ক্রিকেট ব্যাটের ভেতরে ইয়াবা: অভিনব কৌশলেও ধরা পড়লেন ২ যাত্রী

ক্রিকেট ব্যাটের ভেতরে অভিনব কৌশলে ইয়াবা পাচারের চেষ্টা করেও শেষ পর্যন্ত ধরা পড়লেন দুই যাত্রী। রবিবার (১৭ আগস্ট) সকালে কক্সবাজার বিমানবন্দরে স্ক্যানার মেশিনে এই ঘটনা ধরা পড়ে।
আটক যাত্রীরা হলেন মাদারীপুরের জাকির হোসেন (২১) ও বরিশালের তানভীর আহমেদ (২৮)। তাদের কাছ থেকে ৫ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বিমানবন্দর ব্যবস্থাপক গোলাম মোর্তজা জানান, সকাল ১০টা ৫০ মিনিটে ইউএস-বাংলার একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল তাদের। চেকিংয়ের সময় স্ক্যানারে ক্রিকেট ব্যাটের ভেতরে লুকানো ইয়াবা ধরা পড়ে। এপিবিএন অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, আটক দুই যাত্রীকে আইনগত প্রক্রিয়া শেষে সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
আবারও দুই প্রতিবন্ধীকে বাংলাদেশে ঠেলে পাঠাল বিএসএফ
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে আবার দুই প্রতিবন্ধীকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১৬ আগস্ট) গভীর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ী সীমান্ত দিয়ে তাদের পুশ-ইন করা হয়।
বিজিবি ও স্থানীয় সূত্র জানিয়েছে, ঠেলে পাঠানো এই দুই ব্যক্তি হলেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আবু সিদ্দিক (৫০) এবং নড়াইলের কালিয়া উপজেলার রানু মোল্লা (৬০)। দুজনই শারীরিকভাবে পঙ্গু। সিদ্দিকের ডান পা হাঁটুর নিচ থেকে নেই এবং রানু মোল্লার ডান হাত কবজি থেকে কাটা।
জানা যায়, কোচবিহার জেলার বিএসবাড়ী ক্যাম্পের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা প্রধান সীমান্ত পিলার ৮৪৫-এর কাছে তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়। পরে ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) পঁয়ষট্টিবাড়ী ক্যাম্পের টহল দল তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
আটক দুই ব্যক্তি জানিয়েছেন, প্রায় এক বছর আগে তারা অবৈধভাবে ভারতের বেনাপোল সীমান্ত দিয়ে প্রবেশ করেছিলেন এবং সেখানে গুজরাটে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিজিবি তাদের কাছে ওই দুই ব্যক্তিকে হস্তান্তর করেছে। তাদের আত্মীয়স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং নাগরিকত্ব যাচাইয়ের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, একই বিএসএফ ক্যাম্পের সদস্যরা গত ১৩ আগস্ট দুই শিশুসহ ৯ বাংলাদেশিকে ঠেলে পাঠিয়েছিল।
সিলেটে মাটিচাপা দেওয়া ১১ হাজার ঘনফুট পাথর উদ্ধার
সিলেটের সাদাপাথর থেকে চুরি হওয়া প্রায় ১১ হাজার ঘনফুট পাথর মাটিচাপা অবস্থায় জব্দ করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) সকালে সালুটিকর এলাকায় যৌথবাহিনীর অভিযানে এই পাথর জব্দ করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।
অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) আশিক মাহমুদ কবির। তার নেতৃত্বে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সিলেট জেলা প্রশাসনের আরডিসি আশিক মাহমুদ কবির জানান, ধোপাগুল সংলগ্ন সালুটিকর ভাটা এলাকার একটি ক্রাশার মিলের আঙিনায় মাটিচাপা অবস্থায় এই পাথরের সন্ধান পাওয়া যায়। প্রায় ১১ হাজার ঘনফুট পাথর উদ্ধার করার পাশাপাশি দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি আরও জানান, সিলেটজুড়েই তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এর আগে, সিলেটের ধোপাগুল এলাকার বসতবাড়ি ও ক্রাশার মিলে অভিযান চালিয়ে আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছিল প্রশাসন।
ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে মারধরের শিকার রিকশাচালক জামিনে মুক্ত
৪০০ টাকা দিয়ে ফুল কিনে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হয়ে কারাগারে যাওয়া রিকশাচালক আজিজুর রহমানকে জামিন দিয়েছেন আদালত। রোববার দুপুরে শুনানি শেষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনি ও হামলার শিকার হন রিকশাচালক আজিজুর রহমান। পরে তাকে পুলিশ গ্রেপ্তার করে। পরদিন, শনিবার (১৬ আগস্ট) তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিনের আদালতে তোলা হলে জুলাই আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান আজিজুরকে কারাগারে রাখার আবেদন করেছিলেন। তবে আজিজুরের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিনের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।
আজিজুর রহমান গণমাধ্যমকে বলেছিলেন, তিনি কোনো দল করেন না, শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসেন।
মেহেন্দিগঞ্জে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় প্রয়াত বিএনপি নেতা এ টি এম মতিউর রহমানের বাড়িতে লুটপাটের পর অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার ৬নং বিদ্যানন্দপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যানন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ টি এম মতিউর রহমানের মৃত্যুর পর তার সন্তানরা বরিশাল নগরী ও প্রবাসে বসবাস করেন। গ্রামের বাড়িটি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ ছিল। শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়িতে ভাঙচুর করে আসবাবপত্র লুট করে। পরে ঘরে আগুন ধরিয়ে দিলে বসতঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়।
প্রত্যক্ষদর্শী আকলিমা বেগম জানান, ফজরের নামাজ পড়ার জন্য ভোর সাড়ে ৪টার দিকে উঠে তিনি পাশের ঘরে আগুন দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মোস্তফা কামাল উদ্দিন হারুন অভিযোগ করেন, তাদের সঙ্গে গ্রামের কিছু লোকের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। এই বিরোধের জের ধরেই হামলা ও অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। তিনি দাবি করেন, আগুনে তাদের অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৩২ নম্বরে ফুল দেওয়া সেই রিকশাচালক এবার জুলাই মামলায় কারাগারে
শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে গণপিটুনির শিকার হওয়া এক রিকশাচালককে জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (১৬ আগস্ট) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালত এই আদেশ দেন।
গতকাল ১৫ আগস্ট রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে রিকশাচালক আজিজুর রহমান (২৭) গণপিটুনির শিকার হন। পরে তাকে সেখান থেকে পুলিশ গ্রেপ্তার করে। গণমাধ্যমকে তিনি বলেছিলেন, তিনি কোনো দল করেন না, শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসেন এবং সেই ভালোবাসা থেকে হালাল টাকায় কেনা ফুল নিয়ে এসেছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান আজিজুরকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন। তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিনের আবেদন করলেও আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আবেদনে বলা হয়, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন নিউমার্কেট থেকে সায়েন্স ল্যাব এলাকার মিছিল নিয়ে যাচ্ছিলেন ভুক্তভোগী মো. আরিফুল ইসলাম। সেই সময় আসামিরা গুলি, পেট্রোল বোমা ও হাতবোমা নিক্ষেপ করে। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরিফুল আহত হন এবং প্রায় ২ মাস হাসপাতালে চিকিৎসা নেন। এই ঘটনায় এ বছরের ২ এপ্রিল ধানমন্ডি থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন ভুক্তভোগী আরিফুল।
আপনারা কি ওষুধ কোম্পানির দালাল?: চিকিৎসকদের বিরুদ্ধে আসিফ নজরুলের ক্ষোভ
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল অভিযোগ করেছেন যে, অনেক চিকিৎসক অপ্রয়োজনীয় পরীক্ষা এবং নির্দিষ্ট কোম্পানির ওষুধ লিখে দেন। তিনি চিকিৎসকদের এই “অত্যাচার” বন্ধ করার আহ্বান জানান। শনিবার (১৬ আগস্ট) বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিওএ) অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, অনেক চিকিৎসক ভালোভাবে রোগীর কথা না শুনেই ব্যবস্থাপত্র দেন। তিনি তার বাসার একজন কর্মচারীর উদাহরণ দিয়ে বলেন, সেই ছেলেটিকে একটি বেসরকারি হাসপাতাল থেকে ১৪টি টেস্ট দেওয়া হয়েছিল, অথচ পরে তার কোনো টেস্টই লাগেনি।
তিনি আরও অভিযোগ করেন, “পৃথিবীর কোন দেশে ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য ডাক্তারের আলাদা সময় বরাদ্দ থাকে? বলেন তো, আপনারা কি ওষুধ কোম্পানির দালাল?” তিনি হাসপাতাল মালিকদের কম মুনাফা করার আহ্বান জানান এবং নার্সদের বেতন কম হওয়ায় সেবার মান নিয়েও প্রশ্ন তোলেন।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান বলেন, বেসরকারি হাসপাতালগুলোকে অন্যায় মুনাফা করা বন্ধ করতে হবে। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরেও মানুষ ফ্লোরে শুয়ে চিকিৎসা নিচ্ছে, এটা লজ্জাজনক। তিনি আরও বলেন, সরকার স্বাস্থ্যসেবার পুনর্গঠনে কাজ করছে এবং লাইসেন্স নবায়নের জন্য একটি নির্দিষ্ট মেয়াদ নির্ধারণ করা উচিত।
বিপিএইচসিডিওএর সাধারণ সম্পাদক ডা. এ এম শামীম বলেন, ভুল চিকিৎসার জন্য চিকিৎসকদের বিরুদ্ধে গণহারে মামলা না করার অনুরোধ জানান। তিনি জানান, তারা একটি ডিজিটাল ডেটাবেজ তৈরি করবেন, যেখানে নিবন্ধিত হাসপাতাল ছাড়া কেউ সদস্য হতে পারবে না।
খুলনার ব্যাংকে দুর্ধর্ষ চুরি: ১৬ লাখ টাকা লুট
খুলনার রূপসা ঘাট শাখায় বাংলাদেশ কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা চুরি হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টার মধ্যে এই ঘটনা ঘটে। পুলিশ এখনও এই ঘটনার মূল দুষ্কৃতীদের ধরতে পারেনি, তবে জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের তিন নিরাপত্তাকর্মীকে হেফাজতে নিয়েছে।
দুর্বৃত্তরা ব্যাংকের মোট ছয়টি তালা ভেঙে ভল্টে প্রবেশ করে। তারা সিসিটিভি ক্যামেরাগুলোও কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মূল গেটের তালা কাটা অবস্থায় দেখে নিরাপত্তা প্রহরী চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেয়।
ব্যাংকের ম্যানেজার কামরুল ইসলাম জানান, ভল্টে ১৬ লাখ টাকার কিছু বেশি ছিল, কিন্তু বর্তমানে মাত্র ১,৪০০ টাকা অবশিষ্ট পাওয়া গেছে। বাকি টাকা চুরি হয়েছে। পুলিশের অতিরিক্ত সুপার মো. সাইফুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তিন নিরাপত্তাকর্মী আবুল কাশেম, তরিকুল ও আফজালকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ ধারণা করছে, ব্যাংকের প্রহরী ডিউটি শেষ হওয়ার পর দুষ্কৃতীরা দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা ধরে ভল্ট ভাঙার কাজ চালিয়েছে। ব্যাংক ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মূল দুষ্কৃতীদের ধরার চেষ্টা চলছে।
আকাশছোঁয়া দাম, ইলিশ এখন সাধারণের জন্য কেবল 'স্বপ্ন'
ইলিশের জন্য বিখ্যাত চাঁদপুরে ভরা মৌসুমেও ইলিশ এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। শুক্রবার (১৫ আগস্ট) চাঁদপুর বড়স্টেশন মাছ বাজারে সবচেয়ে বড় আকারের ইলিশ বিক্রি হয়েছে প্রতি কেজি ২৭০০ টাকায়, যা এক কেজি ওজনের নিচের মাছের ক্ষেত্রেও ১৮০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত ছিল।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির তথ্য অনুযায়ী, শুক্রবার বাজারে প্রায় ৩০০ মণ ইলিশের সরবরাহ ছিল, যার মধ্যে মাত্র ১০০ মণ এসেছে পদ্মা-মেঘনা থেকে। বাকি ইলিশ এসেছে উপকূলীয় অঞ্চল থেকে। গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা কমলেও, তা এখনো সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে।
ইলিশের সংকট ও কারণস্থানীয় জেলেরা বলছেন, পদ্মা-মেঘনায় ইলিশের উপস্থিতি আগের চেয়ে অনেক কম। এর কারণ হিসেবে তারা নিষিদ্ধ জাল (যেমন কারেন্ট ও মশারি জাল) ব্যবহারকে দায়ী করছেন। রশীদ ছৈয়াল নামের এক প্রবীণ জেলে বলেন, ‘আগে বর্ষায় নদীতে জাল ফেললেই ইলিশ পাওয়া যেত, এখন নদী ফাঁকা।’
ইলিশ গবেষক ড. মোহাম্মদ আনিছুর রহমান বলেন, সাগর ও মোহনায় অসংখ্য চর এবং জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশ নদীতে উঠে আসতে পারছে না। এর সঙ্গে মাইক্রোপ্লাস্টিক দূষণও একটি বড় সমস্যা। তিনি বলেন, নিষিদ্ধ জাল ব্যবহার নিয়ন্ত্রণ এবং নদী দূষণ কমানোর কার্যকর উদ্যোগ ছাড়া এই সংকট দূর হবে না।
মৎস্য বিভাগ জানিয়েছে, জাটকা সংরক্ষণ কর্মসূচি এবং প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধ রাখার কারণে কিছুটা সুফল পাওয়া গেছে। বর্তমানে দেশের ইলিশ উৎপাদন প্রায় পৌনে ৬ লাখ মেট্রিক টনে পৌঁছেছে।
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন জানান, চাঁদপুরে একটি আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে ইলিশের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হবে।
রাজশাহীর কোচিং সেন্টার থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার,ঘিরে রেখেছে সেনাবাহিনী
রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়িতে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারের পর বাড়িটি ঘিরে রেখেছে সেনাবাহিনী। ‘ডক্টর ইংলিশ’ নামের একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে এই অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। পাশাপাশি বাড়িটি ঘিরে রেখেছে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গলির একটি দল।
সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, ডক্টরস ইংলিশ নামের ওই প্রতিষ্ঠান থেকে দুটি বিদেশি এয়ার গান, একটি রিভলবার, একটি কার্তুজ, দেশীয় অস্ত্র, জিপিএস, ওয়াকিটকি, বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, মাদকদ্রব্যসহ আরও বহু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
তবে এখন পর্যন্ত ৪০ ইস্ট বেঙ্গলির কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেননি। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে তিনি আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না। তারা পুলিশের কাছে হস্তান্তর করলে বিস্তারিত জানানো হবে।
পাঠকের মতামত:
- ক্রিকেট ব্যাটের ভেতরে ইয়াবা: অভিনব কৌশলেও ধরা পড়লেন ২ যাত্রী
- প্রধান উপদেষ্টাকে হুঁশিয়ারি দিলেন জামায়াতের নায়েবে আমির
- গ্রেপ্তার হলেন মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথী
- ‘ধর্মব্যবসায়ীদের কোনো জায়গা হবে না বাংলাদেশে’: রুমিন ফারহানার হুঁশিয়ারি
- মহাখালীর পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
- জুলাই সনদ জনগণের ইচ্ছার প্রতিফলন নয়: যুক্তরাজ্যের সাংবাদিক
- দুদকের জালে সাবেক আইজিপি: ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে তদন্তে নামল দুদক
- ‘না ভোট’ বিএনপির প্রস্তাব নয়, দাবি নজরুল ইসলাম খানের
- এবার বিশ্বমঞ্চে হানিয়া আমির,পাকিস্তানের জন্য গৌরবের নতুন অধ্যায়
- রেকর্ড ভাঙছে রেমিট্যান্স: আগস্টে কি নতুন মাইলফলক?
- গাজায় মানবিক সংকট: ত্রাণ বিতরণে বাধা, দুর্ভিক্ষে বাড়ছে মৃতের সংখ্যা
- এনবিআরের নতুন নির্দেশনা, আয়কর অডিটে ঝুঁকিভিত্তিক স্বয়ংক্রিয় বাছাই
- ফেসবুকে বিনা খরচে রিচ বাড়াবেন যেভাবে: জেনে নিন ৫ সহজ কৌশল
- আবারও দুই প্রতিবন্ধীকে বাংলাদেশে ঠেলে পাঠাল বিএসএফ
- সিলেটে মাটিচাপা দেওয়া ১১ হাজার ঘনফুট পাথর উদ্ধার
- জুলাই সনদের খসড়ায় ‘অসামঞ্জস্য’ আছে: সালাহউদ্দিন আহমদ
- জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম
- জাবি ছাত্রদলে তুমুল উত্তেজনা: কেন্দ্রীয় নেতাদের সামনেই দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া
- ১৪.৫ লাখ টাকার ক্ষতিপূরণ চেয়ে আর্টসেলেকে ১২ ঘণ্টার আলটিমেটাম সাবেক সমন্বয়কের
- ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে মারধরের শিকার রিকশাচালক জামিনে মুক্ত
- সরকারের অবস্থান স্পষ্ট, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন: রিজওয়ানা হাসান
- ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন: বাজারের সামগ্রিক বিশ্লেষণ
- ১৭ আগস্ট ডিএসইর দরপতনের শীর্ষ দশ শেয়ার
- ১৭ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- এক পোস্টে শেষ সব সম্ভাবনা? সাকিবের জন্য বন্ধ হলো জাতীয় দলের দরজা
- মেহেন্দিগঞ্জে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট
- বিদেশে সব কূটনৈতিক মিশন থেকে সরানো হচ্ছে রাষ্ট্রপতির ছবি
- শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
- সরকারি সিকিউরিটিজে লেনদেন স্থগিতের ঘোষণা
- তারেক রহমানের ৩১ দফা তুলে ধরার আহ্বান এস এ জিন্নাহ কবিরের
- শেখ হাসিনার ফ্যাসিবাদের শিকার হয়েছেন হিন্দু সম্প্রদায়ও: এ্যানি চৌধুরী
- উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সর্বশেষ খবর
- সপ্তাহ শুরুতেই ডিএসইতে উত্থান, সূচক ও লেনদেনে চাঙ্গাভাব
- ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে হাসনাত আবদুল্লাহর সতর্ক বার্তা
- এক্সিম ফার্স্ট ফান্ডের সর্বশেষ NAV বিশ্লেষণ
- “বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যায় না”- ডা. এ জেড এম জাহিদ হোসেন
- "বিএনপি ভোটাধিকার রক্ষায় আপসহীন"
- অন্যরা দিয়েছে, বাফুফে এখনো ঘুমিয়ে
- গাইবান্ধায় শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার গলাকাটা মরদেহ উদ্ধার
- আল্লাহ আমাকে পাকিস্তানের অভিভাবক বানিয়েছেন,প্রেসিডেন্ট হওয়ার আকাঙ্ক্ষা নেই: মুনির
- সঙ্গীতশিল্পী থেকে অভিনেত্রী, নতুন রূপে পারশা মাহজাবীন পূর্ণী
- পাকিস্তানের হারের হতাশা কাটিয়ে: নেপালকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ
- জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামব: আখতার হোসেন
- সরকারকে লন্ডনে ‘বিক্রি করে’ দেওয়া হয়েছে:হাসনাত আব্দুল্লাহ
- আলাস্কার আকাশে রহস্য: দুই নেতার সামনে কেন আচমকা মার্কিন বোমারু বিমান?
- নীরব ঘাতক কিডনি ক্যানসার: এই ৫ লক্ষণ দেখলেই সতর্ক হন
- ৩২ নম্বরে ফুল দেওয়া সেই রিকশাচালক এবার জুলাই মামলায় কারাগারে
- আপনারা কি ওষুধ কোম্পানির দালাল?: চিকিৎসকদের বিরুদ্ধে আসিফ নজরুলের ক্ষোভ
- নির্বাচনের বিরুদ্ধে যারা, তারা জনগণের শত্রু: সালাহউদ্দিন আহমেদ
- ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান
- "Black Skin, White Masks": উপনিবেশবাদ, বর্ণবাদ ও মানসিক মুক্তির গভীর পাঠ
- শেখ মুজিব: দেবতা, ভিলেন নাকি রাজনৈতিক ট্রাজেডির নায়ক?
- ১৪ আগস্ট ব্লক মার্কেটে বড় চুক্তি
- ৮১ বছরে বেগম খালেদা জিয়া: গণতন্ত্রের আপোষহীন কণ্ঠস্বর ও রাজনৈতিক উত্তরাধিকার
- ১২০ বার পেছালো সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার শুনানি
- দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ গড়ল মুক্তির আগে রেকর্ড
- পলাতক হারুন, বিপ্লবসহ ৪০ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
- ঘণ্টায় প্রায় ১০০ উল্কা পড়ার মহাজাগতিক দৃশ্য বাংলাদেশ থেকে দেখার সুযোগ
- চূড়ান্ত বিপ্লবের পথে: চিন্তার পুনর্গঠন ও আত্মার জাগরণ
- অবাধ লুটপাটে পাথরশূন্য হয়ে যাচ্ছে সিলেটের সাদাপাথর
- অনলাইনে কলেজে আবেদন: জানুন কলেজ চয়েজ পরিবর্তনের ধাপ
- ১৪ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- ১৪ আগস্ট সেরা দশ লেনদেনকারী শেয়ার
- সম্মতি ছাড়া ৫ মিনিট ধরে চুমু, শুটিং সেটেই কান্নায় ভেঙে পড়েন রেখা
- ১৪ আগস্ট ডিএসইর দরপতনের শীর্ষ দশ শেয়ার