শেখরের দাবি: অমিতাভ-শাহরুখকে ছাড়াই চলবে ভবিষ্যতের সিনেমা

সত্য নিউজ:চলচ্চিত্রের ভবিষ্যৎ নিয়ে এক যুগান্তকারী মন্তব্য করে চমকে দিয়েছেন কিংবদন্তি নির্মাতা শেখর কাপুর। মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিট (ওয়েভস) ২০২৫’-এ তিনি জানান, এখন আর শাহরুখ খান বাঅমিতাভ বচ্চনেরমতো বড় তারকাদের প্রয়োজন নেই—কারণ, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় নিজেই তৈরি করবেন নতুন ‘তারকা’, যাদের ওপর থাকবে তাঁর একচ্ছত্র স্বত্বাধিকার।
‘মিস্টার ইন্ডিয়া’, ‘ব্যান্ডিট কুইন’, ‘এলিজাবেথ’-এর মতো প্রশংসিত চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুর বলেন, "পরিচালক হিসেবে আমি এমন একটি সময়ে দাঁড়িয়ে আছি, যেখানে আমার পছন্দমতো নারী বা পুরুষ চরিত্র তৈরি করতে পারি এআই-এর সাহায্যে। এই তারকারা হবেন ভার্চুয়াল, কিন্তু বাস্তবের মতোই মানুষের হৃদয় ছুঁয়ে যাবেন।"
তারকা নয়, প্রযুক্তিই হবে ভবিষ্যতের চালক
ওয়েভস সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শেখর কাপুর স্পষ্ট জানান, এখন সময় এসেছে চলচ্চিত্র নির্মাণে নতুন প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার। তাঁর মতে, অভিনয়শিল্পীর ভূমিকা এখন কেবলমাত্র একটি যান্ত্রিক দক্ষতায় পরিণত হচ্ছে, যেখানে বাস্তবতার ছায়া তৈরি করতে সক্ষম এআই-এর ক্ষমতা দিন দিন বেড়েই চলেছে।
তিনি বলেন, “সিনেমা হলো রহস্যময় এক শিল্প। যেমন জীবন, তেমনই সিনেমা। সেই রহস্য আজ আরও বেশি গভীর হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার কল্যাণে। এআই দিয়ে তৈরি চরিত্র দর্শকের সঙ্গে যেমন সংযোগ তৈরি করতে পারবে, তেমনই পরিচালকের হাতে থাকবে তাদের সৃজন ও ব্যবহার–এর পূর্ণ নিয়ন্ত্রণ।”
চিত্রনাট্য রচনায়ও এআই: ‘মিস্টার ইন্ডিয়া ২’-এর গল্প লেখায় সাহায্য করেছে চ্যাটজিপিটি
শুধু চরিত্র নয়, চিত্রনাট্য লেখাতেও এআই-এর ভূমিকা নিয়ে কথা বলেন শেখর। মজা করে জানান, তাঁর বাসার রাঁধুনিও ‘মিস্টার ইন্ডিয়া ২’-এর গল্প লেখায় সাহায্য করেছেন চ্যাটজিপিটি ব্যবহার করে। “আমি বুঝলাম, শুধু দক্ষতা নয়, আগ্রহ আর চিন্তাশক্তিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এআই সেই চিন্তাকে রূপ দিতে সহায়তা করে মাত্র,”—বলেছেন তিনি।
তবে তিনি একে পুরোপুরি বিকল্প মনে করেন না। “চ্যাটজিপিটি বা যেকোনো এআই টুল যা প্রস্তাব দেয়, তা অন্ধভাবে অনুসরণ করা নয়; সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখতে হবে আমাদের নিজের হাতেই,” মন্তব্য করেন এই অভিজ্ঞ নির্মাতা।
তরুণ প্রজন্মের জন্য বার্তা: রচনায়, পরিচালনায় প্রস্তুত থাকুন প্রযুক্তির জন্য
শেখর কাপুর তাঁর বক্তব্যে তরুণ চলচ্চিত্র নির্মাতা ও লেখকদের প্রযুক্তি গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, ‘ইউটিউব ইনফ্লুয়েন্সারদের অনেকেই আজ এআই দিয়ে তৈরি, যাদের কেউ কেউ মানুষই নন, অথচ তারা জনপ্রিয়তা পাচ্ছে। এবার তারা সিনেমার পর্দাতেও জায়গা করে নেবে।’
তারকা ব্যবস্থার সমাপ্তি?
বলিউডে তারকাদের অধিক পারিশ্রমিক ও ব্যর্থ ছবির দায় নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। অনেকেই মনে করছেন, শেখর কাপুরের মন্তব্য সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল। বাস্তবতা হলো, একটি সিনেমা ফ্লপ হলে ক্ষতি পুষিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে নির্মাতা ও প্রযোজকদের জন্য। সে জায়গায় কৃত্রিম তারকারা হতে পারেন একটি লাভজনক বিকল্প।
এই বক্তব্য নিঃসন্দেহে ভারতীয় চলচ্চিত্রে ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর এক বিপ্লবের ইঙ্গিত। এআই কেবল একটি প্রযুক্তি নয়, এটি হয়ে উঠছে সৃজনশীলতার সঙ্গী। শেখর কাপুরের মতো বিশ্বব্যাপী সমাদৃত নির্মাতার মুখে এমন ঘোষণা চলচ্চিত্র জগতকে ভাবিয়ে তুলেছে—মানবতার প্রতিচ্ছবি কি সত্যিই ধরে রাখতে পারবে প্রযুক্তির তৈরি তারা?
গ্ল্যামারাস রূপে হানিয়া আমির, নতুন লুকে মুগ্ধ ভক্তরা
গ্ল্যামার ও প্রতিভার মিশেলে প্রতিনিয়ত নতুন সাফল্য পাচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি প্রকাশিত আইএমডিবি (IMDb)-র ২০২৫ সালের বিশ্বের সেরা সুন্দরীদের তালিকায় তৃতীয় স্থান অর্জন করে তিনি পাকিস্তানের জন্য এক গৌরবের মুহূর্ত বয়ে এনেছেন। আর এই সাফল্যের আলোয় ঘেরা আবহেই হানিয়ার সাম্প্রতিক কিছু লুক ভক্তদের মুগ্ধ করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে প্রশংসার ঝড়।
গ্ল্যামারাস লুকে হানিয়া
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনটি ছবিতে নিজেকে এক গ্ল্যামারাস ও ভিন্ন লুকে তুলে ধরেছেন হানিয়া আমির। প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, তিনি একটি ঝলমলে গাঢ় মেরুন রঙের লং গাউন পরেছেন। কাঁধে প্যাড-স্টাইল ডিজাইন এবং শরীরের সঙ্গে মানানসই ফিট কাটের কারণে তার সাজে এসেছে বাড়তি আভিজাত্য।
এদিন তার চুলের সাজেও দেখা গেছে ভিন্নতা। হালকা কার্ল করা খোলা চুল, উজ্জ্বল মেকআপ এবং স্টাইলিশ পোজে এই তারকা সহজেই ভক্তদের মন জয় করে নিয়েছেন। তার এই নতুন লুক মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং প্রশংসায় ভরে ওঠে কমেন্ট বক্স।
/আশিক
প্রতারণার অভিযোগে শাহরুখ ও দীপিকার বিরুদ্ধে মামলা দায়ের
বলিউড সুপারস্টার শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন প্রতারণার অভিযোগে আইনি জটিলতায় পড়েছেন। রাজস্থানের ভরতপুরে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে, যেখানে আরও ছয়জনকে আসামি করা হয়েছে।
যে কারণে মামলাএনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কীর্তি সিং নামের এক আইনজীবী ২০২২ সালে একটি গাড়ি কিনেছিলেন। তিনি গাড়ি কেনার সময় প্রতিষ্ঠানটিকে ৫১ হাজার রুপি অগ্রিম দেন এবং বাকি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেন। কিন্তু গাড়িটি হাতে পাওয়ার পরপরই তিনি যান্ত্রিক সমস্যার মুখোমুখি হন। বিশেষ করে, গাড়ির অ্যাকসেলেটরে বড় ধরনের ত্রুটি দেখা দেয়, যা যেকোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারত। অভিযোগ করেও কোনো সমাধান না পেয়ে শেষ পর্যন্ত ওই আইনজীবী আদালতের শরণাপন্ন হন।
মামলায় কেন শাহরুখ-দীপিকা?আইনজীবী কীর্তি সিং তার অভিযোগে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকেও আসামি করেছেন। কারণ এই দুই তারকা ওই গাড়ি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন এবং বিজ্ঞাপনের মাধ্যমে গাড়িটির প্রচার করেছিলেন। এই কারণেই FIR (প্রথম তথ্য বিবরণী)-এ তাদের নামও যুক্ত করা হয়েছে।
এই ঘটনার পর ভরতপুরের মথুরাগেট থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত শাহরুখ বা দীপিকার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঐতিহাসিক সিরিজ ‘সুলতান আবদুল হামিদ’ এবার বাংলায়
বিশ্বব্যাপী তুর্কি ড্রামা সিরিয়ালগুলোর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। হলিউডের পর তারাই বিশ্বজুড়ে ড্রামা সিরিয়াল নির্মাণে নিজেদের দাপট দেখাচ্ছে। শুধু ঐতিহাসিক নয়, সামাজিক, কমেডি ও রোমান্টিক গল্প নিয়ে তৈরি তুর্কি ধারাবাহিকগুলো দর্শকের মন জয় করে নিচ্ছে। বাংলাদেশেও এই সিরিজগুলো দারুণ জনপ্রিয়। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় প্রথমবারের মতো বাংলাদেশের কোনো টেলিভিশনে আসছে ঐতিহাসিক তুর্কি সিরিজ ‘সুলতান আবদুল হামিদ’। আগামী সেপ্টেম্বর থেকে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনে প্রতি শনিবার থেকে মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে সিরিজটির নতুন পর্ব প্রচারিত হবে।
অটোমান সাম্রাজ্যের শেষ সময়ের শাসক সুলতান আবদুল হামিদ দ্বিতীয়ের জীবন ও শাসনকালকে কেন্দ্র করে এই সিরিজটি নির্মিত হয়েছে। সিরিজটিতে তার সময়ের রাজনৈতিক ষড়যন্ত্র, বিদেশি চক্রান্ত এবং অভ্যন্তরীণ বিদ্রোহের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনের নানা নাটকীয় ঘটনা তুলে ধরা হয়েছে। ধারাবাহিকটির কাহিনিতে বিশেষভাবে হিজাজ রেল প্রকল্পের স্বপ্ন, গ্রিক-তুর্কি যুদ্ধ, তেলের কূটনীতি এবং তরুণ তুর্কিদের বিদ্রোহের মতো ঐতিহাসিক ঘটনাগুলো ফুটিয়ে তোলা হয়েছে। কীভাবে কূটনৈতিক প্রজ্ঞা, দূরদর্শী নেতৃত্ব ও দৃঢ় সিদ্ধান্তের মাধ্যমে সুলতান হামিদ ভাঙনের মুখে থাকা সাম্রাজ্যকে রক্ষা করেছিলেন, সেটিই এই সিরিজে চিত্রায়িত হয়েছে।
সিরিজটির নাম ভূমিকায় অভিনয় করেছেন তুরস্কের জনপ্রিয় অভিনেতা বুলেন্ত ইনাল। এছাড়াও অভিনয় করেছেন হাকান বয়েভ, ক্যান সিপাহি, ডুয়েগু বুরকান, আলি নূরি তুর্কোগলু, তানের এরতুর্কলার, ইউসুফ আয়তেকিন এবং জয়নাব ওযানসহ আরও অনেকে।
সিরিজটি বাংলাদেশের দর্শকদের জন্য বাংলায় প্রচার করা প্রসঙ্গে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, বাংলাভিশন সবসময় দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং শিল্পকে প্রাধান্য দেয়। তিনি বলেন, এই সিরিজটি কোনোভাবেই দেশীয় কনটেন্টের বিকল্প নয়; বরং এটি দর্শকদের বিনোদনে একটি ভিন্ন মাত্রা যোগ করবে। তিনি আরও বলেন, দর্শক যেমন সংবাদ, দেশীয় ধারাবাহিক ও একক নাটক উপভোগ করেন, তেমনি এবার একটি বিশ্বমানের তুর্কি সিরিজ বাংলায় উপভোগ করবেন। এতে বিনোদনের পাশাপাশি অটোমান সাম্রাজ্যের প্রেক্ষাপট, যুদ্ধ, প্রেম, বিদ্রোহ ও বিরহের সমন্বয়ের মাধ্যমে ইতিহাসের শিক্ষাও থাকবে।
/আশিক
৩৫ বছর পর নতুন দাবিদার: শ্রীদেবীর বাংলো বেদখলের ঝুঁকিতে
বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী তামিলনাড়ুতে জন্ম নিলেও সিনেমার কাজের জন্য চেন্নাইয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন। জীবদ্দশায় তিনি নিজের আয়ের অর্থে চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডে একটি বাংলো বাড়ি কিনেছিলেন। সেই বাড়িতেই তাঁর দুই কন্যা জাহ্নবী ও খুশি বড় হয়েছেন। তবে সম্প্রতি বাড়িটি মালিকানা বিরোধে জড়িয়ে বেদখলের ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগ উঠেছে।
এ প্রসঙ্গে অভিনেত্রীর স্বামী ও চলচ্চিত্র প্রযোজক বনি কাপুর মাদ্রাজ উচ্চ আদালতে মামলা করেছেন। তিনি দাবি করেছেন, শ্রীদেবী ১৯৮৮ সালে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে বাংলোটি কিনেছিলেন। বিক্রেতার তিন ছেলে ও দুই মেয়ে ছিলেন এবং তাঁদের সম্মিলিত আইনি সম্মতি নিয়েই শ্রীদেবী ক্রয় সম্পন্ন করেন। কিন্তু দীর্ঘ সাড়ে তিন দশক পর এ বাড়ির ওপর নতুন করে দাবি তুলেছেন তিনজন। তাঁদের মধ্যে একজন নারী নিজেকে বাড়ির মালিকের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছেন, অন্য দুজন তাঁর ছেলে বলে দাবি করছে।
বনি কাপুর এ বিষয়ে বলেন, শ্রীদেবী যখন বাড়িটি কিনেছিলেন তখন ওই কথিত দ্বিতীয় স্ত্রী জীবিত ছিলেন এবং ১৯৯৯ সালে তিনি মারা যান। তবে তাঁদের বিবাহ আইনগত স্বীকৃত ছিল না। তাই তাঁর বা তাঁর সন্তানদের এই সম্পত্তির ওপর কোনও আইনি অধিকার নেই।
বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলো বাড়িটির মালিকানা অনিশ্চিত রয়ে গেছে। তবে বনি কাপুর আশাবাদী যে, যথাযথ আইনি প্রমাণ অনুযায়ী বাংলোটি তাঁদের পরিবারের মালিকানাতেই থাকবে। শ্রীদেবীর মৃত্যুর কয়েক বছর পর এই বিরোধ প্রকাশ্যে আসায় ভক্তমহলেও বিস্ময় তৈরি হয়েছে।
-রফিক
শারীরিক গঠন নিয়ে এমন নোংরামি বন্ধ হোক’: কাজলের পাশে দাঁড়ালেন মিনি মাথুর
বলিউড তারকাদের ব্যক্তিগত জীবনে পাপারাজ্জিদের অনধিকারচর্চা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিলেন অভিনেত্রী মিনি মাথুর। সম্প্রতি ‘ট্রায়াল’ ওয়েব সিরিজের প্রচারে অভিনেত্রী কাজল একটি কালো বডিকন পোশাকে হাজির হয়েছিলেন। সেই সময় পাপারাজ্জিদের ক্যামেরায় তোলা একটি ভিডিও ভাইরাল হলে ব্যাপক ট্রলের শিকার হন তিনি।
মূল ভিডিওটিতে দেখা যায়, অতিরিক্ত জুম করে কাজলের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলা হয়েছে, যাতে তার শরীরের ভাঁজগুলো স্পষ্ট হয়ে ওঠে। এই ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনা। কেউ মন্তব্য করেছেন, ‘মোটা হয়ে গেছেন’, আবার কেউ প্রশ্ন তুলেছেন, ‘তিনি কি অন্তঃসত্ত্বা?’
এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী মিনি মাথুর। তিনি বলেন, ‘খুব কাছ থেকে ইচ্ছাকৃতভাবে ছবি তোলা হয়েছে। কাজলের শরীরকে এভাবে জুম করে ক্যামেরাবন্দি করা মোটেও ঠিক হয়নি। এর ফলেই তাকে ট্রোল হতে হচ্ছে।’
তবে এসব সমালোচনায় কান না দিয়ে নিজের কাজে মনোযোগ দিয়েছেন কাজল। বর্তমানে তিনি ‘ট্রায়াল’-এ তার চরিত্র নয়নিকা সেনগুপ্তের প্রচার নিয়েই ব্যস্ত সময় পার করছেন। নিন্দুকদের মন্তব্যকে উপেক্ষা করে তিনি এগিয়ে যাচ্ছেন নিজস্ব গতিতে।
/আশিক
১৮ বছর পর বড়পর্দায় ফিরছে ব্লকবাস্টার জুটি
বলিউডের জনপ্রিয় দুই তারকা অক্ষয় কুমার ও সাইফ আলি খান দীর্ঘ বিরতির পর আবারও বড়পর্দায় একসঙ্গে আসছেন। নব্বইয়ের দশকের সফল জুটি হিসেবে তারা পরিচিত ছিলেন ‘খিলাড়ি–আনাড়ি’ নামে। প্রায় ১৭ বছর পর ফের তাদের একসঙ্গে দেখা যাবে নির্মাতা প্রিয়দর্শনের নতুন সিনেমায়, যেখানে থাকবে তার স্বভাবসুলভ হাস্যরস ও বিনোদনের ছোঁয়া। ফলে দর্শকমহলে উচ্ছ্বাস ইতিমধ্যেই তুঙ্গে।
সম্প্রতি অক্ষয় কুমার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, সাইফ আলি খান ও পরিচালক প্রিয়দর্শন আড্ডায় ব্যস্ত, আর অক্ষয়ের হাতে রয়েছে নতুন সিনেমার ক্ল্যাপবোর্ড। ভিডিওতে মজার এক কাকতালীয় দৃশ্যও ধরা পড়ে—অক্ষয়ের গায়ে থাকা “Saint” লেখা টি-শার্টের রং ঠিক মিলেছে ক্ল্যাপবোর্ডের রঙের সঙ্গে।
আড্ডায় হাস্যরসের এক পর্যায়ে প্রিয়দর্শন মজা করে বলেন, “সাইফের টি-শার্ট পরা উচিত আর অক্ষয়ের হাতে থাকা উচিত ক্ল্যাপবোর্ড।” উত্তরে অক্ষয় ঠাট্টা করে বলেন, “তুমি জানো না, ও কিন্তু শয়তান।” সাইফও সঙ্গে সঙ্গে জবাব দেন, “ভেতরে।” এই খুনসুটি দেখে প্রিয়দর্শন হেসে ফেলেন এবং শেষে বলেন, “আমি আসলে দু’জন শয়তানের সঙ্গে কাজ করছি।”
অক্ষয় তার পোস্টের ক্যাপশনে লেখেন, “১৮ বছর পর সাইফের সঙ্গে কাজ করতে পেরে দারুণ লাগছে। আসুন, এবার একসঙ্গে শয়তানি শুরু করি!” এ ঘোষণার পর ভক্তদের প্রত্যাশা আরও বেড়ে যায়।
২০০৮ সালের পর এই প্রথম অক্ষয়–সাইফ জুটি একসঙ্গে ফিরছেন বড়পর্দায়। তাদের সঙ্গে প্রিয়দর্শনের পরিচালনা নিঃসন্দেহে দর্শকের কাছে একটি বড় চমক হিসেবে ধরা দেবে।
শিল্প সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ছবিটি হবে ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত মোহনলাল অভিনীত মালয়ালাম হিট সিনেমা ‘ওপ্পাম’-এর হিন্দি রিমেক। গত জুলাই মাসে লন্ডনের লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে ভারত–ইংল্যান্ড টেস্ট ম্যাচ চলাকালে এই ছবির ঘোষণা দেন প্রিয়দর্শন। তখন তিনি সাইফ ও অক্ষয়ের সঙ্গে একটি ছবিও শেয়ার করেছিলেন। যদিও এখনো সিনেমার নাম বা গল্পের বিস্তারিত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
-রাফসান
এমন কেউ ক্ষমতায় আসুক যে রয়ে সয়ে চুরি করবে: শবনম ফারিয়া
জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া মন্তব্য করেছেন, বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে। তিনি চান, এমন কেউ ক্ষমতায় আসুক যারা ‘রয়ে সয়ে চুরি করবে’। সম্প্রতি শীর্ষস্থানীয় এক গণমাধ্যমের শোতে অংশ নিয়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন।
শবনম ফারিয়া বলেন, “আমাদের দেশে যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে। আমি চাই, কেউ ক্ষমতায় এসে একটু রয়ে সয়ে চুরি করুক। চুরি করবে না- এটা আমাদের দেশে সম্ভব নয়।”
এ সময় মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও কথা বলেন তিনি। তার ভাষ্য, “আগের চেয়ে এখন মতপ্রকাশের স্বাধীনতা অনেক বেশি। তবে সবাই সেই স্বাধীনতা পাচ্ছে না। যদি মতপ্রকাশের স্বাধীনতা থাকে, তাহলে যারা ক্ষমতায় নেই, তাদেরও কথা বলার সুযোগ দিতে হবে। সবাই কথা বলবে, কিন্তু তারা পারবে না- এটা তো ন্যায়সংগত নয়।”
এ ছাড়া তিনি দেশে মব কালচার বেড়ে যাওয়ার প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, “সরকারের অনেক কাজ আমি অ্যাপ্রিশিয়েট করি, আবার অনেক বিষয় করি না। তবে এই যে মব কালচার তৈরি হয়েছে, সরকার সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না। সরকারের ক্ষমতা নেই বলেই মনে হয়। যেমন- ৩২ নম্বর বাড়ি ভাঙার সময় সরকার কোনো বাধাই দেয়নি। হয়তো দিয়েছে, তবে সেটা আমাদের চোখে আসেনি।”
/আশিক
নায়িকাদের জন্য সালমান খানের কড়া নিয়ম
বলিউডে সাড়ে তিন দশকেরও বেশি সময় ধরে শীর্ষস্থানীয় নায়কদের একজন হিসেবে আছেন সালমান খান। ১৯৮৮ সালে তার চলচ্চিত্র অভিষেকের পর থেকে অগণিত জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে সালমান কাজ করেছেন অসংখ্য অভিনেত্রীর সঙ্গে—যাদের মধ্যে অনেকের বয়স তার চেয়ে অর্ধেকেরও কম। আশির দশকের শেষ দিকে যারা শিশু ছিলেন কিংবা জন্মই হয়নি, আজ তাদের সঙ্গেই সমানতালে অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় এই অভিনেতা। শুধু অভিনয় নয়, অনেক নায়িকার ক্যারিয়ার গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সালমান খান।
তবে তার সিনেমার সেটে নায়িকাদের জন্য কিছু কঠোর নিয়ম-কানুন আছে বলেই জানা গেছে। এসব নিয়মের অন্যতম শর্ত হলো—নায়িকারা শরীর প্রদর্শনমূলক পোশাক পরতে পারবেন না। বিশেষ করে নিচু গলার জামা বা বক্ষবিভাজিকা স্পষ্ট হয় এমন পোশাক সেটে অনুমোদিত নয়। এর পেছনে সালমান খানের নিজস্ব কিছু কারণ রয়েছে বলে জানা যায়।
এই প্রসঙ্গে সালমান খানের সহ-অভিনেত্রী ও ঘনিষ্ঠ সহযোগী ডেইজি শাহ গণমাধ্যমে তথ্য প্রকাশ করেন। ডেইজি সালমানের বিপরীতে ‘জয় হো’ ছবিতে অভিনয় করেছিলেন। এছাড়া প্রায় সব সিনেমায়ই তাকে সালমানের টিমে দেখা যায়। এমনকি সালমান অভিনীত ‘অন্তিম’ সিনেমায় তিনি সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন।
ডেইজি জানান, ‘অন্তিম’ সিনেমার শুটিং চলাকালীন সময়ে সালমান সেটে একটি নতুন নিয়ম চালু করেন। নিয়ম অনুযায়ী, কোনো নারী শিল্পী এমন পোশাক পরতে পারবেন না যাতে তাদের বক্ষবিভাজিকা দৃশ্যমান হয়। এভাবে সালমান চেষ্টা করেন যেন শুটিং সেটে সৌজন্য ও শালীনতা বজায় থাকে।
-শরিফুল
মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’: মেহের আফরোজ শাওন
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন সাম্প্রতিক সময়ে নাটক বা চলচ্চিত্রে খুব বেশি দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময় সরব থাকেন। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে তার মন্তব্য আলোচনার জন্ম দেয়। এবার তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দের বৈঠক নিয়ে।
এনসিপি নেতাদের বক্তব্যের একটি ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে শাওন লেখেন, “মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’ হয়ে গেল!” তিনি আরও প্রশ্ন তোলেন, “এই ‘ঘিলু’ মহোদয় কবে থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন? পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে ফরেন পলিসি নিয়ে আলোচনা করছেন! তার ভাষ্যমতে, গত ১৫/২০ বছর চেষ্টা করেও পাকিস্তান তাদের ভালো জিনিসগুলো আমাদের শেখাতে পারেনি। যাক, ভালোই হলো, এখন ‘বিল্ডিং রিলেশনশিপ’-এর পর বাংলাদেশ সব শিখে নেবে।”
ভিডিওটির ৪৪ সেকেন্ড পরের অংশে প্রতিক্রিয়া জানিয়ে শাওন লিখেছেন, “ওনারা বলছেন ‘৭১ ডিল’ নামে একটি ইস্যু আছে, যেটা দ্রুত সমাধান করা প্রয়োজন! মুক্তিযুদ্ধের নাম কি তবে এখন ‘৭১ ডিল’ হয়ে গেল!” তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই শাওনের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন। কেউ প্রশ্ন তুলেছেন, “কেন পাকিস্তানের সঙ্গে এমন বৈঠক? এই দায়িত্বই বা কে দিয়েছে?” আরেকজন লিখেছেন, “আমরা পাকিস্তান চাই না, পাকিস্তানের কোনো ডিলও চাই না।” আবার কারও মতে, “ওদের কাছ থেকে শিখবার কিছু নেই।”
ঘটনার প্রেক্ষাপট হিসেবে জানা গেছে, শনিবার (২৩ আগস্ট) ঢাকার পাকিস্তান হাইকমিশনে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছে এনসিপির সাত সদস্যের একটি প্রতিনিধি দল। এনসিপি নেতারা জানিয়েছেন, পাকিস্তান দূতাবাস থেকেই বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তারা বৈঠকে বাংলাদেশের জনগণের ভাবনা তুলে ধরার চেষ্টা করেছেন। বৈঠক শেষে এনসিপি নেতারা বলেন, অতীতে দুই দেশের মধ্যে শত্রুভাবাপন্ন সম্পর্ক থাকলেও এখনো উন্নতির সুযোগ রয়েছে এবং সেই উন্নতির জন্য ১৯৭১ সালের ইস্যুগুলো সমাধান করা প্রয়োজন।
বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী ‘৭১ ডিল’ শব্দটি উচ্চারণ করেন। আর সেই বক্তব্যকেই কেন্দ্র করে মেহের আফরোজ শাওনের তীব্র প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই প্রসঙ্গ এখন জনমনে নতুন করে প্রশ্ন তুলছে—মুক্তিযুদ্ধের ইতিহাসকে ‘ডিল’-এর সঙ্গে তুলনা করা আদৌ কতটা গ্রহণযোগ্য।
পাঠকের মতামত:
- কড়া বার্তা অন্তর্বর্তী সরকারের
- সংসদ ভবনে আগুন দিল বিক্ষোভকারীরা
- এক মঞ্চে মামুনুল-চরমোনাই পীর: নির্বাচন ও জুলাই সনদ নিয়ে কঠোর বার্তা
- অ্যাপলের নতুন চমক: আইফোন ১৭ সিরিজ আসছে, কী থাকছে নতুন ফোনে?
- পাগলা মসজিদের দানবাক্স খুলতেই ৩২ বস্তা টাকা, এবার রেকর্ড ভাঙার আশা
- ভারত আমাদের হাত বেঁধে, মুখ ঢেকে বন্দীদের মতো করে নিয়ে যায়—এরপর সমুদ্রে ফেলে দেয়
- শিবচরে ৪ বাসের ভয়ংকর সংঘর্ষ, অচল হয়ে পড়েছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে
- খুঁটির সঙ্গে বেঁধে বৃদ্ধকে পেটালেন বিএনপি নেতা
- নাকের হাড় ভেঙেছে নুরের, অবস্থা স্থিতিশীল: ঢামেক পরিচালক
- স্বর্ণের দামে স্বস্তি নেই: ফের বাড়ল দাম, নতুন মূল্য কার্যকর আজ থেকে
- যানজট নিরসনে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু হচ্ছে আজ
- ঐতিহাসিক রায়ে ট্রাম্পের বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষণা
- নিজের আমলের ফল নিজেই ভোগ করবে মানুষ: হাদিসে কুদসীর শিক্ষা
- গ্ল্যামারাস রূপে হানিয়া আমির, নতুন লুকে মুগ্ধ ভক্তরা
- এশিয়া কাপের প্রস্তুতি: আজ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
- কালো হাত ভেঙে দেওয়া হবে: নুরের ওপর হামলা নিয়ে সারজিস আলমের হুঁশিয়ারি
- নুরের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর
- চিয়া বীজ কি সবার জন্য নিরাপদ? জেনে নিন কাদের জন্য এটি বিপজ্জনক
- জ্ঞান ফিরেছে নুরুল হক নুরের
- নুরের ওপর হামলা,ভারতের মদতে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা: হাসনাত
- বিএনপির সঙ্গে বরফ না গলায় ছয় দল নিয়ে এগোচ্ছে জামায়াত
- নুরের ওপর হামলার আইনি তদন্তের আহ্বান তারেক রহমানের
- আর মানবিক মূল্যবোধ উপেক্ষা নয়: ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত তুরস্কের
- আইসিইউতে নুরুল হক নুরের অবস্থা আশঙ্কাজনক
- ই-কমার্স খাতে শৃঙ্খলা আনতে কঠোর আইন: অনলাইনে মিথ্যা তথ্য দিলেই কারাদণ্ড
- কাকরাইলে সংঘর্ষে রক্তাক্ত নুর, উত্তপ্ত রাজনীতি: এনসিপির বিক্ষোভ কর্মসূচির ঘোষণা
- দিল্লিতে হাসিনা–এস আলম গোপন বৈঠকে অর্থায়ন, প্রোপাগান্ডা ও অস্থিতিশীলতার কৌশল!
- "জাতীয় নাগরিক পার্টি আসলে ইউনূসের দল, জামায়াতই দেশ চালাচ্ছে"
- মসজিদে প্রবেশের আগে যে ছোট কাজটি আনতে পারে রহমত
- কেন প্রতিদিন লেখার চর্চা আপনাকে করে তুলতে পারে আলাদা? জানুন কিভাবে
- কেন আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি- মনোবিজ্ঞান বলছে ভিন্ন কথা
- শেয়ারবাজারের সাপ্তাহিক বিশ্লেষণ
- সবজির পর এবার অন্য যেসব খাতে আগুন
- আসন্ন নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনারের অভূতপূর্ব মন্তব্য
- নকলায় বিএনপি থেকে জামায়াতে যোগ ২৪ নেতা-কর্মীর
- নদী ভাঙন রোধে কী পরিকল্পনা জানালেন বিএনপির সম্ভাব্য প্রার্থী
- স্বাধীনতা দিবসে সব নাগরিককে নগদ অর্থ দেবে সরকার
- নিহত গাজা সাংবাদিকের চিঠি পড়ে কেঁদে ফেললেন জাতিসংঘে আলজেরিয়ার রাষ্ট্রদূত
- গাজা উপত্যকায় রাতভর তাণ্ডব
- রোডম্যাপ গতানুগতিক ও বিভ্রান্তিকর: জামায়াত সেক্রেটারি
- জুলাইয়ে রেকর্ড পরিমাণ ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ
- টি-টোয়েন্টিতে ২০০ রানের লক্ষ্য, অভ্যাস গড়তে চায় বাংলাদ: লিটন দাস
- ইয়েমেনের সানায় ইসরায়েলের হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি
- এআই দিয়ে তৈরি করা ছবির মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: ডিএমপি
- ডিএমপি কার্যালয় অভিমুখে মিছিল শেষে কঠোর কর্মসূচির ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের
- গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড: নতুন অধ্যাদেশের নীতিগত অনুমোদন
- ইসি’র রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: সালাহউদ্দিন আহমদ
- ইসি’র রোডম্যাপকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল: ‘বিএনপি সরকারের পাশে আছে’
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ
- ডিএসই ব্লক মার্কেটে বড় লেনদেন
- ডিএসই প্রকাশ করল নতুন মার্জিন ঋণযোগ্য সিকিউরিটিজ তালিকা
- মাহাথির মোহাম্মদ ও মালয়েশিয়ার অর্থনৈতিক রূপান্তর: নীতি, সংস্কার ও উত্তরাধিকার
- "জাতীয় নাগরিক পার্টি আসলে ইউনূসের দল, জামায়াতই দেশ চালাচ্ছে"
- অমীমাংসিত ইস্যু সরকারের বিষয়, মুসলিম বিশ্বের ঐক্য শক্তিশালী করার আহ্বান জামায়াতের
- পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নতুনভাবে ভাবতে চায় এনসিপি, ৭১-এর অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান
- ২৭ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ২৬ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- ২৭ আগস্টের বন্ড মার্কেট আপডেট: কিছু বন্ডে দরপতন, বেশিরভাগই স্থবির
- মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’: মেহের আফরোজ শাওন
- ২৬ আগস্ট শেয়ারবাজারে দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া বিপ্লব অসম্পূর্ণ: ডা. তাহের
- ২৫ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- নাইজেরিয়ার বাজারে ডেরিকা: টমেটো পেস্ট থেকে মাপের এককে রূপান্তরের গল্প
- জ্ঞান ফিরেছে নুরুল হক নুরের
- ২৪ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার