সাবেক মন্ত্রী দস্তগীর গাজীর ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করল সিআইডি

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৬ ১৪:১২:২৭
সাবেক মন্ত্রী দস্তগীর গাজীর ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করল সিআইডি

আদালতের নির্দেশে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী ও রূপগঞ্জের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সম্পত্তির মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় ৫ হাজার শতাংশ জমি, যেখানে গড়ে তোলা হয়েছে গাজী টায়ার কারখানা এবং বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা।

সিআইডির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘ অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে যে, গোলাম দস্তগীর গাজী জালিয়াতি, প্রতারণা, জোরপূর্বক জমি দখল, হুন্ডি লেনদেন, আন্ডার ও ওভার ইনভয়েসিংয়ের মতো নানা ধরণের সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে এই বিপুল সম্পদের মালিক হয়েছেন। এসব অপরাধ থেকে অর্জিত অর্থে ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে তিনি ওই সম্পদ গড়ে তোলেন। এর বাজারমূল্য বর্তমানে প্রায় ৪০০ কোটি টাকা।

জব্দ করা জমির পরিমাণ ৪৮৭৯ দশমিক ৯২ শতাংশ। এসব জমির দলিল মূল্য ১৬ কোটি ৫২ লাখ টাকারও বেশি হলেও বাস্তবে এসব সম্পদের বাজারমূল্য কয়েকগুণ বেশি। গাজী টায়ারসহ বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক অবকাঠামো এই জমির ওপর স্থাপিত।

সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের আবেদনের প্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত গত ৮ জুলাই এসব সম্পত্তি ক্রোকের আদেশ দেন। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গোলাম দস্তগীর গাজী ও তার স্বার্থ সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংসহ বিদেশে অর্থপাচার সংক্রান্ত একাধিক অনুসন্ধান এখনো চলমান রয়েছে। সিআইডি ইতোমধ্যে বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে তথ্য-প্রমাণ সংগ্রহ শুরু করেছে এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এই জব্দকৃত সম্পদ ও চলমান অনুসন্ধান নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মাঝেও ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। এক সময় ক্ষমতাসীন দলে প্রভাবশালী হিসেবেই পরিচিত ছিলেন গোলাম দস্তগীর গাজী। এখন আদালতের নির্দেশে তার বিপুল সম্পদ জব্দের ঘটনায় বিষয়টি নতুন মোড় নিয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ