জলবায়ু পরিবর্তন

পর্যটন আর পরিবেশ সচেতনতার নতুন সংজ্ঞা দিচ্ছে কোপেনহেগেন

পরিবেশ ও জলবায়ু ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৩ ১১:২২:১৩
পর্যটন আর পরিবেশ সচেতনতার নতুন সংজ্ঞা দিচ্ছে কোপেনহেগেন

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন এবার ট্যুরিজমের সংজ্ঞাকেই নতুনভাবে উপস্থাপন করছে। শহরটিতে চালু হয়েছে 'CopenPay' নামের এক অভিনব প্রকল্প, যেখানে পর্যটকেরা পরিবেশবান্ধব কাজের বিনিময়ে উপভোগ করতে পারছেন নানা আকর্ষণীয় অভিজ্ঞতা একেবারেই বিনামূল্যে বা ছাড়ে। যেমন, খাল থেকে ময়লা তুললেই মিলছে এক ঘণ্টার বৈদ্যুতিক নৌভ্রমণ, যার বাজারমূল্য সাধারণত ৯৫ মার্কিন ডলার। মেক্সিকোর পর্যটক রোসিও গোমেজ সম্প্রতি এমনই এক অভিজ্ঞতার কথা শেয়ার করে বলেন, “একদিকে ভালো কিছু করছি, আরেকদিকে দারুণ সময় কাটাচ্ছি।”

এই প্রকল্পটি শুধুমাত্র বিনোদনের জন্য নয়, বরং পরিবেশ সুরক্ষার ক্ষেত্রেও তা রাখছে বাস্তব অবদান। অংশগ্রহণকারীরা কেউ বাগানে কাজ করে পাচ্ছেন রেস্তোরাঁর খাবারে ডিসকাউন্ট, কেউবা তিন দিনের বেশি শহরে থাকলে পাচ্ছেন ফ্রি গাইডেড ট্যুর। এমনকি কফি বা কনসার্ট টিকিটও মিলছে শুধু প্লাস্টিক বর্জ্য পরিষ্কারে অংশ নিলে। শহরের পর্যটন বোর্ড 'Wonderful Copenhagen'–এর যোগাযোগ প্রধান রিক্কে হলম পিটারসেন জানান, “আমরা দেখতে পাই, প্রতি পাঁচজনের মধ্যে চারজন ভালো কিছু করতে চান, কিন্তু কাজ করেন মাত্র একজন। তাই আমরা এমন একটি মডেল তৈরি করেছি যা মানুষকে কাজে উদ্বুদ্ধ করবে।”

গেল বছর পরীক্ষামূলকভাবে চালু এই প্রকল্পে অংশ নেয় প্রায় ৭৫ হাজার মানুষ। এবছর সেই সংখ্যা দ্বিগুণ হওয়ার আশা করা হচ্ছে। অংশ নিচ্ছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও, যাদের অর্থনৈতিক কোনো লাভ হচ্ছে না, কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা এগিয়ে এসেছে।

নৌকা ভাড়া প্রদানকারী প্রতিষ্ঠান GoBoat-এর সহযোগিতায় প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার ৬০ জন করে ব্যক্তি এই সুযোগ পাচ্ছেন। এই প্রতিষ্ঠানে কর্মরত মেরিন বায়োলজিস্ট ইসাবেল স্মিথ জানান, প্রতিটি নৌকা গড়ে দুই কেজি করে প্লাস্টিক বর্জ্য তুলে আনছে, যা তিনি দৈর্ঘ্য-প্রস্থ মেপে শ্রেণিবিন্যাস করেন গবেষণার জন্য। এই গবেষণায় তথ্য দিচ্ছে খালের দূষণ পরিস্থিতি এবং প্লাস্টিকের ধরন ও উৎস সম্পর্কে।

এই উদ্যোগ শুধু বিদেশি পর্যটক নয়, স্থানীয়রাও দারুণভাবে গ্রহণ করেছে। ইতালির শিক্ষার্থী মার্তা রেস্কিলিয়ান, যিনি ইরাসমাস প্রোগ্রামে কোপেনহেগেনে ঘুরতে এসেছেন, বললেন, “ছাত্রজীবনে বাজেট সবসময় টানাটানির মধ্যে থাকে। কিন্তু এই প্রকল্প আমাদের পরিবেশবান্ধব কাজ করতে উৎসাহিত করছে এবং বিনিময়ে দিচ্ছে দারুণ অভিজ্ঞতা।” তিনি আরও বলেন, “বিশ্বের অনেক শহরের উচিত এমন উদ্যোগ গ্রহণ করা, কারণ অতিরিক্ত পর্যটন অনেক সমস্যার জন্ম দিচ্ছে।”

'CopenPay'-এর জনপ্রিয়তা দেখে অন্যান্য শহরও আগ্রহ দেখাচ্ছে এই মডেল গ্রহণে। Wonderful Copenhagen ইতোমধ্যে বিশ্বের ১০০টি পর্যটন শহরের সঙ্গে এই অভিজ্ঞতা শেয়ার করেছে। ভবিষ্যতে শীতকালেও এ ধরনের কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। প্রতিবছর গ্রীষ্মকালে প্রায় ৪০ লাখ পর্যটক কোপেনহেগেনে ভ্রমণ করেন। এই ধরনের সামাজিক, পরিবেশবান্ধব উদ্যোগ সেই শহরকে শুধু আকর্ষণীয় পর্যটন গন্তব্য নয়, বরং সচেতন ও টেকসই উন্নয়নের শহর হিসেবেও তুলে ধরছে।

-এম জামান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ