯-এর মতো মহামারীকে এই সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে দেশটির সরকার এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা এখনো দেয়নি।
এইচ-১বি ভিসার ফি বছরে এক লাখ ডলার, মার্কিন প্রযুক্তি খাতে বড় ধাক্কা
এদিকে, অভিবাসনবিরোধী পদক্ষেপের ধারাবাহিকতায় এবার এইচ-১বি ভিসার ওপর নজর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসন এই ভিসার বার্ষিক ফি ১,৫০০ ডলার থেকে এক লাফে বাড়িয়ে ১ লাখ ডলার করেছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ২০ লাখ টাকার সমান।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এই তথ্য নিশ্চিত করেছেন। এটি নিশ্চিতভাবেই ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অংশ হিসেবে অভিবাসীদের আগমন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
এইচ-১বি ভিসা কী ও কাদের ওপর প্রভাব পড়বে?
এইচ-১বি ভিসা হলো একটি বিশেষ কর্মসূচি, যার মাধ্যমে মার্কিন কোম্পানিগুলো অস্থায়ীভাবে বিদেশি দক্ষ কর্মীদের নিয়োগ করে। ২০০৪ সাল থেকে চালু এই কর্মসূচির আওতায় প্রতি বছর প্রায় ৮৫ হাজার বিদেশি কর্মী যুক্তরাষ্ট্রে কাজ করার সুযোগ পান। প্রধানত বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল এবং ব্যবসায় প্রশাসনের ক্ষেত্রে দক্ষ কর্মীরা এই ভিসার সুবিধা পান। যুক্তরাষ্ট্রের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, অ্যামাজন, মাইক্রোসফট, মেটা, অ্যাপল এবং গুগলের মতো বড় প্রযুক্তি কোম্পানিগুলো এই ভিসা কর্মসূচির সবচেয়ে বড় সুবিধাভোগী। এই নতুন সিদ্ধান্তের কারণে এসব কোম্পানি এবং তাদের বিদেশি কর্মীদের ওপর সরাসরি প্রভাব পড়বে।
যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ
রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় এক পরিবারের চারজন সদস্য এয়ার-কন্ডিশনার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন। ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে শুক্রবার গভীর রাতে, প্রায় রাত ১টা ৩০ মিনিটের দিকে। আহতদের মধ্যে রয়েছেন গৃহকর্তা, তার স্ত্রী এবং তাদের দুই শিশু সন্তান।
দগ্ধদের নাম জানা গেছে—মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০) এবং তাদের দুই ছেলে তানভির (৯) ও তাওহিদ (৭)। স্থানীয়রা জানান, বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। পরে তাদের দ্রুত রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, চারজনেরই শরীরে বিভিন্ন মাত্রার দগ্ধের চিহ্ন রয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে। বিস্ফোরণের কারণ প্রাথমিকভাবে শর্ট সার্কিট বা এসির কম্প্রেসর বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ড বা বিস্ফোরণজনিত দুর্ঘটনা বিশেষজ্ঞদের মতে, পুরোনো বা ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম নিয়মিত পরীক্ষা না করলে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তারা বলেন, এসি ব্যবহার করলে সময়মতো সার্ভিসিং করা, বিদ্যুতের তার পরীক্ষা করা এবং অতিরিক্ত লোড এড়ানো জরুরি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধানের কাজ শুরু করেছে।
-হাসানুজ্জামান
“গোয়েন্দা সতর্কবার্তায়ও নিষ্ক্রিয় পুলিশ, তাৎক্ষণিক ব্যবস্থা নিল ডিএমপি”
রাজধানীর মোহাম্মদপুর থানার তিন পুলিশ কর্মকর্তাকে দায়িত্বে গাফিলতির অভিযোগে প্রত্যাহার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনারের হঠাৎ পরিদর্শনে থানা কার্যক্রমে শিথিলতা ও টহল ডিউটিতে অনিয়ম ধরা পড়ে।
ডিএমপির একটি অভ্যন্তরীণ নির্দেশনায় জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের আকস্মিক শোভাযাত্রা ও সমাবেশ হওয়ার আশঙ্কা ছিল। এজন্য সব থানা ও টহল দলকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের কর্মীরা পুলিশের ওপর ককটেল হামলা চালাতে পারে বলেও সতর্কবার্তা দেওয়া হয়েছিল।
এমন পরিস্থিতিতে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং শীর্ষ কর্মকর্তারা নিজে তদারকি করেন। বিকেল ৩টার দিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার এসএন মো. নাজরুল ইসলাম সাধারণ পোশাকে মোহাম্মদপুর থানা পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি দেখেন, টহল দেওয়ার কথা থাকলেও থানার পাঁচটি গাড়ি—এর মধ্যে দুটি পেট্রোল কার—গ্যারেজে পার্ক করা অবস্থায় রয়েছে।
থানার ভেতরে প্রবেশ করে তিনি দেখেন, তদন্ত কর্মকর্তা ইনস্পেক্টর আবদুল আলীম ও সহকারী কমিশনার একেএম মেহেদি হাসান স্বাভাবিকভাবে খাবার খাচ্ছেন এবং ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর মাসুদুর রহমান ছিলেন সম্পূর্ণ নিরুদ্বিগ্ন। তাৎক্ষণিকভাবে তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করার নির্দেশ দেন। পাশাপাশি তাদের রিজার্ভ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, পুলিশের মাঠ পর্যায়ে শৃঙ্খলা ও সতর্কতা নিশ্চিত করতে এ ধরনের পরিদর্শন চলমান থাকবে। নিরাপত্তা ঝুঁকি বা গোয়েন্দা তথ্য পাওয়ার পরেও কোনো কর্মকর্তা গাফিলতি করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
-হাসানুজ্জামান
ওয়েস্ট-২০২৫: রাশিয়ার যৌথ সামরিক মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ
বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট গত ১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ায় আন্তর্জাতিক যৌথ কৌশলগত মহড়া ‘ওয়েস্ট-২০২৫’-এ সফলভাবে অংশগ্রহণ করেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সেনাবাহিনীর ফেসবুক পেজের এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।
মহড়ার বিস্তারিত
পোস্টে বলা হয়েছে, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং কৌশলগত যৌথ অভিযানিক সক্ষমতা বাড়াতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন দেশের সঙ্গে যৌথ ও বহুজাতিক মহড়ায় অংশ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর মোট ৩৭ জন সদস্য রাশিয়ার নিঝনি নভগোরোদ অঞ্চলের মুলিনো মিলিটারি ট্রেইনিং গ্রাউন্ডে এই মহড়ায় যোগ দেন।
মহড়ার প্রতিটি ধাপে সমন্বয়, প্রতিক্রিয়াশীলতা এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর জন্য নানা কৌশলগত কার্যক্রম পরিচালনা করা হয়। এই মহড়ায় বাংলাদেশ ছাড়াও বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা অংশ নিয়েছেন।
পাঠকের মতামত:
- ইতিহাসের নতুন মোড়ে ব্রিটেন: আজ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি
- নীরব ঘাতক: যে ৫টি খাবার কিডনির ক্ষতি করছে
- জানেন কি? আজ স্ত্রী প্রশংসা দিবস, কেন এই দিনটি পালন করা হয়?
- সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ
- মহালয়া: দেবীপক্ষের শুরু, পূজার আনন্দ শুরু হলো আজ থেকে
- এশিয়া কাপ: চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মহারণ আজ
- ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে এরদোগান: টানাপোড়েনপূর্ণ সম্পর্কের পর কেন এই বৈঠক?
- আফগানিস্তান নিয়ে যুক্তরাষ্ট্রের ‘ভয়ঙ্কর পরিকল্পনা’: ট্রাম্পের হুমকিতে নতুন করে উত্তেজনা
- নির্বাচনের আগে জোটের নতুন সমীকরণ: কোন পথে হাঁটছে বিএনপি-জামায়াত?
- জাতিসংঘ সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস, সফরসঙ্গী চার রাজনীতিবিদ
- শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর এখন ফাইনালের স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ
- শানাকার তাণ্ডবে ১৬৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ল শ্রীলঙ্কা
- ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে মাত্র ৫টি সহজ উপায়ে
- হিজাব-নিকাব নিয়ে হেনস্তা বন্ধে পাবিপ্রবি প্রশাসনের কঠোর পদক্ষেপ
- সুপার ফোরে বাংলাদেশের দারুণ শুরু, তাসকিন-মেহেদীর আঘাতে চাপে শ্রীলঙ্কা
- ভারত আক্রমণ করলে সৌদি আরব পাশে থাকবে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
- শেখ হাসিনার দুঃশাসনের ইতিহাস নিয়ে ঢাকায় হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’
- চট্টগ্রাম বন্দরের শুল্ক স্থগিতের ঘোষণা: কী প্রভাব পড়বে রপ্তানিকারকদের ওপর?
- এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির সময়সীমা বেঁধে দিল ইসি
- মণিপুরে জাতিগত সংঘাতের পর কেন্দ্রীয় বাহিনীর ওপর প্রথম হামলা
- ২৪ সিনেমাকে পেছনে ফেলে অস্কারের দৌড়ে ভারতের ‘হোমবাউন্ড’
- ভারতের বিপক্ষে ম্যাচের আগে আবারও সংবাদ সম্মেলন বাতিল করল পাকিস্তান
- যে কারণে পুরুষের টেস্টোস্টেরন কমে: না জানলে বিপদ
- ‘নান্দো’ এবার সুপার টাইফুনে পরিণত হচ্ছে
- এটি দ্বিতীয় বিয়ে, আবদুল হান্নান মাসউদের আংটি বদল নিয়ে বিতর্ক
- কাজের চেয়ে কথায় পটু এই তারকা, পারফরম্যান্সের চেয়ে মন্তব্যে বেশি আলোচিত
- কলকাতায় চড়া দামে বিক্রি হচ্ছে বাংলাদেশের ইলিশ, তবুও ক্রেতাদের ভিড়
- বিএনপির নাম ব্যবহার করে যেন কেউ ব্যক্তিস্বার্থ হাসিল না করে: তারেক রহমান
- স্বামীর প্রতি বিশ্বস্ততার প্রমাণ দিতে গৃহবধূকে গরম তেলে হাত চুবাতে বাধ্য করা হলো
- মানুষের আস্থা জামায়াতের প্রতি, ডাকসু-জাকসু নির্বাচনেই তার প্রমাণ: মুজিবুর রহমান
- ট্টগ্রামের বোয়ালখালীতে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার
- তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষকে উঁচিয়ে ধরতে হবে: এ্যানি
- ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবিতে ইসরায়েলিদের পিটিশন
- বিএনপিকে কেউ ভাঙতে পারেনি, যারা চেয়েছিল তারাই পালিয়ে গেছে: মির্জা ফখরুল
- রেনেসাঁর দর্শন ও দিশা: গ্রিক-রোমান জ্ঞান, মুসলিম দার্শনিকদের ভূমিকা ও আধুনিকতার উন্মেষ
- আর্থিক স্বচ্ছতা বাড়াতে বাংলাদেশকে ৮ পরামর্শ মার্কিন পররাষ্ট্র দপ্তরের
- মোবাইলে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দেখবেন যেভাবে, জানুন সহজ উপায়
- সরকারে ছাত্র প্রতিনিধিদের থাকা ভুল সিদ্ধান্ত: সালাহউদ্দিন আহমদ
- প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ, আরব আমিরাত থেকে এলো অপ্রত্যাশিত খবর
- অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় দায়ী করা হচ্ছে এনসিপিকে: হাসনাত
- গাজা যুদ্ধের মাঝেই ইসরায়েলের জন্য নতুন সামরিক সহায়তা ঘোষণা করল যুক্তরাষ্ট্র
- বাড়ছে বাণিজ্য, বাংলাদেশি টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার আজকের হার
- আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসতে কোনো আপত্তি নেই: হুম্মাম কাদের
- সাইলেন্ট হার্ট অ্যাটাক: বুকে ব্যথা না থাকলেও যে লক্ষণগুলো জানা জরুরি
- নেহা ভাসিন বনাম এলনাজ নরৌজি: জিম লুকে কার স্টাইল বেশি পছন্দ?
- ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টি বাড়ার পূর্বাভাস
- নতুন লুকে পূর্ণিমা, ছবি দেখে মুগ্ধ ভক্তরা
- গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, দুর্ভিক্ষে মৃতের সংখ্যা বাড়ছে
- ‘বাঘ-সিংহের’ লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা, পরিসংখ্যান কাদের পক্ষে?
- কাল্কি বিতর্কের পর দীপিকার নতুন শুরু: শাহরুখ খানের সঙ্গে ‘কিং’
- রেনেসাঁর দর্শন ও দিশা: গ্রিক-রোমান জ্ঞান, মুসলিম দার্শনিকদের ভূমিকা ও আধুনিকতার উন্মেষ
- অটোমান সাম্রাজ্যের ইতিহাস: উত্থান, পতন ও সভ্যতা–বিজ্ঞানে অবদান
- গ্রেফতার বিএনপি নেতা হাজতে সিগারেট–ফোনে ব্যস্ত, ফাঁস হলো ছবি
- আফগানিস্তানে নারী লেখকদের বই নিষিদ্ধ করল তালেবান
- বরিশালে ১৭ বিয়ে কাণ্ড: বন কর্মকর্তা কবির হোসেন বরখাস্ত
- আদালত চত্বরে ব্যারিস্টার সুমনের বারবার উচ্চারণ: ‘ভালো থাকুক বাংলাদেশ’
- ১৩তম জাতীয় নির্বাচনের আগে ইসি’র নতুন সীমানা, ভোটারদের উদ্বেগ বহাল
- নেপালের গণঅভ্যুত্থান থেকে বাংলাদেশের শিক্ষা: বৈধতার সংকট, রাজনৈতিক অস্থিরতা ও আগামীর চ্যালেঞ্জ
- তারেক জিয়ার কেন দেশে ফেরা কেন জরুরি?
- ভদ্রতার নিয়ম ভাঙল ভারত, ক্ষুব্ধ পাকিস্তান
- ডিএসই ব্লক মার্কেট বিশ্লেষণ
- বলিউডের গ্ল্যামার থেকে ব্যক্তিগত সংগ্রামের গল্প: জিনাত আমানের জীবন ও ভালোবাসা
- যুক্তরাষ্ট্রের ডালাসে ভারতীয় প্রৌঢ় খুন: অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়া বার্তা ট্রাম্পের
- “অপরাধী যে বাহিনীরই হোক, বিচারের আওতায় আনতে হবে”
- ১৭ সেপ্টেম্বর লেনদেনে উত্থান যে ১০ টি শেয়ারে