ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির সরকারি জমি দখলের চেষ্টায় উত্তেজনা, এসিল্যান্ডকে হুমকি

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৬ ১১:১০:২৬
ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির সরকারি জমি দখলের চেষ্টায় উত্তেজনা, এসিল্যান্ডকে হুমকি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি ভূমি অফিসের সীমানা ভেঙে অবৈধভাবে জায়গা দখলের চেষ্টা এবং সহকারী কমিশনার (ভূমি)কে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে এসিল্যান্ড কাজী তাহমিনা সারমিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সূত্র থেকে জানা গেছে, আশুগঞ্জ উপজেলা ভূমি অফিসের পেছনে থাকা টিনের ঘেরা সীমানা ভেঙে প্রবেশ করে এনসিপির নেতাকর্মীরা। তারা ‘জুলাই মঞ্চ’ নামক একটি প্ল্যাটফর্ম স্থাপনের জন্য মিলাদ মাহফিল ও রাজনৈতিক কর্মসূচির আড়ালে জায়গাটি দখল করার চেষ্টা করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে এসিল্যান্ড কাজী তাহমিনা সারমিন বাধা দিলে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ওঠে এবং তাকে বদলি করে দেওয়ার হুমকি দেয়। জিডিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আকিব জাবেদ, আশুগঞ্জ উপজেলা সমন্বয়কারী আমিনুল ইসলাম ডালিম, যুগ্ম সমন্বয়কারী আমিনুল ইসলাম দিপু, সুমন মৃধাসহ অজ্ঞাত ২০ থেকে ৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

এসিল্যান্ড কাজী তাহমিনা সারমিন বলেন, সরকারি অফিসের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার জন্য এমন কোনো কর্মসূচি অনুমোদনযোগ্য নয়। তবু অনুমতি ছাড়াই তারা জোরপূর্বক সরকারি জায়গায় প্রবেশের চেষ্টা করে এবং ‘পারলে ঠেকাও’ এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে। তিনি আরও জানান, গতকাল ঘটনার পর আজ সকালেই তারা ভাঙা বেষ্টনী পুনঃস্থাপন করেছে, তবে নেতাকর্মীরা তাদের অসদাচরণের জন্য কোনো অনুশোচনা প্রকাশ করেনি। বরং তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তিনি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন এবং আইন অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে, এনসিপির আশুগঞ্জ শাখার প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম ডালিম দাবি করেন, তারা শান্তিপূর্ণভাবে মিলাদ মাহফিল করার জন্য ওই এলাকায় গিয়েছিল এবং পূর্বে মৌখিকভাবে প্রশাসনকে অবহিত করেছিল। তিনি এসিল্যান্ডের অভিযোগগুলোকে ভিত্তিহীন ও বানোয়াট বলে খণ্ডন করেছেন।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া বরেন বলেন, সরকারি অফিসের নিরাপত্তা বিঘ্নিত করার কোনও ধরনের কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। অফিস প্রাঙ্গণে কোনো রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। এনসিপি নেতারা সরকারি জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা করেছে এবং সহকারী কমিশনারকে হুমকি দিয়েছে, তাই প্রশাসন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

-রাফসান

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ