জলবায়ু পরিবর্তন

লাতাকিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ আগুন, উদ্ধার কাজে বাধা মাইন

পরিবেশ ও জলবায়ু ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৫ ১০:৫২:৩৪
লাতাকিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ আগুন, উদ্ধার কাজে বাধা মাইন

সিরিয়ার উপকূলীয় প্রদেশ লাতাকিয়ায় ভয়াবহ দাবানলের কারণে স্থানীয় গ্রামগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে বাধ্য হয়েছে উদ্ধারকারী দল। শুক্রবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন লাতাকিয়া প্রদেশের দুর্যোগ ও জরুরি বিভাগের পরিচালক আব্দুলকাফি কায়্যাল।

গত কয়েকদিন ধরেই উপকূলীয় অঞ্চলসহ সিরিয়ার বিস্তীর্ণ এলাকাজুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়েছে। শক্তিশালী বাতাস এবং দীর্ঘস্থায়ী খরার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। বিশেষ করে কাস্তাল মাআফ অঞ্চলের কাছে কয়েকটি গ্রামে আগুন ছড়িয়ে পড়ায় নিরাপত্তার স্বার্থে স্থানীয়দের সরিয়ে নেওয়া হয় বলে জানান কায়্যাল।

সিরিয়ার নাগরিক প্রতিরক্ষা সংস্থা সতর্ক করে জানিয়েছে, দাবানলের কারণে সৃষ্ট ধোঁয়া এখন উপকূলীয় পাহাড়ের উত্তর অংশ, হামা শহর ও তার আশপাশের এলাকা এবং দক্ষিণ ইদলিব পর্যন্ত ছড়িয়ে পড়ছে। তারা আরও জানায়, লাতাকিয়া অঞ্চলের বিস্তীর্ণ ফল বাগান এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ পরিস্থিতিতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, কেউ যদি সন্দেহভাজনভাবে আগুন লাগানোর চেষ্টা করে, তাহলে যেন সঙ্গে সঙ্গে তা স্থানীয় কর্তৃপক্ষকে জানানো হয়।

সিরিয়ার জরুরি অবস্থাবিষয়ক মন্ত্রী রায়েদ আল-সালেহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) জানান, “আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এই আগুন নিয়ন্ত্রণে আনতে।”

বিশ্বজুড়ে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবে দাবানল ও খরার যে প্রবণতা বেড়েছে, তার অন্যতম শিকার হয়ে উঠেছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়াও। দেশটি দীর্ঘদিন ধরেই তীব্র তাপপ্রবাহ ও অস্বাভাবিকভাবে কম বৃষ্টিপাতের সঙ্গে লড়ছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) গত জুনে জানিয়েছে, “গত ৬০ বছরে সিরিয়ায় এমন ভয়াবহ জলবায়ু পরিস্থিতি দেখা যায়নি।” সংস্থাটি সতর্ক করে বলেছে, এই নজিরবিহীন খরা ১ কোটি ৬০ লাখের বেশি মানুষকে খাদ্যসংকটের মুখে ঠেলে দিতে পারে।

দীর্ঘ এক দশকের গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতায় বিধ্বস্ত দেশটির জন্য এমন প্রাকৃতিক দুর্যোগ আরও দুর্দশা ডেকে আনছে। উদ্ধারকারীদের কাজকে আরও কঠিন করে তুলছে যুদ্ধকালে পড়ে থাকা অবিস্ফোরিত মাইন ও বিস্ফোরক দ্রব্য, যা আগুনের বিস্তারের পথেও ঝুঁকি বাড়াচ্ছে।

এমতাবস্থায় লাতাকিয়ার দাবানল কেবল পরিবেশ নয়, মানুষের জীবন ও খাদ্যনিরাপত্তার ওপরও বড়সড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়—এই সংকট কত দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করতে পারে সিরীয় কর্তৃপক্ষ।

-এম জামান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ