টেকনাফে বিজিবির অভিযানে ডাকাতের আস্তানা থেকে অস্ত্রভাণ্ডার উদ্ধার

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৬ ১০:৩৬:৫৩
টেকনাফে বিজিবির অভিযানে ডাকাতের আস্তানা থেকে অস্ত্রভাণ্ডার উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি জনপদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত একটি সফল অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে গোপন তথ্যের ভিত্তিতে চালানো হয় এ চিরুনি অভিযান। অভিযানে একাধিক আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়, যদিও অভিযানে কেউ আটক হয়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, সশস্ত্র ডাকাত দলের অবস্থানের বিষয়ে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য পাওয়ার পরপরই বিজিবির একটি দল ওই পাহাড়ি এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গহিন বনের আড়ালে পালিয়ে যায়। অভিযান শেষে তল্লাশি চালিয়ে তাদের গোপন আস্তানা থেকে একটি বিদেশি রিভলভার, ২১ রাউন্ড গুলি, একটি লং ব্যারেল গাদা বন্দুক, তিন রাউন্ড ছরাগুলি ও পাঁচটি গুলির খোসা, একটি ওয়ান শুটার পিস্তল, একটি একনলা এলজি, একটি রাইফেলের ১৪ রাউন্ড গুলি, একটি লং বডি ক্রিচ এবং দুটি দীর্ঘ রামদা উদ্ধার করা হয়।

বিজিবি অধিনায়ক আরও বলেন, “এই পাহাড়ি এলাকায় বিভিন্ন সময়ে সন্ত্রাসী ও ডাকাত চক্রের গোপন আস্তানা তৈরি হয়। তারা মাদক, অস্ত্র ও অপহরণের মতো অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। আমাদের লক্ষ্য হচ্ছে, এই অপরাধীদের মূল ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে পাহাড়ি জনপদের নিরাপত্তা নিশ্চিত করা।”

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদগুলো বিজিবির হেফাজতে টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের লক্ষ্যে বিজিবি ও অন্যান্য গোয়েন্দা সংস্থার তৎপরতা অব্যাহত রয়েছে।

এই অভিযানকে নিরাপত্তা বিশ্লেষকরা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন। কারণ, টেকনাফ ও পার্শ্ববর্তী এলাকায় দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী অপরাধ চক্র এবং সশস্ত্র ডাকাত দল সক্রিয় রয়েছে, যারা স্থানীয় জনগণের নিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বিবেচিত।

স্থানীয় প্রশাসন এবং নিরাপত্তা বাহিনী মনে করছে, এ ধরনের ধারাবাহিক অভিযান ভবিষ্যতে পাহাড়ি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড দমন এবং জনগণের মাঝে নিরাপত্তা ফিরে আসতে সহায়ক হবে। তবে, অস্ত্রধারীদের পালিয়ে যাওয়া এবং তাদের পুনরায় সংগঠিত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে, ফলে এলাকায় নজরদারি ও অভিযান আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথা বলছেন সংশ্লিষ্ট মহল।

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ