সম্মতি ছাড়া ৫ মিনিট ধরে চুমু, শুটিং সেটেই কান্নায় ভেঙে পড়েন রেখা

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১২ ১৬:৫৯:৫৯
সম্মতি ছাড়া ৫ মিনিট ধরে চুমু, শুটিং সেটেই কান্নায় ভেঙে পড়েন রেখা
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী রেখা তার প্রথম সিনেমার শুটিং সেটেই অপ্রত্যাশিত ও মানসিকভাবে কষ্টদায়ক এক ঘটনার শিকার হন। ১৯৬৯ সালে ‘অঞ্জনা সফর’ নামে তার প্রথম ছবির শুটিং চলাকালীন সহশিল্পী বিশ্বজিৎ অনুমতি ছাড়া তাকে প্রায় পাঁচ মিনিট ধরে জোর করে চুম্বন করেন। তখন রেখার বয়স মাত্র ১৫ বছর, আর বিশ্বজিতের বয়স ছিল ৩২ বছর।

ঘটনাটি ক্যামেরার সামনে সংঘটিত হলেও শুটিং সেটের কেউই ওই সময় তাকে রক্ষার জন্য এগিয়ে আসেননি, বরং সবাই নীরব থেকে ঘটনাটি দেখেছেন। পর্দার আড়ালে এই নিরাপত্তাহীনতার অভিজ্ঞতায় রেখা মানসিকভাবে ভেঙে পড়েন এবং শুটিং সেটেই কান্নায় ভেঙে পড়ার ঘটনা ঘটে।

এরপর ছবিটির নাম পরিবর্তন করে ‘দো শিকারি’ করা হয়। রেখার জীবনী ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’-তে এই কষ্টকর অভিজ্ঞতার বর্ণনা পাওয়া যায়, যা বলিউডের শুরু থেকেই তার ক্যারিয়ারে অন্ধকার ছাপ ফেলে।

/আশিক


আগামীকাল জানাজার ঘোষণা দিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১২ ২১:২০:৪৭
আগামীকাল জানাজার ঘোষণা দিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম
ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম, যিনি বেশি পরিচিত হিরো আলম নামে, আগামীকাল বুধবার নিজ বাসায় জানাজার আয়োজনের কথা ঘোষণা করেছেন। মঙ্গলবার (১২ আগস্ট) নিজের ফেসবুক পেজে তিনি এই ঘোষণা দেন।

কয়েক মাস ধরে তার স্ত্রী রিয়া মনিকে কেন্দ্র করে নানা ঘটনা ও আলোচনা চলছিল। সম্প্রতি হিরো আলম এক নতুন অভিযোগ এনেছেন যে, তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারে প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে সময় কাটাচ্ছেন।

তার প্রথম পোস্টে হিরো আলম লিখেছেন, “আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যে ছিল—আমি এটা মেনে নিতে পারলাম না। আমি রিয়াল (সত্যি) ছিলাম। রিয়া মনিকে কত ভালোবাসি সেটা বুঝিয়ে দিতে আজকে নিজেকে শেষ করে দেখাবো। কাল বিকেল ৫টায় জানাজা আমার নিজ বাসায়।”

পরবর্তী পোস্টে তিনি জানান, “আমার তিন বাচ্চা এতিম হলে তার দায় রিয়া মনির। সে আমার জীবনটা শেষ করে দিয়েছে। বারবার মানসিক যন্ত্রণা দিয়ে আজ আমার জীবনটা শেষ করে দিলো।”

হিরো আলমের এই আবেগঘন পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে নানা প্রতিক্রিয়া তৈরি করেছে। তার ভক্তরা তাকে সমর্থন জানাচ্ছেন এবং তার জন্য দোয়া করছেন।

/আশিক


আইপিএলে দল কেনার ব্যাপারে মুখ খুললেন সালমান খান

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১২ ২০:৩২:১৮
আইপিএলে দল কেনার ব্যাপারে মুখ খুললেন সালমান খান
ছবি: সংগৃহীত

ভারতের আইপিএল নিয়ে সালমানের রসিকতা: ‘বুড়ো হয়ে গেছি, আর দল কেনার বয়স নেই’

ভারতের জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হতেই দেশ-বিদেশের ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহের ঢেউ চলছে। বলিউডের শীর্ষ তারকাদের মধ্যে শাহরুখ খান, জুহি চাওলা ও প্রীতি জিন্তা ইতোমধ্যেই আইপিএল দলের মালিক হয়েছেন। এই পরিস্থিতিতে প্রশ্ন ওঠে, আইপিএল দলে কি কখনো মালিক হবেন বলিউড সুপারস্টার সালমান খান?

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্ন করা হলে সালমান খান মজাদার জবাব দেন। তিনি বলেন, “আইপিএল টিম কেনার মতো বয়স আর নেই, আমি তো বুড়ো হয়ে গেছি।” সালমান আরও জানান, ২০০৮ সালে তার কাছে আইপিএল দল কেনার প্রস্তাব আসলেও তিনি সেটি নেননি। ভাইজানের ভাষায়, “আমার কোনো অনুশোচনা নেই, আমি মজাতেই রয়েছি।”

সালমানের এই রসিক মন্তব্য ইতোমধ্যেই তার ভক্তদের মধ্যে হাস্যরস ছড়িয়েছে এবং ক্রিকেট-ফ্যানদের মনে উচ্ছ্বাসের সঞ্চার করেছে। তবে তিনি নিজে আইপিএল দলে বিনিয়োগের কোনো পরিকল্পনা না রাখলেও এই প্রশ্ন নিয়ে তার কথাগুলো সকলের মনোরঞ্জনের এক সুন্দর উপাদান হয়ে উঠেছে।

/আশিক


ব্যক্তিগত আক্রমণ নিয়ে মুখ খুললেন দেব, রাজ-রুক্মিণীর কাছে ক্ষমা চাইলেন

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১২ ১৯:৩৪:৪৫
ব্যক্তিগত আক্রমণ নিয়ে মুখ খুললেন দেব, রাজ-রুক্মিণীর কাছে ক্ষমা চাইলেন
ছবি: সংগৃহীত

দীর্ঘ এক দশক পর আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় জুটি দেব-শুভশ্রী। ‘ধূমকেতু’ চলচ্চিত্রের মাধ্যমে তাদের এই প্রত্যাবর্তনের খবর প্রকাশ পাওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস বেড়ে গেছে। ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের আগের রসায়ন নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

তবে উচ্ছ্বাসের পাশাপাশি নেটমাধ্যমে দেবের বর্তমান সঙ্গী রুক্মিণী মৈত্র ও শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও মিম ছড়িয়ে পড়ে। এ বিষয়ে নীরবতা ভেঙে সরাসরি প্রতিক্রিয়া জানালেন দেব।

সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, “এটা দুঃখজনক যে কিছু মানুষ ভালো উদ্যোগকেও ইতিবাচকভাবে নিতে পারে না। রাজ ও রুক্মিণী বিষয়টি অত্যন্ত ধৈর্যের সঙ্গে সামলেছেন। পরিবারই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

তিনি আরও বলেন, “রাজ ও শুভশ্রীর পরিবারের সমর্থন না থাকলে এই কাজ সম্ভব হতো না। একজন প্রযোজক হিসেবে আমি রাজ, শুভশ্রী ও রুক্মিণীর কাছে ব্যক্তিগত আক্রমণের জন্য ক্ষমা চাইছি।”

দেবের ভাষ্যে, দর্শকদের চাহিদা মেনে তিনি ও শুভশ্রী আবারও জুটি বাঁধছেন, যা কেবল নস্টালজিয়া ফিরিয়ে আনতে। কিন্তু কিছু মানুষ ব্যক্তিগত বিষয়ে আক্রমণ করছেন, যা তিনি একেবারেই সমর্থন করেন না। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, “এই ছবিতে সবার অবদান রয়েছে, বিশেষ করে রুক্মিণীর। আমি তাকে নিয়ে গর্বিত।”

/আশিক


আমির খানের বিরুদ্ধে ভাই ফয়সালের বিস্ফোরক অভিযোগ

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১২ ১১:৪০:০২
আমির খানের বিরুদ্ধে ভাই ফয়সালের বিস্ফোরক অভিযোগ
ছবিঃ সংগৃহীত

বলিউড অভিনেতা ও সুপারস্টার আমির খানের ছোট ভাই ফয়সাল খান সম্প্রতি পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। একসময়ের সম্ভাবনাময় শিশু অভিনেতা ফয়সালের দাবি, তাকে জোরপূর্বক এক বছরেরও বেশি সময় ধরে গৃহবন্দি করে রাখা হয়েছিল, মানসিকভাবে অসুস্থ হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং তার সম্মতি ছাড়াই চিকিৎসা করানো হয়েছিল।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ফয়সাল জানান, “আমি এক বছর ধরে ঘরে আটকে ছিলাম। তারা বলছিল, আমার সিজোফ্রেনিয়া হয়েছে এবং আমি সমাজের ক্ষতি করব। আমাকে ২০ দিনের জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছিল। মানসিক রোগীদের সাধারণ ওয়ার্ডে আমাকে রাখা হয়েছিল এবং সেখানেই পরীক্ষা করা হয়েছিল।”

ফয়সালের এই অভিযোগের পর আমির খান ও তার পরিবারের পক্ষ থেকে এক যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। তাতে অভিযোগগুলো সম্পূর্ণ ‘ভুলভাবে উপস্থাপন’ বলে উল্লেখ করে বলা হয়, এমন ঘটনা প্রথমবার নয়। পরিবারের দাবি, ফয়সালের বিষয়ে সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে পেশাদার ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেই এবং তা ছিল ভালোবাসা, সহানুভূতি ও তার মানসিক-শারীরিক সুস্থতার কথা ভেবেই গৃহীত।

বিবৃতিতে বলা হয়, “ফয়সালের মা জিনাত তাহির হুসেন, বোন নিখাত হেগড়ে ও ভাই আমির খান সম্পর্কে বেদনাদায়ক ও বিভ্রান্তিকর চিত্রায়নে আমরা মর্মাহত। যেহেতু তিনি অতীতেও ঘটনাগুলো ভুলভাবে উপস্থাপন করেছেন, তাই আমাদের উদ্দেশ্য পরিষ্কার করা এবং পরিবারের ঐক্য পুনঃনিশ্চিত করা জরুরি মনে করছি।”

পরিবার জনসাধারণ ও গণমাধ্যমকে আহ্বান জানিয়েছে, এই পরিস্থিতিকে ‘ক্ষতিকারক গসিপ’-এ রূপান্তর না করতে। তারা আরও বলেছে, ফয়সালের স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে প্রকাশ্যে আলোচনা থেকে তারা সচেতনভাবে বিরত থেকেছে, কারণ এটি তাদের জন্য অত্যন্ত সংবেদনশীল ও বেদনাদায়ক সময়।

এই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন পরিবারের আরও কয়েকজন সদস্য—রীনা দত্ত, জুনায়েদ খান, ইরা খান, ফারহাত দত্ত, রাজীব দত্ত, কিরণ রাও, সন্তোষ হেগড়ে, সেহের হেগড়ে, মনসুর খান, নুজহাত খান, ইমরান খান, টিনা ফনসেকা, জাইন মেরি খান এবং পাবলো খান।

ফয়সাল খান বহু বছর ধরেই মানসিক স্বাস্থ্যের সমস্যার সঙ্গে লড়াই করছেন। অতীতে তার চিকিৎসা সংক্রান্ত তথ্য বিভিন্ন সময়ে প্রকাশ্যে এসেছে, তবে সাম্প্রতিক বছরগুলোতে তার স্বাস্থ্য অবস্থা নিয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছে বলিউডের তারকাদের ব্যক্তিগত সংকট, পারিবারিক সম্পর্ক এবং মানসিক স্বাস্থ্যের গুরুত্ব।

-রফিক


‘মুজিব’ ছবিতে সুযোগ না পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন বাঁধন

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১১ ১৬:৫৫:৪৩
‘মুজিব’ ছবিতে সুযোগ না পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন বাঁধন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি দেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম বৃহৎ বাজেটের ছবি হিসেবে পরিচিত।শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে তৈরি এই ছবির বাজেট প্রায় ৮৩ কোটি টাকা। যদিও সিনেমাটির জন্য অনেক শিল্পী অডিশনে অংশ নিয়েছেন, তবে লাক্স তারকা আজমেরী হক বাঁধন দুইবার অডিশন দিলেও সুযোগ পাননি। নিজের অভিজ্ঞতা সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রকাশ করেছেন তিনি।

মাছরাঙ্গা টিভির সঙ্গে আলাপকালে বাঁধন জানান, ‘মুজিব’ সিনেমার জন্য তিনি দুইবার অডিশন দিয়েছিলেন, কিন্তু দুইবারই তাকে প্রত্যাখ্যান করা হয়। এই প্রত্যাখ্যান তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল এবং তিনি প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন। তিনি বলেন, “শ্যাম বেনেগাল-এর মতো একজন প্রসিদ্ধ পরিচালক সঙ্গে কাজ করার সুযোগ পাওয়ার জন্য আমি মুখিয়ে ছিলাম। কিন্তু যখন আমাকে রিজেক্ট করলো, আমি অনেক রক্তক্ষরণ করেছিলাম।” সিনেমার ট্রেলার প্রকাশের পর তার এক ঘনিষ্ঠ আত্মীয় তাকে আশ্বাস দিয়েছিলেন, ‘আল্লাহ তোমাকে বাঁচিয়েছে, এই সিনেমায় অভিনয় না করে।’ বাঁধন বলেন, এ কথাটি শুনে তিনি আবারও আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।

বাঁধন আরও দাবি করেন, শুধু প্রত্যাখ্যানই নয়, তাকে অশোভনভাবে অপমান করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সিনেমাটি মুক্তি পেয়ে তার প্রতিক্রিয়া বদলায়। তিনি খুশি হন কারণ বিশ্বাস করেন, তার রিজেকশনের পেছনে একটি উদ্দেশ্য ছিল।

‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। তবে এটি নির্মাণ হয় আওয়ামী লীগ সরকারের শাসনামলে, তাই অনেক চলচ্চিত্র বিশেষজ্ঞই সরাসরি মন্তব্য করতে পারেননি। ছবিতেমুজিব চরিত্রেঅভিনয় করেছেন আরিফিন শুভ। তার স্ত্রীর চরিত্রে রয়েছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়া নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ শতাধিক শিল্পী এতে অংশগ্রহণ করেছেন।

/আশিক


‘কুলি’তে রজনীকান্ত নিয়েছেন ১৫০ কোটি, ১৫ মিনিটের জন্য আমিরের কত নিলেন?

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১১ ১৪:৫১:৩৬
‘কুলি’তে রজনীকান্ত নিয়েছেন ১৫০ কোটি, ১৫ মিনিটের জন্য আমিরের কত নিলেন?
রজনীকান্ত ও আমি খান

লোকেশ কানাগরাজ পরিচালিত বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘কুলি’ নিয়ে এখন ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে তুমুল আলোচনা চলছে। বলিউড, টালিউড ও দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকাদের একত্র করে নির্মিত এই ছবিটি শুধু কাহিনির জন্য নয়, বরং বিপুল বাজেট ও অভিনয়শিল্পীদের রেকর্ড পারিশ্রমিকের কারণে ইতিমধ্যেই শিরোনাম কাড়ছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, সিনেমাটির মোট নির্মাণ খরচ প্রায় ৩৫০ কোটি রুপি। এর সঙ্গে প্রিন্ট ও প্রচারের জন্য অতিরিক্ত ২৫ কোটি রুপি ব্যয় ধরা হয়েছে, ফলে বাজেট দাঁড়িয়েছে প্রায় ৩৭৫ কোটি রুপিতে।

রজনীকান্ত এই ছবিতে অভিনয়ের জন্য ১৫০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গেছে। পরিচালক লোকেশ কানাগরাজের পারিশ্রমিকও কম নয়—প্রায় ৫০ কোটি রুপি। আরও চমকপ্রদ বিষয় হলো, মাত্র ১৫ মিনিটের ক্যামিও চরিত্রের জন্য আমির খান পেয়েছেন ২৫ কোটি রুপি। এ ছাড়া নাগার্জুনা নিয়েছেন প্রায় ২৪ কোটি রুপি এবং একটি গানের বিশেষ উপস্থিতির জন্য পূজা হেগড়ে পারিশ্রমিক নিয়েছেন ২ কোটি রুপি। শ্রুতি হাসান, সত্যরাজ ও উপেন্দ্রর পারিশ্রমিকের সঠিক অঙ্ক প্রকাশ না হলেও ধারণা করা হচ্ছে, তারাও উল্লেখযোগ্য অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন।

‘কুলি’ প্রযোজনা করছে হাভি সিনেমাস ও আর্স প্রোডাকশনস। গল্প ও সংলাপ লিখেছেন পরিচালক নিজেই। ছবিটি রজনীকান্তের অভিনয়জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে নির্মিত, যেখানে তিনি একজন সাধারণ কুলির ভূমিকায় অভিনয় করেছেন। আগামী ১৪ আগস্ট সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

/আশিক


হাবিব ওয়াহিদের নতুন আবেগঘন চমক

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১১ ১৪:৪৯:৩০
হাবিব ওয়াহিদের নতুন আবেগঘন চমক
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের সুপরিচিত সংগীত পরিচালক, গায়ক ও সুরকার হাবিব ওয়াহিদ আবারও নতুন গান প্রকাশ করেছেন। গানের ভুবনে ভিন্নধর্মী ধারা সৃষ্টির জন্য পরিচিত এই শিল্পী সাম্প্রতিক সময়ে নিয়মিত না হলেও নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও নানা ডিজিটাল প্ল্যাটফর্মে ধারাবাহিকভাবে নতুন কাজ উপস্থাপন করে আসছেন। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে গত শনিবার (৯ আগস্ট) প্রকাশ পেয়েছে তার নতুন গান ‘জানি না’।

শ্রাবণের লেখা এ গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর, সংগীতায়োজন ও প্রযোজনা করেছেন হাবিব ওয়াহিদ নিজেই। গানটি তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পাশাপাশি স্পটিফাই, স্বাধীন মিউজিকসহ বিভিন্ন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

গানটির বিষয়ে হাবিব বলেন, “এটি স্যাড-রোমান্টিক ঘরানার গান। সম্প্রতি আমি কিছু রোমান্টিক ও ফোক ধাঁচের গান করেছি, এবার শ্রোতাদের জন্য আলাদা আবহের, আবেগঘন স্যাড গান করার চেষ্টা করেছি।”

এর মাত্র দুই সপ্তাহ আগে হাবিব প্রকাশ করেছিলেন ‘দিলা না’ শিরোনামের আরেকটি গান, যার কথা লিখেছিলেন আলী বাকের জিকো এবং সুর, সংগীতায়োজন ও প্রযোজনা করেছিলেন হাবিব নিজেই। ধারাবাহিকভাবে নিজের সৃজনশীল ধারা বজায় রেখে হাবিব ওয়াহিদ ডিজিটাল মাধ্যমে শ্রোতাদের নতুন অভিজ্ঞতা উপহার দিয়ে যাচ্ছেন, যা ভক্তদের মধ্যে প্রত্যাশা আরও বাড়িয়ে তুলছে।

-অনন্যা


সালমান খানের জীবনে ফের আতঙ্কের ঝড়

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১১ ১৪:২৫:৪৭
সালমান খানের জীবনে ফের আতঙ্কের ঝড়
ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খান গত এক বছরেরও বেশি সময় ধরে মৃত্যুভয়ের মধ্যে বসবাস করছেন। ২০২৩ সালের শুরু থেকে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের একের পর এক হুমকি তাকে ও তার পরিবারকে আতঙ্কিত করে তুলেছে, যা শুধু বিনোদন জগত নয়, নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যেও উদ্বেগের সৃষ্টি করেছে। গত বছর সালমানের মুম্বাইয়ের বাড়িতে দুষ্কৃতীদের গুলিবর্ষণের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই থেকে তিনি চব্বিশ ঘণ্টা কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছেন। যদিও এই সুরক্ষা ব্যক্তিগত জীবনে তার জন্য অস্বস্তিকর, তবুও নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে তিনি তা মেনে নিয়েছেন।

চলতি বছরের শুরুতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সম্প্রতি বিষ্ণোই চক্র ফের সক্রিয় হয়ে উঠেছে। এবার তারা হুমকির পরিধি বাড়িয়ে জানিয়েছে, সালমানের সঙ্গে কাজ করলে তাকেও প্রাণনাশের মুখে পড়তে হবে এবং প্রয়োজনে মুম্বাইয়ের রাস্তায় একে-৪৭ ব্যবহার করা হবে। সম্প্রতি কানাডায় কপিল শর্মার একটি রেস্তোরাঁয় ২৫ রাউন্ড গুলি চালানোর দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং। তাদের অভিযোগ, কপিল তার অনুষ্ঠানে সালমানকে অতিথি করেছিলেন। শুধু কপিল নয়, বলিউডের বড় ছোট সব প্রযোজক ও পরিচালকদেরও সালমানের বিষয়ে সতর্ক করেছে তারা।

এমন পরিস্থিতিতেও সালমান খান স্বাভাবিক জীবনযাপন বজায় রাখার চেষ্টা করে যাচ্ছেন। সম্প্রতি বোন অর্পিতা খানের বাড়িতে রাখি উৎসবে যোগ দিলেও তিনি ক্যামেরার সামনে মুখ দেখানো এড়িয়ে যান। পরে ভাগ্নি আয়াতকে নিয়ে মুম্বাইয়ের একটি জনসম্মুখ অনুষ্ঠানে অংশ নিলে সেখানে ঘটে উত্তেজনাপূর্ণ ঘটনা। সালমানকে দেখেই ফটোসাংবাদিকরা ভিড় জমিয়ে ছবি তুলতে শুরু করলে ভিড়ের চাপে ভয় পেয়ে মামার কোলে উঠে যায় ছোট্ট আয়াত। এ সময় সালমান ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের উদ্দেশে কঠোরভাবে বলেন, “দেখছেন, ছোট্ট একটি বাচ্চা আছে, গুনে গুনে ১০ পা দূরে থাকুন।” তার এই কড়া সতর্কবার্তার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

-রাফসান


প্রেমের কথা স্বীকার করলেন জয়া আহসান, জানুন প্রেমিকের পরিচয়

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১১ ১৩:১৫:২০
প্রেমের কথা স্বীকার করলেন জয়া আহসান, জানুন প্রেমিকের পরিচয়
ছবি: সংগৃহীত

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব থাকা জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার ভাঙলেন সেই নীরবতা। চলচ্চিত্র, সমাজ, সংস্কৃতি কিংবা সমসাময়িক বিষয় নিয়ে খোলামেলা মতামত দিলেও নিজের প্রেম ও সম্পর্কের প্রসঙ্গ এতদিন আড়ালে রেখেছিলেন তিনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন, তিনি বহু বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন এবং তার সঙ্গী মিডিয়া জগতের কেউ নন।

বর্তমানে পশ্চিমবঙ্গে মুক্তিপ্রাপ্ত দুটি ছবি ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’ এর প্রচারণায় ব্যস্ত জয়া আহসান কলকাতায় অবস্থান করছেন। সেখানেই ইনডালজ এক্সপ্রেস-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, “হ্যাঁ, আমার জীবনে একজন আছেন। আমরা বহু বছর ধরে একসঙ্গে আছি, কিন্তু তিনি মিডিয়া পেশার সঙ্গে জড়িত নন।”

প্রেম ও সম্পর্কের বিষয়ে জয়ার দৃষ্টিভঙ্গি পরিষ্কার তার কাছে সম্পর্কের ভিত্তি হিসেবে বন্ধুত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “পার্টনার হওয়ার আগে বন্ধু হওয়াটা আমার কাছে জরুরি। সেই বন্ধুত্বকে আজীবন ধরে রাখাই আসল ব্যাপার। আমি অনেক ভ্রমণ করি, দীর্ঘ সময় শুটিংয়ে ব্যস্ত থাকি, কিন্তু তিনি কখনো অভিযোগ করেন না। বরং সবসময় সমর্থন জোগান, যা সত্যিই বিরল।”

তবে বিয়ে নিয়ে কোনো তাৎক্ষণিক পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়ে দেন এই অভিনেত্রী। তার ভাষায়, “বিয়ে করে একসঙ্গে থাকার বিষয়টিকে আমি সম্মান করি, কিন্তু এখনই তেমন কোনো ইচ্ছা বা পরিকল্পনা নেই। বিয়ে নিয়ে আমার কিছুটা ভয়ও আছে, হয়তো আগের অভিজ্ঞতার কারণে।”

জয়া আরও জানান, তিনি ও তার সঙ্গী দুজনেই ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। শান্ত স্বভাব, ব্যক্তিগত পরিসরকে সম্মান দেওয়া এবং পারস্পরিক বোঝাপড়ার মতো গুণাবলিই তাদের দীর্ঘ সম্পর্ককে দৃঢ় করেছে।

-অনন্যা

পাঠকের মতামত: