বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে অর্থনীতির পুনর্জাগরণের নতুন সূচনা

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৬ ০৮:৪৭:৫৯
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে অর্থনীতির পুনর্জাগরণের নতুন সূচনা
ছবিঃ সংগৃহীত

বহুদিন পর বাংলাদেশের বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে আশাব্যঞ্জক একটি বার্তা পাওয়া গেছে। দীর্ঘ চার বছরের অপেক্ষার পর ২০২৪-২৫ অর্থবছরের শেষে বৈদেশিক লেনদেনে ৩২৯ কোটি ডলার উদ্বৃত্ত হয়েছে, যা বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত প্রতিবেদনে স্পষ্ট হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি কেবলমাত্র পরিসংখ্যানের বিষয় নয়, বরং কঠোর অর্থনৈতিক নীতি, প্রবাসী আয় উৎসাহিতকরণ এবং বৈধ চ্যানেলের মাধ্যমে ডলার সংগ্রহের এক যৌথ সফলতা। যদিও শিল্প খাতে কাঁচামালের সংকট এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে বিদ্যমান।

প্রতিবেদনে দেখা গেছে, গত বছর যেখানে বৈদেশিক লেনদেনে ৪৩০ কোটি ডলারের ঘাটতি ছিল, সেখানে এবার তা বদলে ৩২৯ কোটি ডলারের উদ্বৃত্ত হয়েছে। এর আগের অর্থবছরে এই ঘাটতি ছিল ৮২২ কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২০-২১ সালের পর প্রথমবারের মতো এমন ইতিবাচক ভারসাম্য তৈরি হলো। বাণিজ্য ঘাটতি কমে এসেছে ২২৪৩ কোটি ডলার থেকে ২০৪৫ কোটি ডলারে, যা রপ্তানি বৃদ্ধির পাশাপাশি আমদানি নিয়ন্ত্রণের ফলে সম্ভব হয়েছে। অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা পাঠানো রেমিট্যান্স বেড়ে দাঁড়িয়েছে ৩০৩৩ কোটি ডলারে, যা আগের বছরের তুলনায় প্রায় ২৬.৮২ শতাংশ বেশি। সরকারের হুন্ডি প্রতিরোধের পদক্ষেপ এবং বৈধ অর্থপ্রবাহ নিশ্চিত করার উদ্যোগের প্রভাব এখানে স্পষ্ট।

গত সরকারের সময় এলসি জালিয়াতি, পাচার ও দুর্নীতির ঘটনার তদন্ত চলছে, এবং সরকারের কঠোর পদক্ষেপে এখন এক পণ্যের নামে এলসি খুলে অন্য পণ্য আনার সুযোগ সীমিত করা হয়েছে। ব্যাংক ঋণের মাধ্যমে বিদেশে অর্থ প্রেরণাতেও কঠোর নিয়ন্ত্রণ আরোপিত হয়েছে, যার ফলে বৈদেশিক লেনদেন ব্যবস্থায় স্বচ্ছতা ও আস্থা ফিরে এসেছে। এছাড়া, জুন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩১.৭৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত ২৮ মাসে সর্বোচ্চ। বাজারভিত্তিক বিনিময় হার চালু রাখায় ডলারের দর নিয়ন্ত্রণে এসেছে এবং আমদানিকারকদের জন্য ডলারের দাম কমার সুযোগ সৃষ্টি হয়েছে।

-রফিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ