হারুন অর রশীদসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৮ ১৪:২৮:১১
হারুন অর রশীদসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
ছবি: সংগৃহীত

কর্মস্থলে অনুপস্থিতির কারণে পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে একযোগে সাময়িক বরখাস্ত করেছে সরকার। এদের মধ্যে আলোচিত ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ও ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামানও রয়েছেন।

সোমবার (১৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, এই ১৮ জন কর্মকর্তাকে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর ৩(গ) অনুযায়ী ‘পলায়নের শাস্তিযোগ্য অপরাধে’ অভিযুক্ত হওয়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন:

তিনজন ডিআইজি: মোহাম্মদ হারুন অর রশীদ, সৈয়দ নুরুল ইসলাম ও মহা. আশরাফুজ্জামান।

ছয়জন অতিরিক্ত ডিআইজি: সঞ্জিত কুমার রায়, শ্যামল কুমার মুখার্জী, মো. মনিরুজ্জামান, রিফাত রহমান শামীম, মোহাম্মদ জায়েদুল আলম ও মোহাম্মদ ফরিদ উদ্দিন।

চারজন পুলিশ সুপার: কাজী আশরাফুল আজীম, মো. আসাদুজ্জামান, মো. আবু মারুফ হোসেন ও আয়েশা সিদ্দিকা।

চারজন অতিরিক্ত পুলিশ সুপার: হাসান আরাফাত, রাজন কুমার দাস, মির্জা সালাউদ্দিন ও রাশেদুল ইসলাম।

একজন সহকারী পুলিশ সুপার: মো. হাবিবুল্লাহ।


জাতীয় মৎস্য সপ্তাহে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৮ ১৪:১৫:৫৩
জাতীয় মৎস্য সপ্তাহে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সামুদ্রিক মৎস্য সম্পদের বিপুল সম্ভাবনা থাকলেও আমরা তা এখনো পুরোপুরি কাজে লাগাতে পারিনি। এ ব্যাপারে আমাদের উদ্যোগী হতে হবে। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, উপকূলীয় অঞ্চলের সম্পদ টেকসইভাবে ব্যবহারের লক্ষ্যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সরকার আলোচনা শুরু করেছে। বঙ্গোপসাগরে মৎস্য আহরণে জরিপ ও গবেষণা বাড়াতে হবে।

তিনি নদী ও জলাশয়ে বর্জ্য ফেলা, অবৈধ জালের ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জগুলোকে উদ্বেগজনক উল্লেখ করেন। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই পদ্ধতি খুঁজে বের করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি মৎস্য রপ্তানি বৃদ্ধিতেও গুরুত্ব দিতে হবে। এ জন্য প্রয়োজন সবার সমন্বিত উদ্যোগ।


অসুস্থ ভাষাসৈনিক আহমদ রফিক: একাকী জীবনের দীর্ঘ সংগ্রাম

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৮ ১২:২৯:৪৯
অসুস্থ ভাষাসৈনিক আহমদ রফিক: একাকী জীবনের দীর্ঘ সংগ্রাম
ভাষাসৈনিক আহমদ রফিক। ছবি: সংগৃহীত

ভাষা আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র-গবেষক আহমদ রফিক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৭ আগস্ট) মধ্যরাতে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। সোমবার (১৮ আগস্ট) সকালে ল্যাবএইড গ্রুপের চেয়ারম্যান ডা. এ এম শামীম সাংবাদিকদের জানান, প্রখ্যাত এই ভাষাসৈনিকের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে তার কিডনি জটিলতা দীর্ঘদিনের এবং ডায়াবেটিসও অনিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে।

আহমদ রফিক অসুস্থ অবস্থায় রাজধানীর নিউ ইস্কাটনের গাউসনগরে একটি ভাড়া বাসায় একাই বসবাস করছিলেন। ২০১৯ সালে তার দৃষ্টিশক্তি হ্রাস পেতে শুরু করে। সে সময় চোখে অস্ত্রোপচার করা হলেও অবস্থার তেমন পরিবর্তন হয়নি। পরবর্তীতে ২০২৩ সালে তিনি প্রায় সম্পূর্ণ দৃষ্টিহীন হয়ে পড়েন।

তার ব্যক্তিগত সহকারী আবুল কালাম জানিয়েছেন, ২০২১ সালে পড়ে গিয়ে পা ভাঙার পর থেকেই আহমদ রফিকের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর দৃষ্টি হারানোর কারণে লেখালেখি বন্ধ হয়ে যায়। তিনি লেখালেখিকেই জীবনের প্রধান নিয়ামক হিসেবে দেখতেন, তাই লেখার জগত থেকে বিচ্ছিন্ন হওয়া তাকে গভীর মানসিক কষ্টে ফেলে দেয়।

আহমদ রফিকের জন্ম ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায়। ২০০৬ সালে স্ত্রী ইন্তেকাল করার পর তিনি একাকী জীবনযাপন করছেন। নিঃসন্তান এই ভাষাসৈনিকের জীবনের একমাত্র সম্পদ তার লেখা, সম্পাদনা এবং সংগ্রহ করা বিপুল বই। কবিতা, প্রবন্ধ, ভাষা আন্দোলনের ইতিহাস ও গবেষণামূলক রচনাসহ তার লিখিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক।

বাংলা ভাষা ও সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র আহমদ রফিকের অসুস্থতার খবরে সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। তার সুস্থতার জন্য শুভানুধ্যায়ীরা ইতিমধ্যেই দোয়া কামনা করছেন।

-শরিফুল


ইতিহাসের সর্বোচ্চ ধান-চাল সংগ্রহ করল খাদ্য অধিদপ্তর

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৮ ১১:৩৬:১৪
ইতিহাসের সর্বোচ্চ ধান-চাল সংগ্রহ করল খাদ্য অধিদপ্তর
ছবিঃ সংগৃহীত

চলতি বছরের বোরো সংগ্রহ মৌসুমে ইতিহাসের সর্বোচ্চ ধান ও চাল সংগ্রহ করেছে খাদ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটির ভাষ্যমতে, খাদ্য মন্ত্রণালয় ঘোষিত অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কর্মসূচি ১৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে শেষ হয়, এবং নির্ধারিত লক্ষ্যকে ছাড়িয়ে এবার সর্বোচ্চ সংগ্রহ সম্ভব হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে মোট ৩ লাখ ৭৬ হাজার ৯৪২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার তুলনায় ১০৭.৬৯ শতাংশ। পাশাপাশি সেদ্ধ চাল সংগ্রহ হয়েছে ১৪ লাখ ৬ হাজার ৫৩৩ মেট্রিক টন, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ১০০.৪৬ শতাংশ। আতপ চাল সংগ্রহ হয়েছে ৫১ হাজার ৩০৭ মেট্রিক টন, যা লক্ষ্য অতিক্রম করে দাঁড়িয়েছে ১০২.২১ শতাংশে। ফলে এ মৌসুমে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ধান-চাল সংগ্রহের রেকর্ড গড়েছে খাদ্য অধিদপ্তর।

প্রসঙ্গত, এ বছর সরকার অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কর্মসূচির জন্য তিনটি লক্ষ্য নির্ধারণ করেছিল—৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান, ১৪ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল। কিন্তু কৃষকদের কাছ থেকে ধান-চাল ক্রয়ে সরকারের সক্রিয় উদ্যোগ, কার্যকর পরিকল্পনা এবং মাঠপর্যায়ের কঠোর তদারকির ফলে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে সংগ্রহ।

খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ধান-চাল সংগ্রহে এ সাফল্য দেশের খাদ্য নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। সরকারের অভ্যন্তরীণ মজুত ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কৃষকরা ন্যায্যমূল্যে তাদের উৎপাদিত ধান বিক্রি করার সুযোগ পেয়েছেন, যা কৃষি খাতকে টেকসইভাবে এগিয়ে নিতে সহায়ক হবে।

নীতিনির্ধারক মহল মনে করছে, সর্বোচ্চ ধান-চাল সংগ্রহের এ রেকর্ড দেশের খাদ্য নীতি বাস্তবায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। পাশাপাশি কৃষকদের স্বার্থ সংরক্ষণ, বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং ভোক্তাদের জন্য সুলভ মূল্যে খাদ্য সরবরাহে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

-রফিক


চট্টগ্রামে সিএমপি কমিশনারের বার্তা ফাঁস: কনস্টেবল অমি দাশ গ্রেফতার

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৮ ১১:১০:০২
চট্টগ্রামে সিএমপি কমিশনারের বার্তা ফাঁস: কনস্টেবল অমি দাশ গ্রেফতার
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের ওয়াকিটকিতে দেওয়া নির্দেশনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় অমি দাশ নামের এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। রোববার দিবাগত রাতে খুলশী থানা পুলিশ তাকে আটক করে এবং তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের করা হয়।

গ্রেফতারকৃত অমি দাশ সিএমপির টেলিকম ইউনিটের কনস্টেবল হলেও প্রেষণে খুলশী থানায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়, বাবার নাম রাজিব দাশ। সিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ১২ আগস্ট ওয়্যারলেস নেটওয়ার্কে সিএমপির সকল সদস্যের উদ্দেশে কমিশনার হাসিব আজিজ অস্ত্রধারীদের দেখামাত্র গুলি চালানোর নির্দেশ দেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে বন্দর থানার এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হওয়ার পর তিনি এ নির্দেশ দেন। কমিশনারের এই নির্দেশনার অডিও-ভিডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি আলোচনায় আসে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে অস্বস্তি তৈরি হয়। গোপনীয় বার্তা বাইরে ফাঁস হওয়ায় পুলিশের ভেতরে তৎপরতা শুরু হয় এবং পরবর্তীতে তদন্তের মাধ্যমে দায়ী কনস্টেবলকে শনাক্ত করা হয়।

ঘটনার সূত্রপাত হয় ১১ আগস্ট রাত ২টার দিকে, যখন সল্টগোলা ক্রসিং ইশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষ বাধে এবং বিক্ষোভকারীদের হামলায় পুলিশের বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ গুরুতর আহত হন।

এই প্রেক্ষাপটে পরদিন রাতেই ওয়্যারলেসে কমিশনার একটি বিশেষ নির্দেশ দেন। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগের প্রাধিকার অনুযায়ী সকল থানার মোবাইল পার্টি, পেট্রোল টিম, ডিবি টিম এবং চেকপোস্টে দায়িত্বে থাকা ফোর্সদের অবশ্যই আগ্নেয়াস্ত্র ও লাইভ অ্যামুনিশন বহন করতে হবে। কোনো দল অস্ত্র ও গুলি ছাড়া দায়িত্ব পালনে বের হতে পারবে না।

কমিশনারের নির্দেশনায় আরও বলা হয়, শুধুমাত্র রাবার বুলেট দিয়ে পরিস্থিতি মোকাবিলা সম্ভব হচ্ছে না। বন্দর থানার ঘটনাটি প্রমাণ করেছে যে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। তাই মাঠ পর্যায়ে মোতায়েনকৃত পুলিশ সদস্যদের বলা হয়, যদি কেউ ধারালো অস্ত্র কিংবা আগ্নেয়াস্ত্র নিয়ে সামনে আসে, অস্ত্র বের করার মুহূর্তেই গুলি চালাতে হবে। এ নির্দেশে তিনি আত্মরক্ষার অধিকার সম্পর্কিত ফৌজদারি দণ্ডবিধির ৯৬ থেকে ১০৬ ধারার উল্লেখ করেন।

তিনি জোর দিয়ে বলেন, "অস্ত্র বের করার আগেই কোপ বা গুলি করার সুযোগ দেওয়া যাবে না। অস্ত্র বের করার সঙ্গে সঙ্গে আইনানুগ আত্মরক্ষার প্রয়োগ ঘটাতে হবে। সরকারি গুলির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।"

-শরিফুল


তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারে ২৬ ঘণ্টার আলটিমেটাম

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৭ ২১:৫৩:৫৯
তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারে ২৬ ঘণ্টার আলটিমেটাম
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীন সাথীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরই মধ্যে তার ছেলে, কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করতে সরকারকে ২৬ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স (জেআরএ)।

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে নাসির উদ্দীন সাথীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

একই মামলায় নাসির উদ্দীনের ছেলে তৌহিদ আফ্রিদিকেও আসামি করা হয়েছে। জেআরএ তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে, আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালের নয়, বরং ১৫ আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনেও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন। জেআরএ, পুনাব এবং অন্যান্য সংগঠন মিলে আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য ২৬ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ১ সেপ্টেম্বর মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি যাত্রাবাড়ী থানায় শেখ হাসিনাসহ মোট ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এই মামলার ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং ২২ নম্বর আসামি তার বাবা নাসির উদ্দীন সাথী।


গ্রেপ্তার হলেন মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথী

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৭ ২০:১৫:০৩
গ্রেপ্তার হলেন মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথী
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার এক মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীন সাথীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। মো. নাসির উদ্দীন সাথীকে জুলাই মাসের বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।


জুলাই সনদ জনগণের ইচ্ছার প্রতিফলন নয়: যুক্তরাজ্যের সাংবাদিক

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৭ ১৯:৪৭:১৪
জুলাই সনদ জনগণের ইচ্ছার প্রতিফলন নয়: যুক্তরাজ্যের সাংবাদিক
ডেভিড বার্গম্যান ফাইল ছবি: প্রথম আলো

যুক্তরাজ্যের সাংবাদিক ডেভিড বার্গম্যান রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো জুলাই সনদের চূড়ান্ত খসড়া নিয়ে তাঁর অভিমত জানিয়েছেন। তিনি সনদটিকে ‘জটিল নথি’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং এর কিছু প্রস্তাবকে প্রগতিশীল সংস্কার বলে মন্তব্য করলেও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তীব্র সমালোচনা করেছেন।

সনদের মূল প্রস্তাব ও বার্গম্যানের বিশ্লেষণ

বার্গম্যানের মতে, সনদটির অধিকাংশ প্রস্তাবই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও স্বাধীন করা এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর মতো ‘সাধারণ বুদ্ধিতে গ্রহণযোগ্য প্রগতিশীল সংস্কার’। তবে তিনি বেশ কিছু বিষয়ে প্রশ্ন তুলেছেন:

‘ধর্মনিরপেক্ষতা’: সনদে ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দটি সরাসরি বাদ দেওয়া হয়নি, তবে ‘ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি’র মতো নতুন শব্দ যোগ করা হয়েছে। বার্গম্যানের মতে, এটি একটি কৌশলগত অস্পষ্টতা, যা ভবিষ্যৎ সরকারের হাতে এই বিতর্কের মীমাংসা করার সুযোগ দেবে।

সংসদের দ্বিতীয় কক্ষ: তিনি মনে করেন, এটি প্রধানমন্ত্রীর ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, কিন্তু এটি বাস্তবসম্মত কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

‘জনগণের ইচ্ছা’: বার্গম্যান এই সনদের ‘জনগণের ইচ্ছার সর্বোচ্চ প্রকাশ’ হওয়ার দাবিকে ‘হাস্যকর’ ও ‘সম্পূর্ণ ভুল’ বলে অভিহিত করেছেন। তার মতে, এই ঐকমত্য হয়েছে কিছু ক্ষুদ্র ও অগণতান্ত্রিক রাজনৈতিক দলের মধ্যে, যারা অবাধ নির্বাচনে পরীক্ষিত নয়।

নিহতের সংখ্যা: তিনি সনদে উল্লিখিত ‘১ হাজার ৪০০ জনের বেশি নিরস্ত্র নাগরিক’ নিহত হওয়ার সংখ্যাটিকে অতিরঞ্জিত বলেছেন। তার মতে, প্রকৃত সংখ্যা ৯০০ থেকে ১,০০০-এর মধ্যে হতে পারে।

পিলখানা হত্যাকাণ্ড: বার্গম্যান পিলখানা বিডিআর হত্যাকাণ্ডকে আওয়ামী লীগ সরকারের ‘নৈরাজ্য, সন্ত্রাস ও ভয়ের রাজত্ব’ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত করার বিষয়টিরও তীব্র সমালোচনা করেছেন। তার মতে, এর পক্ষে কোনো বাস্তব প্রমাণ নেই।


দুদকের জালে সাবেক আইজিপি: ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে তদন্তে নামল দুদক

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৭ ১৯:৩৪:৫৩
দুদকের জালে সাবেক আইজিপি: ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে তদন্তে নামল দুদক
ছবি: সংগৃহীত

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি লিখে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের টাকা ও ফ্ল্যাট নেওয়ার অভিযোগ আমলে নিয়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৭ আগস্ট) সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় প্রকাশিত এই বই সম্পর্কে তিনি দাবি করেছিলেন যে, এটি বঙ্গবন্ধুর চারটি খাতা থেকে সম্পাদনা করা হয়েছে। তবে সম্প্রতি একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বইটি আসলে লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী এবং তার নেতৃত্বে থাকা ১২৩ সদস্যের একটি দল। এর বিনিময়ে তারা সরকারি পদ, নগদ অর্থ ও ফ্ল্যাট পেয়েছেন।

দুদক জানিয়েছে, এই অভিযোগের তদন্তে গোয়েন্দা কার্যক্রম শুরু করা হয়েছে। একই দিনে দুদক সাউথইস্ট ব্যাংকের প্রায় ৬৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডেলটা গ্রুপের চেয়ারম্যান একে এম ফারুক আহমেদসহ ১৫ জনের বিরুদ্ধে এবং বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুসহ ৯ জনের বিরুদ্ধে ১২ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে মামলা করেছে।


এনবিআরের নতুন নির্দেশনা, আয়কর অডিটে ঝুঁকিভিত্তিক স্বয়ংক্রিয় বাছাই

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৭ ১৮:১৩:২৫
এনবিআরের নতুন নির্দেশনা, আয়কর অডিটে ঝুঁকিভিত্তিক স্বয়ংক্রিয় বাছাই

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর রিটার্ন অডিটে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে ‘আয়কর রিটার্ন অডিট নির্দেশনা, ২০২৫’ শিরোনামে নতুন একটি গাইডলাইন জারি করেছে। এর ফলে অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে এবং রাজস্ব আয় বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

অডিটের লক্ষ্য: এই নির্দেশনার মূল উদ্দেশ্য হলো কর ফাঁকি প্রতিরোধ করা, কর সংস্কৃতি উন্নত করা এবং কর আইন সঠিকভাবে বাস্তবায়ন করা।

স্বয়ংক্রিয় বাছাই পদ্ধতি: অডিটের জন্য রিটার্ন বাছাই করা হবে ঝুঁকিভিত্তিক পদ্ধতিতে, যেখানে মানবীয় হস্তক্ষেপ কমানোর জন্য একটি স্বয়ংক্রিয় সিস্টেম ব্যবহার করা হবে। তবে কাগজের রিটার্নের ক্ষেত্রে র‍্যান্ডম বাছাই চালু থাকবে।

নির্দিষ্ট নিয়ম: ইতিমধ্যে প্রসেস করা রিটার্ন বা নতুন করদাতার প্রথম রিটার্ন সাধারণত অডিটে আনা হবে না, যদি না সুস্পষ্ট রাজস্ব ক্ষতি দেখা যায়। একই করদাতাকে টানা তিন বছর অডিটে না আনার বিধানও রাখা হয়েছে।

অডিটের ধাপ: রিটার্ন নির্বাচনের পর করদাতাকে ৩০ দিনের মধ্যে নোটিশ দেওয়া হবে। করদাতা যদি সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারেন, তবে মাঠ পর্যায়ে তদন্ত করা হবে। করদাতা চাইলে সংশোধিত রিটার্ন জমা দিয়ে অডিট নিষ্পত্তি করতে পারবেন।

ব্যক্তি করদাতা: ব্যক্তি করদাতার ক্ষেত্রে বেতন, ব্যাংক জমা, ভাড়া, কৃষি আয়, রেমিট্যান্স, বিনিয়োগ এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে আয়ের সঙ্গতি যাচাই করা হবে।

কোম্পানি করদাতা: কোম্পানির ক্ষেত্রে নিরীক্ষিত হিসাব, টার্নওভার, ব্যাংক জমা এবং উৎসে করের মতো বিষয়গুলো খুঁটিয়ে দেখা হবে।

পাঠকের মতামত: