যে সাত জেলায় ঝোড়ো হাওয়া, নদীবন্দরে সতর্কতা

পরিবেশ ও জলবায়ু ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৬ ১০:১৬:৫১
যে সাত জেলায় ঝোড়ো হাওয়া, নদীবন্দরে সতর্কতা

বাংলাদেশের সাম্প্রতিক আবহাওয়া পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠেছে। বুধবার (১৬ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়া অধিদপ্তর যে পূর্বাভাস দিয়েছে, তাতে সাতটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এই সতর্কতা দেশের সাগর নয়, অভ্যন্তরীণ নদীপথের জন্য জারি করা হয়েছে, যা নৌ-চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে এসব এলাকার নৌযান চলাচল ও পণ্য পরিবহনে বাধা সৃষ্টি হতে পারে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসন ও নৌচালকদেরকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১৮ জুলাই) এবং শনিবার (১৯ জুলাই) পর্যন্ত প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চলে একই ধরনের আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। আগামী তিন দিনের পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।

টানা বৃষ্টিপাতের এই পূর্বাভাস দেশের কৃষি, যোগাযোগ ও নগরজীবনে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে নিচু এলাকা, পাহাড়ি অঞ্চল ও সড়কপথে জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পাহাড়ধসের ঝুঁকি এবং ঢাকাসহ বড় শহরগুলোতে যানজট ও জনদুর্ভোগ বাড়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সবাইকে সর্বশেষ আবহাওয়ার হালনাগাদ তথ্য অনুসরণ করার পরামর্শ দিয়েছে। বিশেষ করে নৌপথে চলাচলরত যাত্রী ও জেলেদের জন্য বাড়তি সতর্কতা অবলম্বনের তাগিদ দেওয়া হয়েছে, যেন কোনো ধরনের দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি না ঘটে।

পাঠকের মতামত:

ট্যাগ: আবহাওয়া

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ