বিশ্ব স্বাস্থ্য তহবিলে ভয়াবহ সংকোচন: মৃত্যু ঝুঁকিতে কোটি মানুষ

স্বাস্থ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৬ ১০:৩৫:১৭
বিশ্ব স্বাস্থ্য তহবিলে ভয়াবহ সংকোচন: মৃত্যু ঝুঁকিতে কোটি মানুষ

বিশ্বজুড়ে স্বাস্থ্য সহায়তার অর্থায়নে ব্যাপক কাটছাঁটের কারণে বৈশ্বিক স্বাস্থ্যখাতে তহবিল ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছাতে চলেছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এই সাহায্য হ্রাস বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থাকে এক নতুন ‘কঠোর সংকোচনের যুগে’ ঠেলে দিচ্ছে বলে এক গবেষণায় সতর্ক করা হয়েছে।

বিখ্যাত ল্যান্সেট জার্নালে প্রকাশিত নতুন এক গবেষণায় বলা হয়েছে, এই বছর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি-সহ বেশ কিছু বড় দাতাদেশ বৈশ্বিক স্বাস্থ্য সহায়তা খাতে উল্লেখযোগ্য হারে বাজেট কমিয়ে দিয়েছে। এর ফলে বিশ্বের দরিদ্রতম ও সবচেয়ে বিপন্ন জনগোষ্ঠীগুলোর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার অর্থায়নে মারাত্মক ঘাটতি তৈরি হয়েছে।

গবেষণা অনুযায়ী, কোভিড-১৯ মহামারির সময় ২০২১ সালে বৈশ্বিক স্বাস্থ্য সহায়তা সর্বোচ্চ ৮০ বিলিয়ন ডলারে পৌঁছালেও, ২০২৫ সালে তা অর্ধেকে নেমে এসে দাঁড়াবে মাত্র ৩৯ বিলিয়ন ডলারে। এই পরিমাণ ২০০৯ সালের পর থেকে সর্বনিম্ন।

বিশেষজ্ঞরা বলছেন, এই সহায়তা সংকোচনের সবচেয়ে বড় শিকার হবে সাব-সাহারান আফ্রিকার দেশগুলো, যেমন সোমালিয়া, যুদ্ধবিধ্বস্ত কঙ্গো ও মালাউই—যাদের স্বাস্থ্যখাত প্রায় পুরোপুরি আন্তর্জাতিক সাহায্যের ওপর নির্ভরশীল। এতে এই অঞ্চলে এইডস, ম্যালেরিয়া ও যক্ষ্মার মতো রোগের চিকিৎসা ও প্রতিরোধ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে।

গবেষণায় আরও বলা হয়, শুধু যুক্তরাষ্ট্র ২০২৫ সালে গত বছরের তুলনায় অন্তত ৬৭ শতাংশ স্বাস্থ্য সহায়তা কমিয়েছে। যুক্তরাজ্য ৪০ শতাংশ, ফ্রান্স ৩৩ শতাংশ এবং জার্মানি ১২ শতাংশ সহায়তা কমিয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভালুয়েশন-এর গবেষকেরা এই সংকট মোকাবেলায় অবিলম্বে বিশ্বকে স্বাস্থ্যখাতে সাহায্য বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তারা সতর্ক করেছেন, প্রতিটি দেশকে বিকল্প তহবিলের উৎস খুঁজে বের করতেই হবে।

এই গবেষণা প্রকাশিত হয়েছে এমন সময়ে, যখন রুয়ান্ডার রাজধানী কিগালিতে অনুষ্ঠিত হচ্ছে এইচআইভি-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। আরেকটি ল্যান্সেট গবেষণায় বলা হয়েছে, শুধু যুক্তরাষ্ট্রের সহায়তা হ্রাসের কারণেই ২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখ মানুষের প্রতিরোধযোগ্য মৃত্যু ঘটতে পারে। তুলনা করলে দেখা যায়, প্রথম বিশ্বযুদ্ধে প্রায় এক কোটি সৈন্য নিহত হয়েছিল।

বিশ্বব্যাপী স্বাস্থ্য সহায়তায় এই সংকোচন ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ চ্যালেঞ্জ সৃষ্টি করবে বলেই আশঙ্কা করা হচ্ছে।

-আকরাম হোসেন, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ