অবাধ লুটপাটে পাথরশূন্য হয়ে যাচ্ছে সিলেটের সাদাপাথর

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১১ ২১:২৫:৫৫
অবাধ লুটপাটে পাথরশূন্য হয়ে যাচ্ছে সিলেটের সাদাপাথর
ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় দীর্ঘদিন ধরে অব্যাহত পাথর লুটপাটের কারণে প্রাকৃতিক সম্পদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশাসনের নজরদারি ও পদক্ষেপের অভাবে এখন এই অঞ্চলটি প্রায় পাথরশূন্য হয়ে বিরানভূমিতে পরিণত হচ্ছে। স্থানীয়রা জানায়, সাম্প্রতিক পাহাড়ি ঢলের ফলে নদীর পানির উচ্চতা বাড়ায় পর্যটকদের আগমন কমে গেছে, যা অনুৎপাদনীয় সুযোগ হিসেবে কাজে লাগিয়ে দিনরাত পাথর উত্তোলন চলছে। শুধুমাত্র গত এক সপ্তাহে নৌকা যোগে হাজারের বেশি ট্রিপে পাথর সরানো হয়েছে।

আঞ্চলিক সূত্র জানায়, দুই সপ্তাহ ধরে কয়েক দফা পাহাড়ি ঢল নেমে ধলাই নদীর উৎসমুখে বিপুল বোল্ডার ও বালু জমেছে। সেই বালু সরিয়ে প্রকাশ্যে পাথর উত্তোলন করছে একটি দুর্ধর্ষ চক্র। স্থানীয়দের দাবি, ইতিমধ্যেই শত কোটি টাকার মূল্যমানের পাথর লুটপাট হয়ে গেছে। যেখানে একসময় স্তরে স্তরে পাথরের স্তূপ ছিল, এখন সেখানে বড় বড় গর্ত দেখা যাচ্ছে।

১৯৯০ সালের পর দীর্ঘ ২৭ বছর পর আবারও এই এলাকায় বিপুল পরিমাণ পাথর জমা হলে উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে এলাকাটি সংরক্ষিত হয়ে পর্যটকদের জন্য আকর্ষণীয় জায়গা হিসেবে পরিচিতি পায়। কিন্তু বর্তমানে সেই সৌন্দর্য বিনষ্ট হওয়ার পথে।

পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা বলেন, "সাদাপাথর লুট শুধু প্রাকৃতিক সম্পদের বিনাশ নয়, এটি কর্মসংস্থান হারানো, পর্যটন শিল্পের ক্ষতি এবং পরিবেশের ভারসাম্য বিনষ্টের সংকেত।"

সিলেট জেলা প্রশাসক মো. শের মাহবুব মুরাদ জানান, "সীমিত জনবল থাকার কারণে তৎপরতা সীমিত, তবে স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। শিগগিরই তাদের সঙ্গে সমন্বয় করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।"

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের মাহমুদ আদনান বলেন, "এককভাবে পুলিশ এই অবস্থা নিয়ন্ত্রণ করতে পারবে না, এজন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন।"

সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, "পর্যটন স্পটে পাথর লুটপাট সহ এমন অবৈধ কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না। ইতিমধ্যে একটি পরিদর্শন টিম পাঠানো হয়েছে এবং পুলিশ ও বিজিবির সমন্বয়ে কঠোর অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।"

/আশিক


ফেনীর সীমান্ত থেকে বাংলাদেশি বৃদ্ধকে আটক করে নিয়ে গেল বিএসএফ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১১ ২০:১২:৫৭
ফেনীর সীমান্ত থেকে বাংলাদেশি বৃদ্ধকে আটক করে নিয়ে গেল বিএসএফ
ছবি: সংগৃহীত

ফেনীর পরশুরাম সীমান্ত থেকে ৬৩ বছর বয়সী নুরুল ইসলামকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার উত্তর কেতরাঙ্গা এলাকার ২১৭৪ নম্বর সীমান্ত পিলার থেকে তাকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। নুরুল ইসলাম বক্সমাহমুদ ইউনিয়নের কৈয়ার কোনা গ্রামের সুলতান আহাম্মদের ছেলে। স্থানীয়রা জানান, তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী।

বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন, আটকের বিষয়টি বিএসএফ কর্তৃপক্ষ জানিয়েছে। বর্তমানে নুরুল ইসলামের ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বিএসএফ নীতিগতভাবে আইনি প্রক্রিয়া শেষে তাকে ফেরত দেয়ার সম্মতি জানায়। আশাকরা বিকেলের মধ্যে তাকে ফিরিয়ে দেওয়া হবে। ফেরত দেওয়ার পর বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো হবে।

/আশিক


হঠাৎ বন্যায় শিবগঞ্জে পানিবন্দি ১১ হাজারের বেশি পরিবার

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১১ ১৯:২৬:০৫
হঠাৎ বন্যায় শিবগঞ্জে পানিবন্দি ১১ হাজারের বেশি পরিবার
ছবি: সংগৃহীত

পদ্মা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নের প্রায় ১১ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে প্রায় ৫০০ হেক্টর জমির ফসল। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, পদ্মার পানি এখনো বিপদসীমার নিচে ০.৪৩ সেন্টিমিটার অবস্থান করছে। তবে পানি প্রবাহের গতি বাড়ছে এবং আগামী দুই দিন পানির আরও বৃদ্ধি হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে নদীর পানি ২১.৬৪ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে।

সরেজমিন পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পাঁকা ও উজিরপুর ইউনিয়নের পুরো এলাকা এবং দূর্লভপুর ও মনাকষা ইউনিয়নের কিছু অংশ পানিতে তলিয়ে গেছে। অনেক পরিবার গৃহপালিত পশু অন্যত্র সরিয়ে নিয়েছে। শিশুরা ঘরের চকি ও টেবিলের ওপর অবস্থান করছে। আশ্রয়কেন্দ্রের অভাবে অনেকেই শিক্ষা প্রতিষ্ঠান বা বাঁধের ওপর আশ্রয় নিয়েছে।

দূর্লভপুর ইউনিয়নের বাদশাহপাড়া গ্রামের প্রতিবন্ধী গুমানী মণ্ডল বলেন, “কয়েকদিন আগে পদ্মায় আমার শেষ সম্বল ভেসে গেছে। এখন খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে, তার ওপর আবার বন্যার পানি ঘরবাড়ি ডুবিয়ে দিয়েছে।” একই এলাকার সোহরাব আলী জানান, বাড়িঘর ভেঙে নৌকায় করে অন্যত্র যাওয়ার পথে নৌকা ডুবে যাওয়ায় যা ছিল তাও হারিয়েছেন।

দূর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম জানান, তার ইউনিয়নের প্রায় তিন হাজার পরিবারের প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি। পাঁকা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেকের ভাষ্য, পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং বন্যা এখন মারাত্মক আকার ধারণ করেছে।

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিঞা জানান, বন্যায় ৪২৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৩৯৫ হেক্টর জমির আউশ ধান, ২৫ হেক্টর জমির সবজি, পাঁচ হেক্টর জমির হলুদ এবং দুই হেক্টর জমির কলা তলিয়ে নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নের প্রস্তুতি চলছে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী জানান, বন্যার কারণে ১২টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করা হয়েছে এবং প্রায় ৫০০ পরিবারের মধ্যে শুকনো খাবার, টিন, নগদ অর্থ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

/আশিক


দুর্নীতি পুরোপুরি নির্মূল সম্ভব না: দুদক চেয়ারম্যান

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১১ ১৮:০৫:১৮
দুর্নীতি পুরোপুরি নির্মূল সম্ভব না: দুদক চেয়ারম্যান
ছবি: সংগৃহীত

দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, তবে তা কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। সোমবার (১১ আগস্ট) জয়পুরহাটের শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এক গণশুনানিতে তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রধান বিচারপতি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বায়তুল মোকাররমের খতিব পালিয়ে গেছেন, যার পেছনে দুর্নীতি বড় কারণ। এছাড়া দেশের বিভিন্ন সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিষয়েও তদন্ত করা প্রয়োজন। তিনি নিজেও স্বচ্ছতার জন্য খোঁজ নেয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দুর্নীতি পুরোপুরি বন্ধ করা সম্ভব না হলেও সবাই যদি আন্তরিকভাবে কাজ করেন, তাহলে তা অনেকটা কমানো সম্ভব। তিনি অভিযোগ খতিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছেন।

গণশুনানিতে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক আকতার হোসেন, রাজশাহী বিভাগীয় পরিচালক ফজলুল হক, পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. সবুর আলী প্রমুখ।

/আশিক


আন্দোলন থামাতে চাঁদা দাবি নিয়ে ভিডিও ভাইরাল, শোকজ এনসিপি নেতা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১১ ১৬:৪২:৪৩
আন্দোলন থামাতে চাঁদা দাবি নিয়ে ভিডিও ভাইরাল, শোকজ এনসিপি নেতা
এনসিপির চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়ক নিজাম উদ্দিন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়ক নিজাম উদ্দিনকে কারণ দর্শানোর জন্য শোকজ নোটিশ পাঠানো হয়েছে। আজ (সোমবার) দুপুরে এনসিপির পক্ষ থেকে তাকে এই নোটিশ প্রদান করা হয়। শোকজ নোটিশে নিজাম উদ্দিনের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। এই ব্যাখ্যা তিনি দলের চট্টগ্রাম মহানগরের প্রধান যুগ্ম সমন্বয়ক মীর আরশাদুল হকের কাছে দিতে পারবেন।

গত রোববার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে চট্টগ্রাম বন্দরে চলমান এক আন্দোলন থামানোর জন্য চাঁদা আদায়ের কথা বলা হচ্ছে। ভিডিওতে দেখা যায়, নিজাম উদ্দিন তার ঘনিষ্ঠ সহযোগী রিফাতের সঙ্গে আন্দোলন থামানোর উদ্দেশ্যে চাঁদার পরিমাণ নিয়ে আলোচনা করছেন। ভিডিওতে রিফাত জানান, সংশ্লিষ্টরা ‘পাঁচ টাকা’ অর্থাৎ পাঁচ লাখ টাকা দিতে চায়, যার উত্তরে নিজাম বলেন, ‘দেখো ১০ টাকা নিতে পারো কিনা’, যা অর্থাৎ দশ লাখ টাকা বোঝানো হয়েছে।

একজন এনসিপির নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ভিডিওতে ব্যবহৃত ‘পাঁচ টাকা’ ও ‘১০ টাকা’ শব্দ দুটি পাঁচ লাখ ও দশ লাখ টাকার প্রতীক। কথোপকথনের এক পর্যায়ে রিফাত জানান, এত টাকা পাওয়া সম্ভব নয়। তবে নিজাম তাকে আশ্বস্ত করেন যে, আন্দোলন বন্ধ হয়ে যাবে এবং তিনি টাকার ব্যবস্থা করার নির্দেশ দেন।

নিজাম উদ্দিন রোববার রাতে এই অভিযোগগুলো অস্বীকার করে বলেন, এটি তার বিরুদ্ধে পরিকল্পিত একটি ষড়যন্ত্র। তিনি দাবি করেন, ভিডিওটি সুপার এডিটেড এবং একটি পক্ষ তার বিরুদ্ধে বিরাজমান ষড়যন্ত্রের অংশ মাত্র।

/আশিক


রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডের প্রস্তুতি চূড়ান্ত

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১০ ১৯:৩৩:০৩
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডের প্রস্তুতি চূড়ান্ত
ছবি: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী নভেম্বরেই প্রথম চুল্লিতে জ্বালানি প্রবেশ করানো হবে এবং বছরের শেষ নাগাদ শুরু হতে পারে উৎপাদনের প্রাথমিক ধাপ বা ‘স্টার্ট আপ’ প্রক্রিয়া।

রবিবার (১০ আগস্ট) আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ১৪ সদস্যের প্রি-ওসার্ট মিশন রূপপুর প্রকল্প পরিদর্শন শুরু করেছে। তারা আগামী ২৭ আগস্ট পর্যন্ত প্রকল্পের সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি মূল্যায়ন করবেন। আইএইএ-এর চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হবে।

প্রকল্পের সাইট ডিরেক্টর প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, নভেম্বরে জ্বালানি লোডের লক্ষ্যে নিরাপত্তামূলক সব পরীক্ষা চলছে। এর মধ্যে ‘হট ও কোল্ড টেস্ট’সহ অধিকাংশ পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। তার মতে, চুল্লিতে জ্বালানি প্রবেশ করানোর ৪৫ থেকে ৫০ দিনের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব হবে, এবং প্রায় তিন মাস পর জাতীয় গ্রিডে সরবরাহ দেওয়া যাবে।

প্রকল্প পরিচালক ড. কবির হোসেন বলেন, আইএইএ-এর মূল্যায়ন রিপোর্ট প্রকল্পের ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুমোদন পেলে উৎপাদনমুখী ধাপে অগ্রসর হওয়া যাবে।

পুরো সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনে পৌঁছাতে আরও ১০ থেকে ১১ মাস সময় লাগবে। ফলে জাতীয় গ্রিডে ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ পূর্ণমাত্রায় সরবরাহ শুরু হতে পারে ২০২৬ সালের শুরুতে।

রাশিয়ার কারিগরি সহায়তা ও অর্থায়নে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যয় নির্ধারিত হয়েছে ১২.৬৫ বিলিয়ন মার্কিন ডলার। ভিভিইআর-১২০০ মডেলের দুটি চুল্লির প্রথমটির উৎপাদন শুরুর নির্ধারিত সময় ছিল ২০২২ সালের ২৩ ডিসেম্বর। তবে নানা জটিলতার কারণে সময়সীমা তিন বছর বাড়িয়ে প্রথম ইউনিটের হস্তান্তর সময় নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর এবং দ্বিতীয় ইউনিটের জন্য ২০২৭ সালের ৩১ ডিসেম্বর।

/আশিক


যশোরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও নারী নির্যাতনের অভিযোগ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১০ ১৮:৩৩:৩৯
যশোরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও নারী নির্যাতনের অভিযোগ
ছবি: সংগৃহীত

যশোরে চাঁদা দাবি নিয়ে যুবদলের দুই নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, পৌর যুবদলের এক নম্বর ওয়ার্ড সভাপতি তারেক হোসেন চুন্নু এবং নগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবসহ সহযোগীরা তিন লাখ টাকা চাঁদা না পেয়ে ওই নারীর বাড়িতে হামলা চালিয়ে নগদ ৫০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছেন। এ সময় ওই নারী শ্লীলতাহানির শিকার হয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী নারী রোববার (১০ আগস্ট) দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব ঘটনা জানান। তার বক্তব্য অনুযায়ী, সংসার চালানোর জন্য তিনি চারটি ইজিবাইক ভাড়া দেন। গত বছরের আগস্ট থেকে তারেক হোসেন চুন্নু নিয়মিত তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় গত ৪ আগস্ট বিকেলে তারেক হোসেন চুন্নু ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রসহ বাড়িতে ঢুকে হামলা চালান। হামলার সময় তার শ্লীলতাহানি করা হয় এবং ঘর তল্লাশি করে ৫০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। একই সঙ্গে তার ছেলে রাকিবকে মারধর করে আহত করা হয় এবং ১১ মাস বয়সী শিশু সন্তানের গলায় চাকু ধরে বাকি টাকা দাবি করা হয়। শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অনেক হামলাকারী পালিয়ে যায়।

স্থানীয়রা কয়েকজনকে হাতেনাতে ধরে রাখলেও পরবর্তীতে চুন্নুর নেতৃত্বে প্রায় ৩০-৪০ জন ফের বাড়িতে এসে মিথ্যা অপবাদ দিয়ে ঘটনাকে অন্য পথে প্রবাহিত করার চেষ্টা করেন। ভুক্তভোগী ওই নারী ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। পরে তিনি কোতোয়ালি থানায় অভিযোগ দিলে পুলিশ প্রথমে অভিযোগ নিতে চাননি, পরে নিলেও কোনো কার্যকর ব্যবস্থা হয়নি। পরে সেনাবাহিনীর সহায়তায় তার মোবাইল ফিরিয়ে পায়। বর্তমানে নারী নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দোষীদের শাস্তি দাবি করেছেন।

অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ওই নারী অনৈতিক কাজে জড়িত থাকার কারণে পুলিশ তাকে আটক করেছিল, এরপর ক্ষুব্ধ হয়ে তিনি তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।

যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ বলেন, অভিযোগ পেলে তদন্ত করে দলের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, পদ ব্যবহারের মাধ্যমে কেউ অপকর্ম করলে কঠোর শাস্তি পাবে, যেই হোক না কেন।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ‘ভুক্তভোগী নারী থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

/আশিক


তিন দাবিতে বরিশালে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, দক্ষিণাঞ্চলে সড়ক যোগাযোগ বন্ধ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১০ ১৮:২৩:১৯
তিন দাবিতে বরিশালে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, দক্ষিণাঞ্চলে সড়ক যোগাযোগ বন্ধ
সেনাবাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। ছবি: সমকাল

বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে তিন দফা দাবিতে ১৪ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। তারা স্বাস্থ্যখাত সংস্কারসহ বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে সেবার মান উন্নয়নের দাবি করছে। প্রতিবাদীদের ওপর সেনাবাহিনী বাধা দিতে গেলে সংঘর্ষ হয়, কিন্তু তারা বাধা অগ্রাহ্য করে অবরোধ অব্যাহত রেখেছে। অবরোধের কারণে বরিশাল ও পাশ্ববর্তী পাঁচ জেলা সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

তিন দফা দাবির মধ্যে রয়েছে দেশের সব সরকারি হাসপাতালে অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ নিশ্চিত করা। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদারকি বাড়িয়ে দুর্নীতি বন্ধ করা, চিকিৎসকদের রাজনীতি নিষিদ্ধ করা ও ডিজিটাল অটোমেশন ও স্বচ্ছ জবাবদিহিমূলক টাস্কফোর্স গঠনসহ স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের কার্যক্রম জোরদার করার দাবি জানানো হয়েছে।

আজ সকাল থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সেনাবাহিনী মোতায়েন ছিল। বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা সেখানে পৌঁছালে সেনাবাহিনী বাধা দিতে গেলে ধাক্কাধাক্কি হয়। আন্দোলনকারীরা তা উপেক্ষা করে জিরো পয়েন্টে বসে স্লোগান দেন এবং অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বিকেলে নথুল্লাবাদ গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, দাবিগুলো মানতে হবে, না হলে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের আন্দোলন শুরু হবে।

আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন মহিউদ্দিন রণি, যিনি রেলওয়ের অব্যবস্থার বিরুদ্ধে এককভাবে আন্দোলন শুরু করে দেশজুড়ে আলোচিত হয়েছেন। রণি জানান, তারা গত ১৪ দিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন চালাচ্ছেন, কিন্তু পুলিশ ও সেনাবাহিনী বিনা উসকানিতে তাদের ওপর আক্রমণ করেছে। তিনি বলেন, ‘ছাত্রলীগ যেভাবে কোনো আন্দোলনের ওপর ঝাঁপিয়ে পড়ে, সেই নিয়মে আমাদের ওপর নিপীড়ন চালানো হচ্ছে।’

/আশিক


রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে গান গাইলেন পলকের ভগিনীপতি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১০ ১৮:১৫:৪৩
রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে গান গাইলেন পলকের ভগিনীপতি
ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন মঞ্চে গান গেয়ে বিতর্কে জড়ালেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ফুফাতো ভাই, কণ্ঠশিল্পী গৌরব হোসেন তুষার। বিএনপির অনুষ্ঠানগুলিতে প্রায়শই তাকে গান গাইতে দেখা যায়, কিন্তু বিষয়টি দলের তৃণমূল থেকে কঠোর প্রতিবাদের মুখে পড়েছে।

গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ৫ আগস্ট জেলা ও মহানগর বিএনপির আয়োজনে গৌরব গান পরিবেশন করেন। সর্বশেষ রোববার (১০ আগস্ট) মহানগর বিএনপির সম্মেলনে তাকে আবারও মঞ্চে দেখা গেছে। রাজশাহী শহরের বাসিন্দা গৌরবের শ্বশুরবাড়ি নাটোরের সিংড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, গৌরবের স্ত্রী সেতু সাবেক প্রতিমন্ত্রী পলকের ফুফাতো বোন। পলক প্রতিমন্ত্রী থাকাকালে গৌরবকে ‘নগদ’ সংস্থায় চাকরি দিয়েছিলেন।

গৌরবের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট বিশ্লেষণে দেখা যায়, তার অসংখ্য ছবি রয়েছে পলকের সঙ্গে। ২০১৮ সালে তিনি ‘নৌকা মার্কায় ভোট দিন’ লেখা সহ একটি ছবিও পোস্ট করেন, যেখানে আওয়ামী লীগের প্রতীক ছিল। ২০১৯ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলকের একটি ছবি পোস্ট করে গৌরব কবিতাও লিখেছেন পলককে নিয়ে। এছাড়া পলক তার বিভিন্ন মিউজিক ভিডিও শেয়ার করে অভিনন্দন জানিয়েছেন।

গণঅভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামকেও ‘প্রগতিশীল পুলিশ কর্মকর্তা’ হিসেবে গৌরব শুভেচ্ছা জানিয়েছেন।

রোববার রাজশাহীর মাদ্রাসা ময়দান সংলগ্ন বিএনপির সম্মেলনে গৌরবের উপস্থিতি তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। এক নেতা জানান, গৌরবের পুরো পরিবারই আওয়ামীপন্থী এবং তার স্ত্রী সেতু রাজশাহী আর্ট কলেজের শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন পলকের মাধ্যমে। গৌরব বিএনপির মঞ্চে গান গাইবেন তা কেউ ভাবেননি।

বিএনপির নেতাকর্মী জসিম উদ্দিন ফেসবুকে লিখেছেন, গৌরব একজন কট্টর আওয়ামী লীগ সমর্থক এবং পলকের অর্থায়নে অনেক মিউজিক ভিডিও করেছেন। তার স্ত্রীও আওয়ামী লীগের প্রভাব কাজে লাগিয়ে চাকরি নিয়েছেন। এমন একজন কণ্ঠশিল্পীকে বিএনপির মঞ্চে দেখে অনেকেই বিস্মিত।

গৌরব ও বিএনপির সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা ফোনে বক্তব্য দিতে রাজি হননি।

/আশিক


সিলেটের এসএসসির পুনঃনিরীক্ষণে নতুন আশা, ৬৩৬ পত্রে ফল বদল

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১০ ১৬:৪৮:৩০
সিলেটের এসএসসির পুনঃনিরীক্ষণে নতুন আশা, ৬৩৬ পত্রে ফল বদল
ছবি: সংগৃহীত

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় পুনঃনিরীক্ষণের ফলাফলে নতুন করে ৩০ শিক্ষার্থী পাস করেছেন এবং ২২ জনের জিপিএ-৫ এসেছে। রবিবার (১০ আগস্ট) সকালেই সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়।

জানা গেছে, ১০ জুলাই প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের পর ১৭ হাজার ৬৮১ শিক্ষার্থী মোট ৩৪ হাজার ৯২০টি পত্রের পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন। পর্যালোচনার পর ৩৪ হাজার ৯২০ পত্রের মধ্যে ৬৩৬টি উত্তরপত্রে পরিবর্তন আসে। এতে ২২১ জনের জিপিএ পরিবর্তিত হয়।

সিলেট শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর তরিকুল ইসলাম জানান, পুনঃনিরীক্ষণের মাধ্যমে অনেক শিক্ষার্থীর ফলাফল সংশোধিত হয়েছে। নতুন করে ৩০ জন পাস এবং ২২ জন জিপিএ-৫ পেয়ে ফলাফলে উন্নতি লাভ করেছেন। তিনি জানান, এই ফলাফল শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ এবং পুনঃনিরীক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতি বোর্ডের দায়বদ্ধতা প্রকাশ পায়।

/আশিক

পাঠকের মতামত: