ইচ্ছাকৃতভাবে গাজায় ফিলিস্তিনিদের অনাহারে রাখছে ইসরায়েল:অ্যামনেস্টি

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৮ ১৪:৩৬:৪৯
ইচ্ছাকৃতভাবে গাজায় ফিলিস্তিনিদের অনাহারে রাখছে ইসরায়েল:অ্যামনেস্টি
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি অভিযোগ করেছে যে, ইসরায়েল গাজায় ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনিদের অনাহারে রাখছে। সোমবার (১৮ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, গাজায় চিকিৎসাসেবায় নিয়োজিত কর্মীরা জানিয়েছেন, অবরোধ ও হামলার কারণে বিপুলসংখ্যক শিশু অপুষ্টিতে ভুগছে।

অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল গাজা উপত্যকায় পরিকল্পিতভাবে অনাহারে রাখার কৌশল ব্যবহার করছে, যা ফিলিস্তিনিদের স্বাস্থ্য ও সামাজিক কাঠামোকে ধ্বংস করছে। এএফপি জানায়, ইসরায়েল দুই বছর ধরে গাজায় ত্রাণ সহায়তা প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েল থেকে ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল, যার মধ্যে এখন পর্যন্ত ১৪৮ জন মুক্তি পেয়েছেন। এখনো প্রায় ৫০ জন গাজায় আটক আছেন বলে ধারণা করা হচ্ছে, তবে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের অন্তত অর্ধেক আর জীবিত নেই। এএফপির অনুরোধে ইসরায়েলি সামরিক ও পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।


গাজায় ইসরায়েলি আগ্রাসন: প্রতিবাদে আজ ইতালিতে দেশব্যাপী ধর্মঘট

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০২ ২১:৩০:৪৩
গাজায় ইসরায়েলি আগ্রাসন: প্রতিবাদে আজ ইতালিতে দেশব্যাপী ধর্মঘট
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইতালিতে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন শ্রমিক ও নাগরিক সংগঠন। আজ শুক্রবার (৩ অক্টোবর) সারা দেশে এই ধর্মঘট পালিত হবে।

টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত রাতে ইসরায়েলি বাহিনী ত্রাণবহরের জাহাজগুলো আটক করে। সেখানে যোগ দেওয়া অধিকারকর্মীদের মধ্যে ২০ জনেরও বেশি ইতালির নাগরিক রয়েছেন। এমন খবর ছড়িয়ে পড়ার পর বেশ কয়েকটি ইতালীয় শহরে বিক্ষোভ শুরু হয়েছে।

বিক্ষোভ ও রেল অবরোধ

দক্ষিণাঞ্চলীয় শহর নেপলসে বিক্ষোভকারীরা প্রধান রেলস্টেশনে প্রবেশ করে এবং ট্রেন চলাচল বন্ধ করে দেয়। রাজধানী রোমের আরেকটি স্টেশনে বিক্ষোভকারীরা জড়ো হলে পুলিশ সেটিকে ঘিরে ফেলে। এছাড়া ইতালির বিভিন্ন শহরে বড় বড় মিছিল দেখা গেছে।

ইতালির বৃহত্তম শ্রমিক ইউনিয়ন সিজিআইএল (CGIL) জানিয়েছে, “আমাদের নাগরিকদের বহনকারী বেসামরিক জাহাজের বিরুদ্ধে আগ্রাসন একটি অত্যন্ত গুরুতর বিষয়।” ধর্মঘটে অন্যান্য ছোট ইউনিয়নগুলোও যোগ দেবে।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জেনোয়াতে ইউএসবি ইউনিয়ন ঘোষণা করেছে, তারা ধর্মঘটে যোগ দেবে এবং বন্দর অবরোধ করার চেষ্টা করবে। সেই সঙ্গে সমস্ত বিক্ষোভকারীদের রাত ১০টায় শহরের প্রধান প্রবেশপথে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছে।

আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব

টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, গত দুই সপ্তাহ ধরে ইতালির শ্রমিকরা ইসরায়েলে বাণিজ্যের সঙ্গে জড়িত বিভিন্ন জাহাজকে ডকিং (নোঙর) এবং লোড করা থেকে বিরত রয়েছে। গত সপ্তাহেও গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ এবং অস্ত্র রপ্তানি বন্ধের দাবি জানিয়ে ইতালির একটি শহরে ধর্মঘট হয়েছিল। তবে এবার তা দেশব্যাপী পালিত হচ্ছে।


ইসরায়েলি বাহিনী আমাকে অপহরণ করেছে: গ্রেটা থুনবার্গ

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০২ ১৯:৪৪:৩১
ইসরায়েলি বাহিনী আমাকে অপহরণ করেছে: গ্রেটা থুনবার্গ
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার পর একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমাকে অপহরণ করা হয়েছে।’

বৃহস্পতিবার (২ অক্টোবর) সিএনএন-এর লাইভ প্রতিবেদনে জানানো হয়, গত রাতে গ্রেটাকে আটক করার পর ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক রেকর্ড করা ভিডিওটি প্রকাশ করা হয়েছে।

ভিডিও বার্তায় গ্রেটা থুনবার্গ বলেছেন:

“আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন...ইসরায়েলি বাহিনী আমাকে অপহরণ করেছে এবং আমার ইচ্ছার বিরুদ্ধে নিয়ে গেছে। আমাদের মানবিক মিশন ছিল অহিংস এবং আন্তর্জাতিক আইন মেনে চলা। দয়া করে আমার সরকারকে বলুন, যেন আমার এবং অন্যদের অবিলম্বে মুক্তি দাবি করা হয়।”

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত মধ্যরাতের মধ্যে ইসরায়েলি নৌ-কমান্ডোরা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রায় ৪০টি জাহাজে উঠে পড়ে এবং শত শত কর্মীকে আটক করে। আটক যাত্রীদের মধ্যে নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলাও রয়েছেন।

রয়টার্সের যাচাই করা ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভিডিওতে গ্রেটাকে সৈন্য-বেষ্টিত একটি ডেকের ওপর বসে থাকতে দেখা গেছে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটককৃত সকল ফ্লোটিলা যাত্রীকে নিরাপদে ইসরায়েলে নেওয়া হচ্ছে এবং তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে।

ফিলিস্তিন কর্তৃপক্ষের বিবৃতি

ফিলিস্তিন কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা একটি শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্যোগ। এর লক্ষ্য গাজা উপত্যকায় ইসরায়েলের অমানবিক অবরোধ ভেঙে ফেলা এবং আন্তর্জাতিক আইন অনুসারে অনাহার নীতি ও গণহত্যার অবসান ঘটানো।

বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিন রাষ্ট্র পুনর্ব্যক্ত করছে যে, ফিলিস্তিনের জলসীমার ওপর ইসরায়েলের কোনো কর্তৃত্ব বা সার্বভৌমত্ব নেই।


ফ্লোটিলার কর্মীদের উচ্চ-নিরাপত্তা কারাগারে রাখতে পারে ইসরায়েল

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০২ ১৯:০৩:৩৯
ফ্লোটিলার কর্মীদের উচ্চ-নিরাপত্তা কারাগারে রাখতে পারে ইসরায়েল
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরে থাকা কর্মীদের আটক করেছে ইসরায়েল। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরে থাকা আটক অধিকারকর্মীদের উচ্চ-নিরাপত্তার ‘কেটজিওট’ কারাগারে রাখতে পারে ইসরায়েল। এই কারাগারটি ‘কঠোর’ ব্যবস্থার জন্য পরিচিত। বৃহস্পতিবার (২ অক্টোবর) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্যারিসের সায়েন্সেস পো বিশ্ববিদ্যালয়ের ইসরায়েলি আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ওমর শাটজ মনে করেন, এই ৫০০ কর্মীকে দক্ষিণ ইসরায়েলের কেটজিওট কারাগারে রাখা হতে পারে। শাটজ বলেন, কেটজিওট একটি উচ্চ-নিরাপত্তা কেন্দ্র, যেখানে সাধারণত অভিবাসন বন্দীদের রাখা হয় না।

দীর্ঘদিন আটকে রাখার আহ্বান

শাটজ আরও বলেন, শত শত লোককে সামলানো ইসরায়েলের জন্য লজিস্টিকভাবে কঠিন হবে, তাই কর্মীদের সেখানে আটকে রাখা হতে পারে। তবে কেটজিওট কারাগার কঠোর অবস্থার জন্য পরিচিত।

ইসরায়েলি অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, ফ্লোটিলা অংশগ্রহণকারীদের দীর্ঘক্ষণ আটকে রাখা উচিত। ইসরায়েলি মানবাধিকার সংস্থা আদালাহ বলেছে, “গম্ভীর উদ্বেগ রয়েছে যে, কর্মীদের সঙ্গে পূর্ববর্তী ফ্লোটিলা মিশনের তুলনায় আরও কঠোর আচরণ করা হতে পারে।”


আটক ফ্লোটিলা যাত্রীদের নিয়ে ইসরায়েলের বার্তা

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০২ ১৮:৩১:৪৬
আটক ফ্লোটিলা যাত্রীদের নিয়ে ইসরায়েলের বার্তা
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ (জিএসএফ) থেকে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ শত শত কর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জিএসএফ-এর একটি নৌকা ছাড়া বাকি সব নৌকা আটক করা হয়েছে। আটক হওয়া কর্মীদের নিজ দেশে পাঠানোর জন্য ইসরায়েলি বন্দরে আনা হচ্ছে।

অভিযান ও আটকের চিত্র

বিবিসি’র অনুমান, নৌকাগুলো থেকে মোট ৪৪৩ জনকে আটক করা হয়েছে। ইসরায়েলি নৌ কমান্ডোরা সমুদ্রে জাহাজ দখলের সময় অনেকের ওপর জলকামান দিয়ে আক্রমণ চালায়।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটককৃত সবাই ‘নিরাপদ ও সুস্থ আছেন’ এবং তাদের আশদোদ বন্দরে আনা হচ্ছে। সেখান থেকে তাদের ইউরোপে ফেরত পাঠানোর ‘ডিপোর্টেশন প্রক্রিয়া’ শুরু হবে।

বৃহস্পতিবার বিকেলে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় আরও এক বিবৃতিতে জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ‘উস্কানি’ শেষ হয়েছে। তারা দাবি করে, হামাস-সুমুদের কোনো উস্কানিমূলক নৌকা সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা ‘বৈধ নৌ অবরোধ’ ভাঙার প্রচেষ্টায় সফল হয়নি।

একটি জাহাজে অনিশ্চয়তা

মন্ত্রণালয় জানিয়েছে, সম্ভাব্য যান্ত্রিক সমস্যাযুক্ত একটি জাহাজ গাজা থেকে কিছু দূরে সমুদ্রে রয়ে গেছে। যদি এটি কাছে আসে, সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ এবং অবরোধ ভাঙার প্রচেষ্টা করে, তবে সেটি প্রতিরোধ করা হবে।


গাজার পথে ত্রাণ: ইসরায়েলি বাধা উপেক্ষা করে ছুটছে ৪ জাহাজ

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০২ ১৭:২৯:২৪
গাজার পথে ত্রাণ: ইসরায়েলি বাধা উপেক্ষা করে ছুটছে ৪ জাহাজ
ছবি: সংগৃহীত

গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৪টি জাহাজের মধ্যে মাত্র চারটি জাহাজ এখনো গাজার দিকে ছুটে চলেছে। ইসরায়েলি নৌ-কমান্ডোরা অধিকাংশ নৌযানে অভিযান চালিয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের জলসীমায় প্রবেশকারী নৌবহরের প্রথম দুটি জাহাজ ‘মাইকেনো’ এবং ‘ম্যারিনেট’ এখনো যাত্রা করছে। এছাড়া আইনজীবীদের বহনকারী ‘সামারটাইম-জং’ এবং ‘শিরিন’ নামের আরও দুটি জাহাজ চলছে বলে ধারণা করা হচ্ছে।

গ্রেটা থুনবার্গসহ শত শত কর্মী আটক

জানা গেছে, গত মধ্যরাতে ইসরায়েলি নৌ-কমান্ডোরা গ্লোবাল ফ্লোটিলার ৪৪টি জাহাজের মধ্যে প্রায় ৪০টিতে উঠে পড়েন। তারা জিপিএস সিগন্যাল বন্ধ করে দিয়ে জাহাজে থাকা শত শত কর্মীকে আটক করেন।

আটককৃতদের মধ্যে সুইডিশ পরিবেশবাদী আন্দোলনকারী গ্রেটা থুনবার্গও রয়েছেন। রয়টার্সের যাচাই করা ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভিডিওতে গ্রেটাকে সৈন্য-বেষ্টিত একটি ডেকের ওপর বসে থাকতে দেখা গেছে। এছাড়াও, নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলাও আটক যাত্রীদের মধ্যে রয়েছেন।

আন্তর্জাতিক নিন্দা ও বিক্ষোভ

গাজামুখী নৌবহরটিতে ইসরায়েলি এমন হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। তুরস্ক এই ঘটনাকে সরাসরি ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়েছে। একই সঙ্গে এ ঘটনায় স্পেন, ইতালি, জার্মানি, তুরস্ক ও গ্রিসসহ বহু দেশে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।


মরক্কোতে জেন-জি বিক্ষোভ: পুলিশ স্টেশনে আগুন

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০২ ১৭:১৭:০০
মরক্কোতে জেন-জি বিক্ষোভ: পুলিশ স্টেশনে আগুন
ছবি: সংগৃহীত

মরক্কোতে ‘জেন-জি’ তরুণদের নেতৃত্বে চলা বিক্ষোভে পুলিশ গুলি চালিয়েছে। এতে দুজন নিহত হয়েছেন। এর আগে বিক্ষোভে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে বিক্ষুব্ধরা পুলিশ স্টেশনে আগুন দেয় এবং পুলিশের ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে। ডয়চে ভেলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বুধবার (১ অক্টোবর) দেশটির উপকূলীয় শহর আগাদিরের লাকলিয়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের সূত্রপাত

পুলিশ জানিয়েছে, লাকলিয়া এলাকার একটি পুলিশ স্টেশনে একদল বিক্ষোভকারী হামলা চালায়। পুলিশ দাবি করেছে, হামলাকারীরা ছুরি হাতে ছিল এবং অস্ত্র লুটের চেষ্টা করছিল। পরিস্থিতি সামাল দিতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়।

জেন-জি-২১২ ও মরোক্কান ইয়ুথ ভয়েসের মতো তরুণ গোষ্ঠীর নেতৃত্বে বিক্ষোভের ঢেউ কমপক্ষে ১১টি শহরে ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্যসেবা, ক্রমবর্ধমান বৈষম্য এবং দুর্বল শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ থেকে তরুণরা রাস্তায় নামেন। গত শনিবার থেকে রাবাতে শান্তিপূর্ণ বিক্ষোভ চলছিল; কিন্তু পুলিশ গণগ্রেপ্তার শুরু করলে ক্ষোভ বাড়ে। বুধবারের পুলিশ স্টেশনে হামলা সেই ক্ষোভেরই প্রকাশ।

সরকারের দ্বিমুখী আচরণ

গণগ্রেপ্তার করলেও সরকার এখন সংলাপের আহ্বান জানাচ্ছে। সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে জানানো হয়, তরুণদের দাবি পর্যালোচনা করার পর সরকার নিশ্চিত করছে যে, তারা প্রয়োগযোগ্য দাবিগুলো মনোযোগ সহকারে আমলে নেবেন। তবে আন্দোলনকারীরা বলছেন, সরকারের আচরণ দ্বিমুখী এবং দমন-পীড়ন ও সংলাপ একসঙ্গে চলতে পারে না।


ইসরায়েলের আক্রমণে পিছু হটব না: গাজামুখী নৌবহর থেকে শহিদুল আলম

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০২ ১৬:৪০:০০
ইসরায়েলের আক্রমণে পিছু হটব না: গাজামুখী নৌবহর থেকে শহিদুল আলম
শহিদুল আলম। ছবি: ফেসবুক

গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহর থেকে সবশেষ পরিস্থিতি সম্পর্কে ভিডিও বার্তা দিয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। বৃহস্পতিবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া বার্তায় তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “ইসরায়েলের কোনো আক্রমণে আমরা পেছনে যাবো না, অবশ্যই সেখানে পৌঁছাবো।”

বাধার মুখেও যাত্রা অব্যাহত

শহিদুল আলম জানান, যদিও তারা মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঝড়ের ভেতর দিয়ে এসেছেন, এখন ঝড় কিছুটা কমেছে। তিনি বলেন, ঝড়ের আগেই গাজায় পৌঁছানোর জন্য জাহাজের ক্যাপ্টেন দ্রুত জাহাজ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন।

তিনি উল্লেখ করেন, তাদের জাহাজ ফ্লোটিলার একেবারে শেষ অংশে রয়েছে এবং সামনের দিকের নৌযানগুলো ইতোমধ্যেই গাজার কাছাকাছি পৌঁছে গেছে। শহিদুল আলম নিশ্চিত করেন, “সামনের দিকে যেগুলো ছিল, রাতে ইসরায়েলি হানাদার বাহিনী আক্রমণ করেছিল।” তবে তাদের জাহাজ এখনো সেই জায়গায় পৌঁছায়নি।

তিনি বলেন, “আমরা ক্রমশই কাছে এগিয়ে যাচ্ছি। সেখানে অবশ্যই পৌঁছাবো। ইসরায়েলের আক্রমণে কোনো কারণেই কোনোভাবেই পেছনে যাবো না।” বর্তমানে সমুদ্র উত্তপ্ত এবং ঝড়ের আশঙ্কা থাকলেও, তারা যাত্রা চালিয়ে যাবেন বলে জানান এই আলোকচিত্রী।

https://www.facebook.com/shahidul.alam001?ref=embed_video


গাজামুখী ত্রাণবহরে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মানবাধিকারকর্মী

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০২ ১৪:৪১:১৫
গাজামুখী ত্রাণবহরে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মানবাধিকারকর্মী
রুহি লোরেন আখতার। ছবি: ফেসবুক

গাজার জনগণের জন্য ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরে অংশ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মানবাধিকারকর্মী ও স্বাস্থ্য বিশেষজ্ঞ রুহি লোরেন আখতার। ইংল্যান্ডের নর্থাম্বারল্যান্ডের মোরপেথে যার জন্ম। তিনি গত ১৮ সেপ্টেম্বর থেকে এই নৌবহরের সঙ্গে যুক্ত রয়েছেন।

‘দৃঢ়প্রতিজ্ঞা ও আশা নিয়ে এগিয়ে যাচ্ছি’

বুধবার (১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রুহি লোরেন লিখেছেন, গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে এগিয়ে যাওয়া ফ্লোটিলার অন্যান্য নৌযানের ঠিক পেছনে ‘সামারটাইম জং’ নামের একটি জাহাজে তিনি অবস্থান করছেন।

তিনি লিখেছেন:

“আমরা চরম অনিশ্চয়তার মধ্যেও দৃঢ়প্রতিজ্ঞা এবং আশা নিয়ে এগিয়ে যাচ্ছি। নৌবহরের এই দলটি মানবিক সহায়তা নিয়ে ইসরায়েলি বাধা উপেক্ষা করে গাজায় পৌঁছানোর শেষ চেষ্টা করছে।”

রুহি লোরেন আখতারের পরিচয়

রুহি লোরেন আখতার ‘রিফিউজি বিরিয়ানি অ্যান্ড ব্যানানাস’ (আরবিবি) নামের একটি মানবিক সংস্থার প্রতিষ্ঠাতা। এই সংস্থাটি যুদ্ধ ও সংঘাত থেকে পালিয়ে আসা বাস্তুচ্যুত মানুষদের জন্য জরুরি খাদ্য, স্বাস্থ্যসামগ্রী, দক্ষতা উন্নয়ন এবং নেতৃত্ব প্রশিক্ষণের মতো কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে সংস্থাটির কার্যক্রম গাজা ও গ্রিসে চালু রয়েছে। বাস্তুচ্যুত জনগোষ্ঠীর পাশে থাকার অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ রুহি ২০২৫ সালের অক্টোবরে নর্থ ইস্ট বাংলাদেশি অ্যাওয়ার্ডে ‘পারসন অব দ্য ইয়ার’ সম্মাননা লাভ করেন।


ঝড়ের সতর্কতা সত্ত্বেও অভিযান অব্যাহত, কতদূর আগাল সুমুদ ফ্লোটিলা?

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০২ ১৪:৩৩:১০
ঝড়ের সতর্কতা সত্ত্বেও অভিযান অব্যাহত, কতদূর আগাল সুমুদ ফ্লোটিলা?
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কমিউনিটি প্রকাশিত ছবি। সংগৃহীত

ইসরায়েলের বাধা সত্ত্বেও গাজামুখী আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি জাহাজ গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে। লাইভ ট্র্যাকার অনুযায়ী, বৃহস্পতিবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা ১টার দিকে ‘মিকেনো’ নামের নৌকাটি গাজা উপকূল থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থান করছিল। আয়োজকরা জানিয়েছেন, মিকেনোর মতো আরও কয়েকটি যান উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। বেলা ১টা পর্যন্ত ২৪টি নৌকা গাজা অভিমুখে যাত্রা করছিল।

আক্রমণের মুখে শহিদুল আলমের অভিজ্ঞতা

গাজা অভিমুখী অপর একটি নৌযানে (কনশেন্স ফ্লোটিলা) আছেন একমাত্র বাংলাদেশি হিসেবে আলোকচিত্রী শহিদুল আলম। বেলা ১টার দিকে তিনি তার ফেসবুক পেজে জানান, এটি বহরের সবশেষ নৌযান। তিনি লেখেন:

“আমরা ভয়ভীতিতে বিচলিত না হয়ে গাজার পথে অগ্রসর হচ্ছি। গ্রিসের কর্তৃপক্ষ এরই মধ্যে ঝড়ের সতর্কতা দিয়েছে। ক্যাপ্টেন গতিবেগ বাড়িয়েছেন যাতে আমরা ঝড়ের আগেই এগিয়ে থাকতে পারি। গতরাতেও (বুধবার) আমরা ঝড়ের মুখে পড়েছিলাম। সামনের দলগুলো ইতোমধ্যে আক্রমণের শিকার হয়েছে।”

গ্রেটা থুনবার্গসহ দুই শতাধিক কর্মী আটক

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মোট প্রায় ৫০টি নৌযানে বিভিন্ন দেশের ৫০০ জন কর্মী ছিলেন। যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য মানবিক সহায়তা নিয়ে যাচ্ছিল এই নৌবহর। তবে বুধবার রাতে ইসরায়েলি বাহিনী ১৩টি নৌযান সাগরে আটকে দেয় এবং সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ দুই শতাধিক অধিকারকর্মীকে আটক করে।

আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আটককৃতদের ছবি প্রকাশ করেছে এবং তাদের ইসরায়েলের আশদোদ বন্দরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটককৃতরা নিরাপদ ও সুস্থ আছেন এবং তাদের ইউরোপে ‘নির্বাসন প্রক্রিয়া’ শুরু হবে।

অন্যদিকে, জর্ডান থেকে আল জাজিরার সাংবাদিক নূর ওদেহ জানিয়েছেন, যেসব নৌযান এখনো চলছে, সেগুলো ইসরায়েলি জাহাজের কাছাকাছি যাওয়া মাত্রই যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। আটক কিংবা হয়রানি এড়ানোর জন্য অনেক কর্মী তাদের মোবাইল ফোন সাগরে ফেলে দিচ্ছেন, যার ফলে নৌযানে থাকা কর্মীদের সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে।

পাঠকের মতামত: