৪৭২ কোটি আয়ের  ‘সাইয়ারা’ সিনেমার নায়ক-নায়িকার পারিশ্রমিক যত

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৬ ১১:০২:৫৭
৪৭২ কোটি আয়ের  ‘সাইয়ারা’ সিনেমার নায়ক-নায়িকার পারিশ্রমিক যত
আহান পান্ডে ও অনীত পড্ডা

বলিউডে নবাগত দুই তরুণ অভিনেতা আহান পান্ডে ও অনীত পড্ডা ‘সাইয়ারা’ ছবির মাধ্যমে হাতেখড়ি করেছে, যা মুক্তির পর থেকেই দর্শকদের ভালোবাসা পেয়ে ব্যাপক সাফল্য অর্জন করেছে। মোহিত সুরি পরিচালিত এই রোমান্টিক ড্রামা ছবিটি যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত এবং মাত্র ৪৫ কোটি রুপির বাজেটে নির্মিত হলেও বিশ্বব্যাপী ১৮ দিনের মধ্যে ৪৭২ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৫৫ কোটি টাকার সমান। এই দুর্দান্ত ব্যবসায়িক সাফল্য দুই নবাগত তারকার পারিশ্রমিক নিয়েও নতুন আলোচনার জন্ম দিয়েছে।

‘ইন্ডিয়া টুডি’র সূত্র অনুযায়ী, ‘সাইয়ারা’ ছবির জন্য আহান ও অনীত দুজনেই আনুমানিক ১৫ থেকে ২০ লাখ রুপি পারিশ্রমিক পেয়েছিলেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ থেকে ২৭ লাখ টাকার মধ্যে পড়বে। যদিও এই প্রারম্ভিক পারিশ্রমিক নতুন অভিনেতাদের জন্য বেশ স্বাভাবিক, তবে ছবির অভাবনীয় সাফল্যের কারণে আগামীতে তাদের পারিশ্রমিক বহুগুণ বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট প্রোডাকশন বিশেষজ্ঞরা।

একজন অভিজ্ঞ বলিউড প্রোডাকশন এক্সিকিউটিভ বলেন, “বড় প্রযোজনা সংস্থার ছবি হলে নবাগতদের জন্য এই রকম পারিশ্রমিক স্বাভাবিক। তবে ব্লকবাস্টার হিটের পর তারা অবশ্যই পরবর্তী কাজের জন্য অনেক বেশি পারিশ্রমিক দাবি করতে পারবেন।” বর্তমানে এই দুই অভিনেতার জন্য নতুন প্রজেক্ট নিয়ে কথাবার্তা শুরু হয়েছে, যেখানে তাদের পারিশ্রমিক ৩৫ থেকে ৫০ লাখ রুপিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

-অনন্যা

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ